হোটেলের দেওয়াল বা পর্দা যে রং-এরই হোক না কেন, সাদা রং-এর বেডকভার ও বালিশের কভার সব রং-এর সঙ্গেই মানানসই।

হোটেলে রুম বুক করে গিয়েছিলেন সঙ্গীকে নিয়ে, পাশের ঘরে হঠাৎ নানারকম শব্দ! গিয়ে দেখতেই চক্ষু চড়কগাছ

যখনই আমরা ঘুরতে যাই থাকার জন্য হোটেল বুক করে থাকি। আজকাল অনলাইন অ্যাপ রয়েছে হোটেল বুকিংয়ের জন্য। যেখানে কিছুটা টাকাও সাশ্রয় হয়। কিন্তু এমন একটি ঘটনার সাক্ষী থাকল এক ব্যক্তি যা জানার পর হোটেল বুক করার আগে আপনি ১০ বার ভাববেন। এই গোটা ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করেছেন ওই ব্যক্তি।

অমিত চান্সিকর বেঙ্গালুুরুর এক হোটেল বুক করেছিলেন। হোটেলে গিয়ে নিজের ঘরেও প্রবেশ করেন তিনি। কিন্তু কিছুসময় পরই অদ্ভূত ঘটনার সাক্ষী হন ওই ব্যক্তিগত। পাশের ঘরের জায়গা থেকে অদ্ভূত রকম আওয়াজ শুনতে পান তারা। প্রথমে মনে হয় কিছু ঘষার শব্দ আসছে। কখনও আবার মনে হয় খাট নড়ার শব্দ। কিছু সময়ের জন্য ভূতের ভয়ও পেয়েছিল ওই পরিবার।

ঘর ছেড়ে বাইরে যেতেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় ওই ব্যক্তির। কারণ তিনি সেখানে গিয়ে দেখেন, তখনও হোটেলটি নির্মাণাধীন ছিল। তিনি এই ঘটনা নিয়ে পোস্ট করার পরই তা ভাইরাল হয়ে যায়। অমিত তাঁর পোস্টে লেখেন, ?বেঙ্গালুরুতে মেকমাইট্রিপ ও ওয়োরুম কেলেঙ্কারির সতর্কতা। এখানে এসে জানতে পারলাম যে হোটেলটি আমি বুক করেছিলাম সেটি সংস্কার চলছে। এখানে কোনও আত্মা ছিল না। এটা প্রতারণার শামিল! এখানে দুই ঘণ্টা নষ্ট করার পর তারা আমার রিফান্ড থেকে টাকাও কেটে নেয়। লজ্জা হওয়া উচিৎ ওদের!?

আরও পড়ুনঃ Viral News: ১৬ ঘণ্টা ধরে উদ্দাম যৌনতা! পর্ন তারকার প্রস্তাব তারকা ফুটবলারকে, তারপর যা ঘটেছিল

পোস্টে তার বুকিং রসিদের স্ন্যাপশটও শেয়ার করেন। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে হোটেলটি এখনও নির্মাণাধীন। অন্য একটি পোস্টে তিনি আরও বলেন, ?ওয়ো এবং এমএমটি উভয় প্রতিনিধিই বেশ কয়েকবার কল এবং ইমেলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করেছেন। তবে এখনও রিফান্ডের টাকা পাইনি। তা পেলে আপডেট করে দেব।? এই ঘটনা সকলকেই অবাক করেছে।