প্রকৃতির কোলে তৈরি পার্ক

Travel: বিকেলের প্রেম জমে উঠবে এই ঠিকানায়! কলকাতার খুব কাছেই রয়েছে দারুণ স্পট

ব্যস্ত জীবনে ছুটি কাটানো বা মনকে একটু বদলানোর জন্য নেই অতিরিক্ত সময়, তাই গরমের মরশুম হলেও বিকেলের পর তাপমাত্রার পারদ কিছুটা নামতেই প্রিয়জন বা পরিবারের সদস্যদের নিয়ে কিছুটা সময় কাটিয়ে আসতে পারেন একটু অন্যভাবে। ভাবছেন কোথায় আছে এমন ঠিকানা! জেনে নিন সহজেই
ব্যস্ত জীবনে ছুটি কাটানো বা মনকে একটু বদলানোর জন্য নেই অতিরিক্ত সময়, তাই গরমের মরশুম হলেও বিকেলের পর তাপমাত্রার পারদ কিছুটা নামতেই প্রিয়জন বা পরিবারের সদস্যদের নিয়ে কিছুটা সময় কাটিয়ে আসতে পারেন একটু অন্যভাবে। ভাবছেন কোথায় আছে এমন ঠিকানা! জেনে নিন সহজেই
উত্তর ২৪ পরগনা জেলার জেলা সদর শহর বারাসত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত অশোকনগর কল্যাণগড় পুরসভার অন্তর্গত মিলেনিয়াম সাইন্স পার্ক। সকাল ১০.৩০ থেকে ৭.১৫ পর্যন্ত খোলা থাকে পার্ক। পার্কে প্রবেশের টিকিট মূল্য দশ বছরের উপরে ৩০ টাকা। দশ বছরের নিচে ২০ টাকা
উত্তর ২৪ পরগনা জেলার জেলা সদর শহর বারাসত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত অশোকনগর কল্যাণগড় পুরসভার অন্তর্গত মিলেনিয়াম সাইন্স পার্ক। সকাল ১০.৩০ থেকে ৭.১৫ পর্যন্ত খোলা থাকে পার্ক। পার্কে প্রবেশের টিকিট মূল্য দশ বছরের উপরে ৩০ টাকা। দশ বছরের নিচে ২০ টাকা
শিয়ালদহ থেকে ট্রেনে চড়ে নামতে হবে অশোকনগর কিংবা হাবরা স্টেশনে। দুটি স্টেশন থেকে বেরিয়ে অটো এবং টোটো তে আসা যায় সোজা পার্কে। অটোতে ভাড়া ১৫ থেকে কুড়ি টাকা। টোটো তে নেওয়া হয় আর একটু বেশি ভাড়া। সময় লাগে কুড়ি থেকে ২৫ মিনিট
শিয়ালদহ থেকে ট্রেনে চড়ে নামতে হবে অশোকনগর কিংবা হাবরা স্টেশনে। দুটি স্টেশন থেকে বেরিয়ে অটো এবং টোটো তে আসা যায় সোজা পার্কে। অটোতে ভাড়া ১৫ থেকে কুড়ি টাকা। টোটো তে নেওয়া হয় আর একটু বেশি ভাড়া। সময় লাগে কুড়ি থেকে ২৫ মিনিট
প্রায় ২৬ একর জায়গা নিয়ে পাঁচিলঘেরা এই পার্কে রয়েছে রোপওয়ে, বোটিং , সাইন্স রুম, ঘোড়া দোলনা, তারা মন্ডল সহ থ্রিডি শো, ভূতের গুহা আরও অনেক কিছু
প্রায় ২৬ একর জায়গা নিয়ে পাঁচিলঘেরা এই পার্কে রয়েছে রোপওয়ে, বোটিং , সাইন্স রুম, ঘোড়া দোলনা, তারা মন্ডল সহ থ্রিডি শো, ভূতের গুহা আরও অনেক কিছু
কার পার্কিং ফ্রি রয়েছে তবে বাইক পার্কিং এর জন্য ১৫ টাকা। আর পার্কের ভেতরেই চাইলে টুকটাক খাবারের দোকানও রয়েছে। পার্কের ভেতরের বিভিন্ন রাইড চড়ার জন্য আলাদা আলাদা ভাবে টিকিট কাটতে হবে। ২০ থেকে ৪০ টাকার মধ্যেই রয়েছে সব রাইডের টিকিট মূল্য
কার পার্কিং ফ্রি রয়েছে তবে বাইক পার্কিং এর জন্য ১৫ টাকা। আর পার্কের ভেতরেই চাইলে টুকটাক খাবারের দোকানও রয়েছে। পার্কের ভেতরের বিভিন্ন রাইড চড়ার জন্য আলাদা আলাদা ভাবে টিকিট কাটতে হবে। ২০ থেকে ৪০ টাকার মধ্যেই রয়েছে সব রাইডের টিকিট মূল্য
অশোকনগর কল্যাণগড় পুরসভা পরিচালিত এই পার্কে ৬০ জন কর্মী রয়েছে তা ছাড়াও পুলিশ মোতায়েন রাখা হয় নিরাপত্তার জন্য। সপ্তাহে মঙ্গলবার করে বন্ধ থাকে এই পার্ক। তাই ব্যস্ততার মাঝেও কিছু সময় একটু অন্যভাবে কাটাতে আসতেই পারেন হাতের নাগালে থাকা এই পার্কে
অশোকনগর কল্যাণগড় পুরসভা পরিচালিত এই পার্কে ৬০ জন কর্মী রয়েছে তা ছাড়াও পুলিশ মোতায়েন রাখা হয় নিরাপত্তার জন্য। সপ্তাহে মঙ্গলবার করে বন্ধ থাকে এই পার্ক। তাই ব্যস্ততার মাঝেও কিছু সময় একটু অন্যভাবে কাটাতে আসতেই পারেন হাতের নাগালে থাকা এই পার্কে