মনোনয়নের পর ঐতিহাসিক বক্তৃতা ট্রাম্পের

Donald Trump: ‘ঈশ্বর আমার সঙ্গে ছিলেন’, মনোনয়নের পর ঐতিহাসিক বক্তৃতা ট্রাম্পের, তুলোধনা বাইডেনকে

ওয়াশিংটন: কয়েকদিন আগেই প্রাণের মারার চেষ্টা হয়। শরীর ছুঁয়ে বেরিয়ে যায় গুলি। কানে এখনও ব্যান্ডেজ। সেই নিয়েই রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে হাজির হলেন ডোনাল্ড ট্রাম্প। মিলওয়াকি মঞ্চে তাঁকে দেখে করতালিতে ফেটে পড়লেন দর্শকরা। এদিন আনুষ্ঠানিকভাবে জিওপি মনোনয়ন গ্রহণ করেন ট্রাম্প। নায়কের সম্মান দেওয়া হয় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে। ট্রাম্প বলেন, “ঈশ্বর আমার সঙ্গে ছিলেন।’’

রিপাবলিকান পার্টি আনুষ্ঠানিকভাবে ট্রাম্পকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ঘোষণা করে এই দিন। ট্রাম্প বলেন, “আজ রাতে, বিশ্বাস, নিষ্ঠা এবং গর্বের সঙ্গে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পদের মনোনয়ন গ্রহণ করছি।’’ এদিন চাঁচাছোলা ভাষায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আক্রমণ করেন ট্রাম্প। দ্বিতীয়বারের জন্য হোয়াইট হাউজে পৌঁছতে তিনি যে বদ্ধপরিকর, বুঝিয়ে দেন এদিনের বক্তব্যে।

আরও পড়ুন– প্ল্যাটফর্মে যাত্রীদের টিকিট পরীক্ষা করার মাঝেই আরপিএফ-এর হানা, তারপর যা জানা গেল… আপাতত শ্রীঘরে ‘টিকিট পরীক্ষক’

প্রাণঘাতী হামলার কয়েকদিন পর ট্রাম্প বলেছিলেন, “আমরা একসঙ্গে প্রতিটি জাতি, ধর্ম, বর্ণের নাগরিকদের জন্য নিরাপত্তা, সমৃদ্ধি ও স্বাধীনতার নতুন যুগের সূচনা করব।“ সেই কথার রেশ ধরেই রিপাবলিকান কনভেনশনে ট্রাম্প বলেন, “সমাজের বিভেদ ঘোচাতে হবে। খুব দ্রুত এই রোগের নিরাময় চাই। অর্ধেক নয়, পুরো আমেরিকার রাষ্ট্রপতি হওয়ার জন্য লড়ছি। অর্ধেক আমেরিকায় জিতে কোনও লাভ নেই।’’

পেনসিলভেনিয়ার সমাবেশে গুলি করে হত্যার চেষ্টা করা হয় ট্রাম্পকে। কোনওরকমে প্রাণে বাঁচেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। কান ছুঁয়ে বেরিয়ে যায় গুলি। তারপরেও উঠে দাঁড়ান ট্রাম্প। রক্তমাখা মুখ নিয়ে আকাশের দিকে ছুঁড়ে দেন মুষ্ঠিবদ্ধ হাত। যেন বোঝাতে চান, এভাবে তাঁকে দমানো যাবে না। সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তারপর থেকেই প্রাক্তন রাষ্ট্রপতির সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ গোটা আমেরিকা।

আরও পড়ুন- মিষ্টির দোকানে কিলবিল করছে ৩০টি কিং কোবরা ! ছুটোছুটি লাগিয়ে দিলেন ক্রেতারা, মাথায় হাত মালিকের

রাষ্ট্রপতি পদপ্রার্থী পদে আমেরিকার প্রায় প্রতিটি রাজ্যে রিপাবলিকান পার্টির অভ্যন্তরীন নির্বাচনে জয়ী হয়েছেন ট্রাম্প। সোমবার থেকে শুরু হয় চার দিনে পার্টি কনভেনশন। চলে ভোট পর্ব। সেখানে জয়ী হওয়ার পর ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ঘোষণা করে রিপাবলিকান পার্টি। তাঁর রানিংমেট হয়েছেন সেনেটর জেডি ভ্যান্স। অন্য দিকে, ডামাডোল চলছে ডেমোক্র্যাট পার্টিতে। জো বাইডেনের উপর তৈরি হয়েছে ব্যাপক চাপ। তবে বারাম ওবামা বাইডেনের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেছেন, “বাইডেনের প্রার্থীপদ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।“