পাঁচমিশালি General Knowledge Trending Quiz: কোন খাদ্যোপাদানের অভাবে শরীর ক্লান্তিতে ভেঙে পড়ে? উত্তর দিতে গিয়ে বড় বড় হোঁচট খেয়েছেন Gallery October 22, 2024 Bangla Digital Desk লেখাপড়ার বিষয় নিয়ে কথা হলে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কথা হবেনা এমন হতেই পারেনা ৷ তবে এমন কিছু উত্তর আছে যা সহজেই দেওয়া যায় ৷ প্রতীকী ছবি ৷ আর এমন কিছু উত্তর আছে সহজে দেওয়া সম্ভব হয়না ৷ আন্দাজ করেও সঠিক উত্তরের কাছাকাছি যাওয়া সম্ভব হয়না ৷ প্রতীকী ছবি ৷ যদি জেনারেল নলেজ নিয়ে কথা বলার হয়ে থাকে সেক্ষেত্রে সেগুলির স্তর বৃদ্ধি করতে হয় ৷ তার জন্য লেখাপড়াও করতে হয় রীতিমত ৷ প্রতীকী ছবি ৷ অনেকেরই জানা নেই হাওয়া মহলে ঠিক কতগুলি জানালা আছে? এর সঠিক উত্তর হল হাওয়া মহলে ৯৫৩টি জানালা আছে ৷ প্রতীকী ছবি ৷ দেশের সংবিধান প্রথমবার কখন সংশোধিত হয়? এখনও পর্যন্ত ভারতীয় সংবিধান ১০৫ বার সংশোধিত হয়েছে প্রথমবার হয় !১৯৫০ সালে ৷ প্রতীকী ছবি ৷ কোন মুঘল সম্রাটের সেনাবাহিনীতে সব থেকে বেশি হিন্দু ছিল? মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সেনাবাহিনীতে সব থেকে বেশি হিন্দু ছিল ৷ প্রতীকী ছবি ৷ কোন ভিটামিন চুল কালো করে? এভরিডে হেলথ (Everyday Health) ওয়েবসাইটে প্রকাশিত একটি তথ্যে জানতে পারা গিয়েছে ভিটামিন বি ৬ চুল কালো করে ৷ প্রতীকী ছবি ৷ চুলের মূল রং প্রকাশিত করে ৷ প্যারা অ্যামাইনো বেঞ্জাইক অ্যাসিড, প্যান্টাথেনিক অ্যাসিড বি কমপ্লেক্স ভিটামিন ফ্যামেলির অংশ বিশেষ ৷ প্রতীকী ছবি ৷ বুলফাইট কোন দেশের আয়োজিত একটি খেলা? বুলফাইট স্পেনের আয়োজিত একটি খেলা ৷ প্রতীকী ছবি ৷ ভারত পাকিস্তানের সিমলা চ্যুক্তি কবে হয়েছিল? ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চ্যুক্তি হয়েছিল ১৯৭২ সালে ৷ প্রতীকী ছবি ৷ পৃথিবীর কোন ফল কাঁচা অবস্থা পুরুষ ও পেকে গেলে মহিলা হয়ে যায় ৷ আসলে ফলের রাজা আম, একটি বিষয় খেয়াল রাখতে হবে কাঁচা থাকলে আমিয়া (স্ত্রীলিঙ্গ), আর পেকে গেলে আম (পুং লিঙ্গ) ৷ প্রতীকী ছবি ৷ Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