Tulsi Plant Health: নতুন কচি তুলসী পাতায় ভরে উঠবে গাছ…শুধু গোড়ায় দিন এই সাদা জিনিস, বর্ষাকালে হঠাৎ করে যাবে না শুকিয়ে

তুলসী গাছ প্রতিটা গৃহস্থ পরিবারেরই সম্পদ৷ কথায় বলে, তুলসী সুস্থ থাকার অর্থ অথবা তুলসী গাছে নতুন পাতা গজানোর অর্থ আপনার সংসার স্বচ্ছল রয়েছে৷ সেই কারণে, বাড়িতে শুধুমাত্র তুলসী গাছ রেখে পুজো করলেই হয় না৷ তার নিয়মিত পরিচর্যা করতে হয়৷
তুলসী গাছ প্রতিটা গৃহস্থ পরিবারেরই সম্পদ৷ কথায় বলে, তুলসী সুস্থ থাকার অর্থ অথবা তুলসী গাছে নতুন পাতা গজানোর অর্থ আপনার সংসার স্বচ্ছল রয়েছে৷ সেই কারণে, বাড়িতে শুধুমাত্র তুলসী গাছ রেখে পুজো করলেই হয় না৷ তার নিয়মিত পরিচর্যা করতে হয়৷
বর্ষাকালে যে কোনও গাছের পরিচর্যাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে৷ স্যাঁতস্যাঁতে আবহাওয়া এবং কম রোদ্দুর পাওয়ায় বহু গাছেরই স্বাস্থ্য খারাপ হয়ে যায়৷ তুলসী গাছ অত্যন্ত যত্নে রাখার মতো গাছ৷ বিশেষ করে তা যদি টবে রাখা হয়ে থাকে৷
বর্ষাকালে যে কোনও গাছের পরিচর্যাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে৷ স্যাঁতস্যাঁতে আবহাওয়া এবং কম রোদ্দুর পাওয়ায় বহু গাছেরই স্বাস্থ্য খারাপ হয়ে যায়৷ তুলসী গাছ অত্যন্ত যত্নে রাখার মতো গাছ৷ বিশেষ করে তা যদি টবে রাখা হয়ে থাকে৷
তুলসী গাছ যে শুধু গ্রীষ্মকলেই শুকিয়ে যায় তা-ই নয়৷ এই ভরা বর্ষাকালেও শুকিয়ে যেতে পারে এই গাছ৷ জল, রোদ্দুর এবং মাটির গুণাগুণ যথাযথ না হলে, তা তুলসী গাছের স্বাস্থ্যে প্রভাব ফেলে৷ সেই কারণে, বর্ষাকালে তুলসী গাছকে ভাল রাখতে কিছু টিপস মেনে চলা অবশ্যই উচিত৷
তুলসী গাছ যে শুধু গ্রীষ্মকলেই শুকিয়ে যায় তা-ই নয়৷ এই ভরা বর্ষাকালেও শুকিয়ে যেতে পারে এই গাছ৷ জল, রোদ্দুর এবং মাটির গুণাগুণ যথাযথ না হলে, তা তুলসী গাছের স্বাস্থ্যে প্রভাব ফেলে৷ সেই কারণে, বর্ষাকালে তুলসী গাছকে ভাল রাখতে কিছু টিপস মেনে চলা অবশ্যই উচিত৷
তুলসী গাছে বর্ষাকালে কম জল লাগে। কিন্তু কেউ কেউ প্রতিদিন পুজোর সময় নিয়ম করে জল ঢালেন তাহলে তুলসী গাছের শিকড় পচতে শুরু করে এবং গাছ নষ্ট হয়ে যায়। সব সময় মনে রাখবেন, টবের মাটি শুকিয়ে গেলে তবেই তুলসী গাছের গোড়ায় জল দিন। তুলসী গাছের জন্য মাটির টব ব্যবহার করলেই ভাল৷
তুলসী গাছে বর্ষাকালে কম জল লাগে। কিন্তু কেউ কেউ প্রতিদিন পুজোর সময় নিয়ম করে জল ঢালেন তাহলে তুলসী গাছের শিকড় পচতে শুরু করে এবং গাছ নষ্ট হয়ে যায়। সব সময় মনে রাখবেন, টবের মাটি শুকিয়ে গেলে তবেই তুলসী গাছের গোড়ায় জল দিন। তুলসী গাছের জন্য মাটির টব ব্যবহার করলেই ভাল৷
