প্রতীকী ছবি৷

Crime: এ কী কাণ্ড! নীল বাতি গাড়িতে চলছিল গাঁজা পাচার, রাতারাতি গ্রেফতার দুই

বর্ধমান: গাড়িতে পুলিশ স্টিকার ও নীল বাতি লাগিয়ে চলছিল গাঁজা পাচার। পুলিশের জালে ধরা পড়ল গাড়ি। ওই গাড়ি বাজেয়াপ্ত, উদ্ধার হয়েছে ১০০ কেজি গাঁজা। গ্রেফতার  করা হয়েছে দুজনকে।

 ১০০কেজি গাঁজা ও নীলবাতি লাগানো গাড়িটি বাজেয়াপ্ত করেছে বর্ধমান থানার পুলিশ। ধৃতদের নাম সুনীল বেরা, বিশ্বজিৎ সিং। সোমবার  ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে বর্ধমান জেলা আদালতে পেশ করেছে বর্ধমান থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান ধৃতদের সঙ্গে আন্ত:রাজ্য গাঁজা পাচারকারীদের যোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর আসে বিপুল পরিমাণে গাঁজা চারচাকা গাড়িতে ১৯ নম্বর জাতীয় সড়ক দিয়ে পাচার হচ্ছে। পুলিশ সেই জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় নাকা-তল্লাশি শুরু করে। সোমবার ভোর রাতে এন এইচ-২বি বর্ধমান সিউড়ি রোডের তালিতের সাই স্টেডিয়ামের কাছে পুলিশ নীলবাতি লাগানো একটি গাড়িকে আটকায়। গাড়ির যাত্রীদের সঙ্গে কথা বলে পুলিশের সন্দেহ হয় এবং গাড়িটিতে তল্লাশি চালালে ছ’বস্তা গাঁজা উদ্ধার হয়। দু’জনকে গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে ধৃতরা খড়গপুর শহর থেকে গাঁজা ভর্তি গাড়ি নিয়ে গুসকরায়  যাচ্ছিল।

আরও পড়ুন: আর জি কর কাণ্ডে ধৃত ‘বড়মাপের অপরাধী, সর্বোচ্চ শাস্তির চেষ্টা!’ দাবি নগরপালের, খুনের উদ্দেশ্য জানার চেষ্টায় পুলিশ

১০০ কেজি গাঁজা  ওড়িশার কোকেনঝাড় থেকে খড়গপুর আসে। পুলিশের অনুমান নীলবাতি ও গাড়িতে পুলিশের স্টীকার সাটানো গাড়ি ব্যবহার করে পুলিশের চোখে ধূলো দেবার চেষ্টা করেছিল ধৃতরা। পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, গতকাল মেমারি পুলিশ পালসিট টোল প্লাজা থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করে। এক মহিলা সহ ৪ জনকে গ্রেফতার করা হয়। আজ ১০০ কেজি গাঁজা সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ২ দিনে দুটি গাড়ি বজেয়াপ্ত করা হয়েছে। শনিবারই পুলিশের সামনে এসেছিল ওড়িশা থেকে বীরভূম গাঁজা পাচারের চক্র। পালসিট টোলপ্লাজা থেকে  উদ্ধার হয়েছিল বস্তাভর্তি ৫০ কেজি গাঁজা।  অভিযুক্ত চারজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছিল পুলিশ। এদের একজন মহিলা।