মুখের রুচি ফেরাতে সাধারণ তুলসীতেই অতুলনীয় উপকার

Tulsi Benefits : ভাইরাল জ্বরে জিভে স্বাদ নেই? যা খাচ্ছেন তাই-ই তেতো ঠেকছে? রুচি ফেরাবে এই তুলসি

মুখের রুচি ফেরাতে অভ্যর্থ তুভেষজ গুণে ভরপুর তুলসি। সেই আদিকাল থেকে এই পাতার ব্যবহার হয়ে আসছে।
মুমুখের রুচি ফেরাতে অভ্যর্থ তুভেষজ গুণে ভরপুর তুলসি। সেই আদিকাল থেকে এই পাতার ব্যবহার হয়ে আসছে।
তুলসি পাতা জ্বর,সর্দি-কাশি সারায়,বাড়ায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা
তুলসি পাতা জ্বর,সর্দি-কাশি সারায়,বাড়ায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা
বিভিন্ন রকমের তুলসি পাতা পাওয়া যায়। সবুজ তুলসি ব্রণের সমস্যায় দারুন কার্যকরী। ত্বকের সংক্রমন দূর করে, এক্সিমা ও শ্বেতী সারাতে অব্যর্থ এই তুলসি। এই তুলসি সারায় সর্দি-কাশি, ভাল রাখে চুল।
বিভিন্ন রকমের তুলসি পাতা পাওয়া যায়। সবুজ তুলসি ব্রণের সমস্যায় দারুন কার্যকরী। ত্বকের সংক্রমন দূর করে, এক্সিমা ও শ্বেতী সারাতে অব্যর্থ এই তুলসি। এই তুলসি সারায় সর্দি-কাশি, ভাল রাখে চুল।।
সাদা তুলসি বা বাবুই তুলসি বা দুলালী তুলসী নামেও পরিচিত। মিন্ট তুলসির দু-চারখানা পাতা নাকে জমা সর্দি সারাতে ও গলা ব্যথা দমনে কার্যকরী।
সাদা তুলসি বা বাবুই তুলসি বা দুলালী তুলসী নামেও পরিচিত। মিন্ট তুলসির দু-চারখানা পাতা নাকে জমা সর্দি সারাতে ও গলা ব্যথা দমনে কার্যকরী।
বহু গুণে ভরা তুলসি। অরুচি ভাব কাটাতে বা মুখের রুচি ফেরাতে তুলসি পাতার জুড়ি নেই। বিশেষ করে জ্বরের পর খাবারে অরুচি দেখা দিলে তুলসি কার্যকর। ডক্টর মনোসীজ জানা জানান, ১-২ টি তুলসী পাতা একটু মধুর সঙ্গে মিশিয়ে ৪-৫ দিন খেলেই মুখে রুচি ফিরবে। ডায়াবেটিকরা মধু ছাড়া তুলসী পাতা খেতে পারেন।
বহু গুণে ভরা তুলসি। অরুচি ভাব কাটাতে বা মুখের রুচি ফেরাতে তুলসি পাতার জুড়ি নেই। বিশেষ করে জ্বরের পর খাবারে অরুচি দেখা দিলে তুলসি কার্যকর। ডক্টর মনোসীজ জানা জানান, ১-২ টি তুলসী পাতা একটু মধুর সঙ্গে মিশিয়ে ৪-৫ দিন খেলেই মুখে রুচি ফিরবে। ডায়াবেটিকরা মধু ছাড়া তুলসী পাতা খেতে পারেন।