Vastu Tips: বাড়ির এই ৫ জায়গায় রাখুন শুধু এক টুকরো হলুদ! জীবনে টাকা-সোনা-সম্পদের অভাব হবে না

*সাধারণ ভাবে হলুদের খুব গুরুত্ব রয়েছে। তবে বস্তুমতে ইতিবাচক শক্তি সঞ্চার করতে হলুদ ধর্মীয় কাজে ব্যবহার হয়। হলুদ শুধুমাত্র ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে না। এটি সম্পদ এবং সমৃদ্ধিকেও আকর্ষণ করে।
*সাধারণ ভাবে হলুদের খুব গুরুত্ব রয়েছে। তবে বস্তুমতে ইতিবাচক শক্তি সঞ্চার করতে হলুদ ধর্মীয় কাজে ব্যবহার হয়। হলুদ শুধুমাত্র ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে না। এটি সম্পদ এবং সমৃদ্ধিকেও আকর্ষণ করে।
*জ্যোতিষ বিশারদ ও বাস্তু বিশারদ অশোক শাস্ত্রী জানান, বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির মধ্যে হলুদের গুঁড়ো বা টুকরো হলুদ রাখা অনেকটাই শুভ মনে করা হয়। তবে হলুদ ঘরের কোথায় রাখা উচিত জেনে নিন সহজেই।
*জ্যোতিষ বিশারদ ও বাস্তু বিশারদ অশোক শাস্ত্রী জানান, বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির মধ্যে হলুদের গুঁড়ো বা টুকরো হলুদ রাখা অনেকটাই শুভ মনে করা হয়। তবে হলুদ ঘরের কোথায় রাখা উচিত জেনে নিন সহজেই।
*বাস্তু শাস্ত্র অনুযায়ী শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের সঙ্গে অর্থনৈতিক উন্নতিও করে থাকে হলুদ। বাড়ির রান্নাঘরে হলুদের গুঁড়ো রাখা খুব শুভ। রান্নাঘরে গুঁড়ো হলুদ কৌটো ভর্তি রাখলে অর্থের অভাব হয় না কোনওদিন।
*বাস্তু শাস্ত্র অনুযায়ী শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের সঙ্গে অর্থনৈতিক উন্নতিও করে থাকে হলুদ। বাড়ির রান্নাঘরে হলুদের গুঁড়ো রাখা খুব শুভ। রান্নাঘরে গুঁড়ো হলুদ কৌটো ভর্তি রাখলে অর্থের অভাব হয় না কোনওদিন।
*সুখ-সমৃদ্ধি বজায় রাখতে বাড়ির প্রধান দরজায় হলুদ রাখা অত্যন্ত শুভ। এটাই মনে করা হয় বস্তুশাস্ত্র অনুযায়ী। এর জন্য একটি কৌটো বা বাক্সের মধ্যে হলুদ ভরে সেটি সদর দরজার কাছে রেখে দেওয়া উচিত।
*সুখ-সমৃদ্ধি বজায় রাখতে বাড়ির প্রধান দরজায় হলুদ রাখা অত্যন্ত শুভ। এটাই মনে করা হয় বস্তুশাস্ত্র অনুযায়ী। এর জন্য একটি কৌটো বা বাক্সের মধ্যে হলুদ ভরে সেটি সদর দরজার কাছে রেখে দেওয়া উচিত।
*বাড়ির মন্দিরে বা পুজোর ঘরে হলুদ রাখাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় বাস্তু মতে। মন্দির বা পুজোর ঘর একটি পবিত্র স্থান বাড়ির মধ্যে। সেখানে একটি হলুদের টুকরো রাখলে সুখ ও সমৃদ্ধি আসে বাড়ির মধ্যে।
*বাড়ির মন্দিরে বা পুজোর ঘরে হলুদ রাখাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় বাস্তু মতে। মন্দির বা পুজোর ঘর একটি পবিত্র স্থান বাড়ির মধ্যে। সেখানে একটি হলুদের টুকরো রাখলে সুখ ও সমৃদ্ধি আসে বাড়ির মধ্যে।
*বাড়ির মধ্যে অর্থের প্রবাহ বাড়ানোর জন্য সকলেই চেষ্টা করে। তবে বাস্তুশাস্ত্র মতে হলুদের একটি টুকরো বাড়ির টাকা রাখার স্থানে রাখা শুভ করা হয়। তাই টাকা যেখানে রয়েছে সেখানে টুকরো হলুদ রাখা উচিত।
*বাড়ির মধ্যে অর্থের প্রবাহ বাড়ানোর জন্য সকলেই চেষ্টা করে। তবে বাস্তুশাস্ত্র মতে হলুদের একটি টুকরো বাড়ির টাকা রাখার স্থানে রাখা শুভ করা হয়। তাই টাকা যেখানে রয়েছে সেখানে টুকরো হলুদ রাখা উচিত।
*যদি কোনও ব্যক্তি তাঁর মানিব্যাগে এক টুকরো হলুদ রাখেন। তবে তিনি অর্থের অভাবের মুখোমুখি হবেন না কোনও সময়ে। সামান্য মনে হলেও হলুদ অর্থ আকর্ষণ করতেও দারুণ কার্যকারী ভূমিকা পালন করে।
*যদি কোনও ব্যক্তি তাঁর মানিব্যাগে এক টুকরো হলুদ রাখেন। তবে তিনি অর্থের অভাবের মুখোমুখি হবেন না কোনও সময়ে। সামান্য মনে হলেও হলুদ অর্থ আকর্ষণ করতেও দারুণ কার্যকারী ভূমিকা পালন করে।