এমপি স্কলারশিপ

Bangla News: বিশেষ এই কারণের জন্যই এমপি স্কলারশিপ পাচ্ছে মেডিক‍্যাল কলেজের পড়ুয়ারা, জানুন

উত্তর ২৪ পরগনা: বারাসাত গভর্নমেন্ট মেডিক‍্যাল কলেজের দুই ডাক্তারি পড়ুয়া পাচ্ছেন এমপি স্কলারশিপ। প্রথমবার এই এমপি স্কলারশিপ দেওয়া হচ্ছে বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ ড: কাকলি ঘোষ দস্তিদারের উদ্যোগে। এদিন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠক আয়োজন করা হয়। বৈঠকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাঃ কাকলি ঘোষ দস্তিদার, প্রিন্সিপাল ডাঃ মানস কুমার বন্দ্যোপাধ্যায়, হাসপাতাল সুপার ডাঃ সুব্রত মণ্ডল এছাড়াও ছিলেন ডাঃ বিবর্তন সাহা, ডাঃ রবীন মুখার্জি সহ বিশিষ্ট ডাক্তাররা।

আরও পড়ুনঃ আগামী কয়েক ঘণ্টায় দক্ষিণবঙ্গে শুরু বৃষ্টি! শীত কমবে কবে? বিরাট আপডেট IMD-র

এদিনই পূর্বঘোষণা মত এম.পি স্কলারশিপের জন্য বারাসাত মেডিক্যালের দু’জন ডাক্তারি পড়ুয়াকে বেছে নেওয়া হয়েছে বলে জানা যায়। শর্ত অনুযায়ী শেষ পরীক্ষায় আশি শতাংশ প্রাপ্ত নম্বর ও কলেজে আশি শতাংশ উপস্থিতির কারণে তাঁদের বেছে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে মেডিক‍্যাল কলেজে তরফে। সাংসদ জানান, আগামী সপ্তাহে স্কলারশিপ তুলে দেওয়া হবে তাঁদের হাতে। পরবর্তীতেও যে সমস্ত ডাক্তারি পড়ুয়া এম পি স্কলারশিপে দেওয়া শর্তের আওতাভুক্ত ও যোগ্য নির্ধারিত হবে তাঁদের যাবতীয় সেমিস্টার খরচ সাংসদ নিজে বহন করবেন বলে প্রতিশ্রুতি দেন। পাশাপাশি এই দিন গোটা হাসপাতাল যত্ন ঘুরে দেখেন সাংসদ।

হাসপাতালের নতুন আউটডোর, পঞ্চাশ বেডের সিসিইউ পরিষেবা কবে নাগাদ পাবেন রোগীরা, সমস্ত বিষদে জানতে চান তিনি। গ্রীষ্মকালে রোগীদের জন্য পর্যাপ্ত জলের ব্যবস্থা করছে রাজ্যের পিএইচই দফতর। হাসপাতালকে সার্বিকভাবে কীভাবে আরও উন্নত করা যায়, সেই চিন্তাধারাকে মাথায় রেখে সাংসদের উপস্থিতিতে এদিন বৈঠক হয় রোগী কল্যাণ সমিতির। ডঃ কাকলি ঘোষ দস্তিদার বলেন, “এম পি স্কলারশিপ আগামী সপ্তাহে হাসপাতালের দু’জন পড়ুয়া পাচ্ছেন। তাঁদের পড়াশোনার যাবতীয় খরচ থাকবে আমার। এছাড়া অতীতে যে সমস্যাগুল ছিল হাসপাতাল ও মেডিক‍‍্যাল কলেজে, তা রেকটিফাই করে আগামীতে রোগীদের আরও ভাল পরিষেবা দেওয়ার জন্য সরকারিভাবে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”

Rudra Narayan Roy