তিরঙ্গা মকটেল

Bankura News: ভারতীয় দলকে ট্রিবিউট জানিয়ে তিরঙ্গা মকটেইল! চেখে দেখতে হলে কোথায় যেতে হবে

বাঁকুড়া: বিশ্বকাপ জ্বর বাঁকুড়ায়। আর বাকি মাত্র তিনটি ম্যাচ। দুর্দান্ত খেলছে টিম ইন্ডিয়া। সেমিফাইনাল আর ফাইনাল। সেই আনন্দ এবার বাঁকুড়ার রান্নাঘরেও। রান্নাঘর বললে ভুল হবে, সেই আনন্দ পৌঁছেছে পানীয়র গ্লাসে। এবার বাঁকুড়ায় তৈরি হচ্ছে স্পেশ্যাল তেরঙ্গা মকটেইল, যেখানে দেখা যাবে তিনটি রং, গেরুয়া, সাদা এবং সবুজ। ভারতের দুর্দমনীয় প্রদর্শনীকে কুর্নিশ জানিয়ে এমনটাই করেছেন বাঁকুড়ার একটি মকটেইল এবং পাওভাজির দোকান।

এমনিতেই তিন স্তরের মকটেইল বানানো একটি কঠিন কাজ। তাও এই চ্যালেঞ্জ গ্রহণ করে তিরঙ্গা মকটেইল বানিয়ে তাক লাগাল বাঁকুড়ার লোকপুর মোড়ের মকটেইল ডিলাইট। কিউয়ি ক্র্যাশ দিয়ে সবুজ এবং অরেঞ্জ ও কলা দিয়ে তৈরি সাদা রং। এভাবেই ফুটিয়ে তোলা হয়েছে তিনটি রং। এটি একটি সামার স্পেশ্যাল মকটেইল। দাম, ১০০ টাকা। এছাড়াও পাওয়া যায় অন্যান্য মকটেইল যেমন ব্লু লেগুন, পিনা কোলাডা।

সর্বনিম্ন ৩০ টাকা থেকে শুরু মকটেইল এবং সর্বোচ্চ ১০০-১২০ টাকা। ক্রিকেট পাগল দর্শকদের কথা ভেবে এই স্পেশ্যাল তেরঙ্গা মকটেইল তৈরি করা হয়েছে। বাঁকুড়ার মানুষের কাছেও পাওয়া যাচ্ছে যথেষ্ট রেসপন্স, জানালেন দোকানের কর্ণধার পূর্ণিমা রাঠি। তিনি জানান, তেরঙ্গা মকটেলটা পুরোটাই আমার স্বামীর মস্তিষ্কপ্রসূত, মানুষের কাছে দারুণ রেসপন্স পাচ্ছি। ভারতের খেলার সঙ্গে সামঞ্জস্যকে বিক্রি হচ্ছে এই মকটেইল।

আরও পড়ুন: ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! সপ্তাহজুড়ে একনাগাড়ে ভাসবে গৌড়বঙ্গ, আবহাওয়ার পূর্বাভাস

বাঁকুড়া একটি খেলাপ্রেমী জেলা। বিশেষ করে ভারতের ক্রিকেট খেলা হলে দেখা যায় উদ্দাম সমর্থন। সেই সমর্থনকে সামনে রেখেই আবারও পানীয়র গ্লাসে দেখা গেল তেরঙ্গা রং, পুরোটাই ইন্ডিয়ান টিমকে ট্রিবিউট করে।

নীলাঞ্জন ব্যানার্জী