অম্বিকানগর

Puja Travel: দূরে যেতে হবে না, প্রাচীন রাজবাড়ি, স্বাধীনতা সংগ্রাম…ইতিহাসের গন্ধ মাখা জায়গা রয়েছে এখানেই, পুজোর ছুটির সেরা ঠিকানা

বাঁকুড়া: মুকুটমনিপুরের খুব কাছেই পেয়ে যাবেন ইতিহাস খচিত এক রাজবাড়ি। এই রাজবাড়ির আনাচে কানাচে লুকিয়ে রয়েছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। বাঁকুড়ার রানী মুকুটমণিপুর থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত এই রাজবাড়ির ধ্বংসাবশেষ। সঙ্গে প্রাচীন মন্দির। একসময় বিশাল দালান বাড়ি রূপে অবস্থান করলেও বহু ঝড়-ঝাপটা সয়ে আজ তার শুধু লাল ইটের পাঁজরটুকুই অবশিষ্ট রয়ে গেছে।

আর সঙ্গে জড়িয়ে আছে রাজবাড়ির ইতিহাস। ভাবছেন কোথায় রয়েছে এমন রাজবাড়ি? পুজোয় একবার অবশ্যই ঘুরে আসুন এই রাজবাড়ি। জল, জঙ্গল এবং পাহাড়ের খুব কাছেই এই রাজবাড়ি, যার সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। বেশি দূরে নয় মুকুটমণিপুরের দুই কিলোমিটারের মধ্যেই অম্বিকানগর। অম্বিকানগরেই রয়েছে এই রাজবাড়ি।

আরও পড়ুন: নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ! গ্রেফতার যুবক, ক্ষোভে ফুঁসছে জয়নগর

অম্বিকানগর রাজবাড়ির রাজা রাইচরণের দেশপ্রেম ছিল দৃষ্টান্তমূলক। একসময় স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে যুক্ত ছিল এই রাজবাড়ি। প্রথম সারির স্বাধীনতা সংগ্রামীরা আসতেন। তাঁদের অন্যতম আশ্রয়স্থল ছিল এটি। আর সেই কারণেই ইংরেজদের রোষানলে পড়ে রাজত্ব হারায় এখানকার রাজারা।

তারপর থেকেই আয় কমে যাওয়ায় রাজ পরিবারের পতন শুরু হয়। স্বাধীনতা সংগ্রামীদের পৃষ্ঠপোষক ছিলেন রাইচরণ। তিনি আর্থিক সহায়তা থেকে শুরু করে অস্ত্রশস্ত্র এবং আশ্রয় পর্যন্ত দিতেন। এই কারণেই তাঁকে বলা হয় বিপ্লবী রাজা।

আরও পড়ুন: ৫ দিন পরে রাজা হবে ৫ রাশি! বুধের গোচরে পুজোর মুখেই টাকার বৃষ্টি, দরজায় সুখের সময়

মুকুটমণিপুর থেকে টোটো কিংবা, মোটর সাইকেলে করে দশ মিনিটের রাস্তা। পৌঁছে যাবেন অম্বিকানগর। লোকজনকে একটু জিজ্ঞেস করলেই, বাঁকুড়ার পুরনো জনপদ অম্বিকানগরের সরু রাস্তা পার করে পৌঁছে যাবেন প্রশস্ত রাজবাড়ির ময়দানে। কলকাতা থেকে যারা সরাসরি মুকুটমণিপুর আসছেন তাদের জন্য অবশ্যই এটি একটি ঘুরে দেখার জায়গা।

তবে থাকার জন্য মুকুটমণিপুরে রয়েছে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত এবং বিলাসবহুল বিভিন্ন রিসর্ট। সবচেয়ে কম মূল্যে থাকতে গেলে বেছে নিতে হবে বাঁধের উপরে অবস্থিত যুব আবাসকে। তবে অগ্রিম অনলাইনে বুকিং করে আসতে হবে, নয়তো পুজোর সময় রুম খালি পাওয়া একটু দুষ্কর।

আরও পড়ুন: বাড়ি বাড়ি পৌঁছে যাবে ‘অভিষেকের দূত’! পুজোয় উপহারের সঙ্গেই কী বার্তা দিলেন তৃণমূল নেতা?

পরবর্তীকালে রক্ষণাবেক্ষণের অভাবে বাঁকুড়ার এই ঐতিহ্যবাহী রাজবাড়ির একের পর এক দেওয়াল ও অট্টালিকা ধ্বসে পড়ে। অবশেষে প্রশাসন এই রাজবাড়ি সংস্কারে এগিয়ে এসেছে। বসতে চলেছে বিপ্লবী রাজা রায়চরণের মূর্তি। পাশাপাশি সংস্কার করা হয়েছে বেশ কিছু অংশ। প্রশাসনের তরফ থেকে একটি মিউজিয়াম খোলার কথা রয়েছে রাজবাড়িতে।
গুগল ম্যাপের লিংক: https://g.co/kgs/8oBLy2X

নীলাঞ্জন ব্যানার্জি