 কারণ, প্লাস্টিক বা চিনামাটির টবে থাকা মাটি সহজে শুকোতে চায় না৷ আর ২-৩দিন মাটি ভিজে থাকলেই তাতে ছত্রাক জন্মে যায়৷ এই ছত্রাক কিন্তু আপনি চোখে দেখতে পাবেন না৷ শুধু দেখবেন, টবে থাকা তুলসী গাছ আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে৷ তাছাড়া, যে টবে তুলসী গাছ থাকে, সেই টবে যেন অতিরিক্ত জল বেরিয়ে যাওয়ার মতো প্রয়োজনীয় ব্যবস্থা থাকে৷
কারণ, প্লাস্টিক বা চিনামাটির টবে থাকা মাটি সহজে শুকোতে চায় না৷ আর ২-৩দিন মাটি ভিজে থাকলেই তাতে ছত্রাক জন্মে যায়৷ এই ছত্রাক কিন্তু আপনি চোখে দেখতে পাবেন না৷ শুধু দেখবেন, টবে থাকা তুলসী গাছ আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে৷ তাছাড়া, যে টবে তুলসী গাছ থাকে, সেই টবে যেন অতিরিক্ত জল বেরিয়ে যাওয়ার মতো প্রয়োজনীয় ব্যবস্থা থাকে৷
তুলসী গাছের টবের মাটির দিকে খেয়াল রাখুন। নির্দিষ্ট সময় অন্তর মাটিতে নিম বা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে ভুলবেন না।
তুলসী গাছের টবের মাটির দিকে খেয়াল রাখুন। নির্দিষ্ট সময় অন্তর মাটিতে নিম বা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে ভুলবেন না।
তুলসী গাছের গোড়ায় দুধ স্প্রে করলেও উপকার পাওয়া যায়। এ ছাড়া বাচ্চাদের বোর্ড বা স্লেটে লেখার জন্য ব্যবহৃত চক গুঁড়ো করে তুলসী গাছের টবের মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারেন৷ এতে গাছের বৃদ্ধি ভাল হয়। ক্যালসিয়ামের ঘাটতির কারণে এমনকি শুকিয়ে যাওয়া গাছে আবার নতুন পাতা আসতে শুরু করে।
তুলসী গাছের গোড়ায় দুধ স্প্রে করলেও উপকার পাওয়া যায়। এ ছাড়া বাচ্চাদের বোর্ড বা স্লেটে লেখার জন্য ব্যবহৃত চক গুঁড়ো করে তুলসী গাছের টবের মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারেন৷ এতে গাছের বৃদ্ধি ভাল হয়। ক্যালসিয়ামের ঘাটতির কারণে এমনকি শুকিয়ে যাওয়া গাছে আবার নতুন পাতা আসতে শুরু করে।
তুলসী গাছের শিকড় দ্রুত ছড়িয়ে পড়ে, পাত্রের নীচে যদি দেখেন একগুচ্ছ শিকড় বেরিয়ে এসেছে, তাহলে জানবেন এতে গাছের বৃদ্ধি বন্ধ হয়ে গিয়েছে। এই ধরনের পরিস্থিতিতে, বর্ষা ঋতুতে অন্য পাত্রে গাছ স্থানান্তর সর্বোত্তম উপায়। বর্ষাকালে আপনি শিকড় ছাঁটাইও করতে পারেন এবং এটি অন্য পাত্রে স্থানান্তর করতে পারেন।
তুলসী গাছের শিকড় দ্রুত ছড়িয়ে পড়ে, পাত্রের নীচে যদি দেখেন একগুচ্ছ শিকড় বেরিয়ে এসেছে, তাহলে জানবেন এতে গাছের বৃদ্ধি বন্ধ হয়ে গিয়েছে। এই ধরনের পরিস্থিতিতে, বর্ষা ঋতুতে অন্য পাত্রে গাছ স্থানান্তর সর্বোত্তম উপায়। বর্ষাকালে আপনি শিকড় ছাঁটাইও করতে পারেন এবং এটি অন্য পাত্রে স্থানান্তর করতে পারেন।