রোগী সেজে হাসপাতালে প্রবেশ! তার পর ডাক্তারের সঙ্গে যা হল… হাড় হিম কাণ্ড

কলকাতা:  রোগী সেজে হাসপাতালে ঢুকে ডাক্তারকে গুলি! ভয়াবহ ঘটনাটি ঘটেছে দিল্লির কালিন্দী কুঞ্জ এলাকার জৈতপুরে। অভিযুক্তদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

দিল্লি পুলিশ জানিয়েছে, রাত ১.৪৫ মিনিট নাগাদ দুই যুবক হাসপাতালে আসে। তারাই গুলি করে ইউনানি চিকিৎসক জাভেদ আখতারকে। এক পুলিশ কর্তার বক্তব্য অনুযায়ী, চেয়ারে এলিয়ে ছিল জাভেদের শরীর। রক্তে ভেসে যাচ্ছিল শরীর।

হাসপাতালের কর্মীরা জানিয়েছেন, দু’জন আহত অবস্থায় হাসপাতালে আসে। ড্রেসিং করার পর তাঁরা চিকিৎসকের সঙ্গে দেখা করতে চান। ডাক্তারের কেবিনে ঢোকার পরই গুলির শব্দ হয়। সঙ্গে সঙ্গে ছুটে যান নার্স এবং অন্যান্য কর্মীরা। কেবিনে ঢুকে তাঁরা দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন চিকিৎসক জাভেদ আখতার।

আরও পড়ুন- ফের নিম্নচাপ…উত্তরবঙ্গে চলবে অবিরাম বৃষ্টি! কোন কোন জেলায়? কী হবে দক্ষিণবঙ্গে?

চিকিৎসককে হত্যার কারণ এখনও জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। তবে এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।

উল্লেখ্য, হাসপাতালে নিরাপত্তার দাবিতে আন্দোলন করছেন কলকাতার জুনিয়র চিকিৎসকরা। প্রতিদিনই চলছে বিক্ষোভ, মিছিল। সরকারের কাছে ১০ দফা দাবি পেশ করেছেন তাঁরা। ঠিক সেই সময়ই দিল্লির হাসপাতালে ঘটে গেল এমন মর্মান্তিক ঘটনা।

তদন্তে পুলিশ জানতে পেরেছে, ঘটনায় জড়িত দুই অভিযুক্তই নাবালক। বয়স ১৬ বছর। তাঁদের একজনের পায়ে ব্যান্ডেজ ছিল। ঘটনার আগের দিনও তারা হাসপাতালে গিয়েছিল।

আরও পড়ুন- এর মধ্যে দার্জিলিং সহ পাহাড়ে যাওয়ার প্ল্যান? অবস্থা ভাল নয় কিন্তু!ভয়ঙ্কর মৃত্যু

এদিন তারা যায় ড্রেসিং করতে। রাতের নার্সিং স্টাফ ড্রেসিং করেন। এরপর তারা চিকিৎসকের সঙ্গে দেখা করার জন্য পীড়াপীড়ি শুরু করে। কিছুক্ষণ পর দুজনে জোর করে ডাক্তারের কেবিনে ঢোকে। তারপরই গুলি করে।

তদন্তকারী এক পুলিশ অফিসারের কথায়, “টার্গেট কিলিং বলেই মনে হচ্ছে। তদন্ত শেষ হলে খুনের আসল কারণ জানা যাবে।’’ অনুমান করা হচ্ছে, কোনও কারণে চিকিৎসকের সঙ্গে কথা কাটাকাটি হয়। তখনই আচমকা গুলি করে দুই নাবালক।

পুরোটাই ঘটেছে রাগের মাথায়। এর পিছনে অন্য কোনও কারণ নাও থাকতে পারে। তবে দিল্লির জৈতপুরের এই ঘটনা ফের চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল।