প্রজাপতি পার্ক

Travel Destinations: গরমে থাকুন ‘সুপারকুল’, এখানে গেলেই শরীর ও মন ঠান্ডা! ছুটির দিনে একবার হলেও ঢুঁ মারুন

তীব্র গরমের থেকে রেহাই পেতে ঘুরে আসুন কলকাতার অদূরে প্রজাপতি পার্কে। বজবজ ২ নং ব্লকের গজাপোয়ালি পৈতা গ্রামে রয়েছে এই পার্ক।
তীব্র গরমের থেকে রেহাই পেতে ঘুরে আসুন কলকাতার অদূরে প্রজাপতি পার্কে। বজবজ ২ নং ব্লকের গজাপোয়ালি পৈতা গ্রামে রয়েছে এই পার্ক।
এখানে রয়েছে ট্রি হাউস। প্রচন্ড গরমে সেখানে মেলে ঠান্ডার অনুভূতি। প্রজাপতি পার্কের পোশাকি নাম প্রকৃতির পাঠশালা।
এখানে রয়েছে ট্রি হাউস। প্রচন্ড গরমে সেখানে মেলে ঠান্ডার অনুভূতি। প্রজাপতি পার্কের পোশাকি নাম প্রকৃতির পাঠশালা।
এই প্রকৃতির পাঠশালা হল বজবজ ২ নং ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে তৈরি হওয়া একটি বায়োডাইভার্সিটি পার্ক।
এই প্রকৃতির পাঠশালা হল বজবজ ২ নং ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে তৈরি হওয়া একটি বায়োডাইভার্সিটি পার্ক।
এই বায়োডাইভার্সিটি পার্কের মূল আকর্ষণ ট্রি হাউস। এখানে নতুন ২ ট্রি হাউসে ৪ টি রুম রয়েছে। যাদের নাম চিত্রা, জোনাকি, ছুটি এবং তিতলি। এছাড়াও পুরানো একটি ট্রি হাউস রয়েছে।
এই বায়োডাইভার্সিটি পার্কের মূল আকর্ষণ ট্রি হাউস। এখানে নতুন ২ ট্রি হাউসে ৪ টি রুম রয়েছে। যাদের নাম চিত্রা, জোনাকি, ছুটি এবং তিতলি। এছাড়াও পুরানো একটি ট্রি হাউস রয়েছে।
এই পার্কে সন্ধ্যা হলেই শোনা যায় পাখিদের কলকাকলি। রয়েছে শতাধিক প্রজাতির গাছ, কিছু ঔষধি গাছ ও ফুলের গাছ।
এই পার্কে সন্ধ্যা হলেই শোনা যায় পাখিদের কলকাকলি। রয়েছে শতাধিক প্রজাতির গাছ, কিছু ঔষধি গাছ ও ফুলের গাছ।
সবমিলিয়ে পর্যটকদের জন্য এই বায়োডাইভার্সিটি পার্ক আপনার মন ভাল করবেই তা আর বলার অপেক্ষা রাখেনা। এই পার্কে আসার পর আপনি প্রকৃতির কোলে হারিয়ে যেতে পারেন।
সবমিলিয়ে পর্যটকদের জন্য এই বায়োডাইভার্সিটি পার্ক আপনার মন ভাল করবেই তা আর বলার অপেক্ষা রাখেনা। এই পার্কে আসার পর আপনি প্রকৃতির কোলে হারিয়ে যেতে পারেন।