মাথা ন্যাড়া করে পিন্ডদান ২ তৃণমূলকর্মীর

Hooghly News: আনন্দে মাথা ন্যাড়া করে পিণ্ডদান ত্রিবেণীতে! কেন এমন কাজ করলেন ২ তৃণমূলকর্মীর

হুগলি: লকেটের লোকসভা নির্বাচনে পরাজয়ের আনন্দে, মাথা ন্যাড়া করে পিন্ডদান করলেন বিজেপি ছেড়ে তৃণমূলে আসা ২ কর্মী সমর্থক। ত্রিবেণী শ্মশান ঘাটে মাথার চুল ন্যাড়া করে পিন্ডদান করেন ওই দুই বিজেপি ত্যাগী তৃণমূল কর্মী খোকন ডালি ও শ্যামা কান্ত দাস।

সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচনে সপ্তগ্রাম থেকে সদস্য পদে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন ছোট খেজুরিয়ার বাসিন্দা শ্যামা কান্ত দাস। হুগলি লোকসভায় তৎকালীন সাংসদ ছিলেন লকেট চট্টোপাধ্যায়। তবে বর্তমান লোকসভা নির্বাচনের আগে বিজেপির দলীয় আলোচনা সভায় সাংসদ লকেটের কাছ থেকে কোন রকম সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলেছিলেন শ্যামা কান্ত দাস।

আরও পড়ুন: কঙ্গনাকে ঠাসিয়ে চড়! কে এই কুলবিন্দর কৌর? জানেন…সাসপেশনের পরে শুক্রবার গ্রেফতার

শ্যামা কান্তের দাবি, তৎকালীন সাংসদ লকেটের সাহায্য প্রার্থনা করলে তিনি বলেছিলেন, যার খুশি সে দল করবে এবং যার ইচ্ছে হবে না সে দল থেকে বেরিয়ে যেতে পারে।

এর পরেই দলত্যাগ করে তৃণমূলে যোগ দেন শ্যামা কান্ত ও খোকন। প্রতিজ্ঞাবদ্ধ হন ২০২৪ লোকসভা নির্বাচনে লকেকে প্রাক্তন সাংসদ হিসাবে দেখে তবেই তিনি মুন্ডন করবেন। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই দেখা যায় লকেট পরাজিত হয়েছেন।এর পরেই পূর্ব প্রতিজ্ঞা মত এদিন ত্রিবেণী শ্মশান ঘাটে গিয়ে মুন্ডন করেন দুই কর্মী।

আরও পড়ুন: ‘১০ বছরেও ১০০-র গন্ডি পেরতে পারেনি কংগ্রেস,’ সংসদীয় নেতা নির্বাচিত হয়েই মোদির তুমুল কটাক্ষ বিরোধীদের

এই বিষয়ে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা তিনি জানান, দীর্ঘকাল বিজেপি করার পরেও এই লোকগুলো বিজেপির কাছে প্রতারিত হয়েছেন। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত হওয়ার জন্য তারা বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছিলেন। তৃণমূলে আসা মাত্রই তারা জানিয়েছিলেন তারা প্রতিজ্ঞাবদ্ধ লকেট চট্টোপাধ্যায়কে প্রাক্তন সাংসদ করার জন্য। সেই প্রতিজ্ঞা পূর্ণ হওয়ার পরে তারা নিজে থেকেই মুন্ডন করতে চলে আসেন। তাদের এই কাজকে সাধুবাদ জানাচ্ছেন বাকি তৃণমূল কর্মী সমর্থকরা।

রাহী হালদার