ঋষি সুনক।

UK Election Results 2024: ব্রিটেনে পরিবর্তন, ১৪ বছর পরে ক্ষমতায় লেবার পার্টি, হারের দায় নিলেন ভারতীয় বংশোদ্ভূত সুনক

লন্ডন: ১৪ বছর পরে ব্রিটেনে পরিবর্তনের হাওয়া। কনসার্ভেটিভ পার্টির সরকারের পতন ঘটল দীর্ঘ ১৪ বছর পরে। সেই সঙ্গে প্রধানমন্ত্রিত্ব যেতে বসেছে ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিবিদ তথা নারায়ণ মূর্তির জামাই ঋষি সুনকের।

২০১০ সালে ডেভিড ক্যামেরনের হাত ধরে ব্রিটেনে শুরু হয় কনসার্ভেটিভ পার্টির শাসনের। তার পরে একে একে ক্ষমতায় বসেন থেরেসা মে, বরিস জনশন, লিজ ট্রাস এবং সব শেষে ২০২২ সালের ২৫ অক্টোবর ঋষি সুনক ক্ষমতায় বসেন। সুনকের ২ বছর পরে অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসতে চলেছে ব্রিটেনের বামপন্থী মনোভাবাপন্ন দল লেবার পার্টি। শেষ পাওয়া খবর অনুযায়ী ৪১১টি আসনে এগিয়ে রয়েছে লেবার পার্টি। পাশাপাশি মাত্র ১১৯টি আসনে এগিয়ে সুনকের কনসার্ভেটিভ পার্টি। এর ফলে ১৪ বছর পরে পতন হতে চলেছে কনসার্ভেটিভ পার্টির।

আরও পড়ুন: হাথরস পদপিষ্ট কাণ্ডে স্বজনহারাদের সঙ্গে সাক্ষাৎ রাহুলের, বড় আশ্বাসবাণী!

লেবার পার্টির পক্ষ থেকে ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে পারেন কেইর স্টার্মার। ৬১ বছর বয়সি মানবাধিকার আইনজীবী স্টার্মারেরই নতুন ঠিকানা হতে চলেছে ১০ ডাউনিং স্ট্রিট। শেষ পাওয়া খবর পর্যন্ত গত বার নির্বাচনের তুলনায় ২০৯টি আসন বেড়েছে লেবার পার্টির, অন্য দিকে ২৪৬টি আসন কমেছে কনসার্ভেটিভ পার্টির।