সেলসম্যানের পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে বেশ কিছু মূল্যবান সামগ্রী হাতিয়ে নিল দুই দুস্কৃতী

সেলসম্যান সেজে চুরি, বাড়ি থেকে খোয়া গেল প্রায় তিন লক্ষ টাকার সোনা ও হিরের গয়না

মালদা: দুপুরবেলার ঘটনা৷ এক নামি কোম্পানির সেলসম্যানের পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে বেশ কিছু মূল্যবান সামগ্রী হাতিয়ে নিল দুই দুস্কৃতী।

ঘটনাটি ঘটেছে মালদহ শহরের গোলাপট্টি বাঁধরোড এলাকায়৷ একজন বয়স্ক মহিলার কাছ থেকে প্রায় তিন লক্ষ টাকার সোনা ও হিরের গয়না হাতিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতি। সিসিটিভি ফুটেজে সেই ঘটনার দৃশ্য ধরা পড়েছে৷ মোটরবাইকে করে দুষ্কৃতিরা এলাকায় ঢোকে৷ কিন্তু সেই বাইকে কোনও নম্বরপ্লেট ছিল না।

আরও পড়ুন: প্রকাশ্যে চুরি, গাড়ির জানলা ভেঙে ল্যাপটপ, দামি জিনিসপত্র নিয়ে পালাল চোর, ভাইরাল সিসিটিভি ফুটেজ

প্রথমে তারা নিজেদের সেলসম্যান বলে পরিচয় দেয়৷ বাসনপত্র পরিষ্কারের পাউডার পরীক্ষা করে দেখানোর অছিলায় ভিতরে ঢোকে এই দুই দুষ্কৃতী। প্রথমে কয়েকটি বাসন পরিষ্কার করে দেখিয়ে আস্থা অর্জনের করে৷ তারপর তারা বৃদ্ধার হাতের দু’টি হীরের আংটি এবং গলার সোনার চেন এক মুহূর্তে পরিষ্কার করে দেখানোর কথা বলে। সরল বিশ্বাসে বৃদ্ধাও তাঁর হাতের চুরি ও গলার চেন খুলে তাদের হাতে দেন।

আরও পড়ুন: অবিবাহিত মেয়েরা আসলে ‘বোঝা’; KBC-র মঞ্চে এ কথা শুনে যা বললেন অমিতাভ, শুনে চমকে উঠবেন

এরপর একটা পাউডারের প্যাকেটের মধ্যে গয়নাগুলো ঢোকায়৷ পাঁচ মিনিট পর সেই গয়না বের করে নেওয়ার কথা বলে চম্পট দেয় দুষ্কৃতী দু’জন। এরপর সোনার গয়নার প্যাকেটটি বদলে প্লাস্টিক চুরির একটা প্যাকেট বাড়িতে রেখে সরে পড়ে তারা।

পাঁচ মিনিট পর ওই পাউডার ভর্তি প্যাকেটের ভেতরে নিজের সোনার গয়না খুঁজতে গিয়ে চক্ষু চড়কগাছ হয়ে ওঠে বৃদ্ধার। তিনি বুঝতে পারেন প্যাকেটের ভিতরে কোনও সোনার গয়নাই নেই৷ শুধুমাত্র প্লাস্টিকের কয়েকটা পুরনো চুরি রয়েছে। খবর পেয়ে এলাকায় তদন্তে যায় ইংরেজ বাজার থানার পুলিশ। তদন্ত শুরু হয়েছে৷ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের সনাক্তকরণের চেষ্টা চলছে৷