U19 World Cup Final: ভারতের দুই পেসার লুটে নিলেন ৯ উইকেট! ‘রবি-রাজ’ অ্যান্টিগায়

#অ্যান্টিগা: ভারত বনাম ইংল্যান্ড (Ind vs Eng) , অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালের  (U19 World Cup Final) আগে থেকেই ফুটছিল , চড়ছিল পারদ৷ আর হাজার হাজার কিলোমিটার দূরে অ্যান্টিগায় কামাল দুই ভারতীয় পেসারের৷ রবি কুমার (Ravi Kumar) এবং রাজ বাওয়া (Raj Bawa) মিলে লুটে নিলেন ৯ উইকেট৷ ভারতীয় পেসারদের পরিসংখ্যান হিসেবে যা নিঃসন্দেহে নজির৷ অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে (U19 World Cup 2022) একটিমাত্র উইকেট গেল স্পিনারের ঝোলায়৷ ভারত আর স্পিনের শক্তিধর দেশ এই তকমা অনেকদিনই পিছনে ফেলে দিয়েছে৷ একের পর এক বিশ্বমানের পেসার উঠে এসেছে ৷ সেই তালিকায় তরুণ ক্রিকেটাররাও ভালভাবেই নাম লেখালেন৷

যখন ফাইনালের দ্বিতীয় ওভার ও ম্যাচের চতুর্থ ওভারে ইংল্যান্ডের দুই দাপুটে ব্যাটকে- অর্থাৎ একজন ওপেনার ও অন্যজন অধিনায়ককে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দিয়ে হিরো রবি কুমার (Ravi Kumar )৷ আবার ম্যাচের ওপর ইংল্যান্ডের রাশ চেপে বসছে জেমস রিউ এবং জেমস সেলসের দাপটে,তখন সেই রবি কুমারই পার্টনারশিপ ব্রেকার হন৷ তিনি ৯৫ রানে আউট করে জেসম রিউকে প্যাভিলিয়নে ফেরান৷ আর মূলত তাঁর সুবাদেই অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ভারত – ইংল্যান্ডকে ১৮৯ রানে বেঁধে রাখতে সমর্থ হয়৷

আরও পড়ুন – IPL 2022 Mega Auction: বিশ্বকাপ ফাইনালে সেরা বল করা রাজ বাওয়া, আইপিএল নিলামে সকলের নজরে

এদিকে রাজ বাওয়ায় (Raj Bawa) এদিন নিজের কেরিয়ারেরই শুধু নয় অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে সেরা বোলিং পারফরম্যান্স করে নজির বইয়ে নাম তুলে নেন৷ এদিন অ্যান্টিগায় অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে রাজ বাওয়ার বোলিং পারফরম্যান্স ৯.৫ ওভার ৩১ রান, ৫ উইকেট৷ তাঁর বোলিং গড় ৩.১৫৷

এদিন অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের (U19 World Cup 2022) ফাইনালে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে রবি কুমারের শিকার জেকব ব্যাথেল, টম প্রেস্ট, জেমস রিউ, থমাস অ্যাসপিনওয়ালের -চারটি উইকেট নেন৷

আরও পড়ুন – Viral Video: Balam Sammi গানের তালে নাচের সময় বাতকর্ম, পুরুষ সঙ্গীকে থাপ্পড় মারলেন মহিলা, তুমুল ভাইরাল ভিডিও

এদিকে এই একইমঞ্চে রাজ বাওয়ার শিকাররা হলেন জর্জ থমাস, উইলিয়াম লক্সটন, জর্জ বেল, রেহান আহমেদ, জোসুয়া বয়ডেন৷