ভেঙে  ফেলা ঘর 

Elephant Attack: মুষলধারে বৃষ্টির সুযোগে চা বাগান শ্রমিকদের বাড়ি তছনছ করল বুনো হাতি

আলিপুরদুয়ার: মুষলধারে বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের জঙ্গল লাগোয়া এলাকাগুলোতে। আর তার ফলে দল বেঁধে জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসছে বুনো হাতির দল। তেমনই একটি হাতি চা বাগানে ঢুকে ব্যাপক তাণ্ডব চালাল। বুনো হাতির এই তাণ্ডবে আতঙ্কিত হয়ে পড়েছেন চা শ্রমিকরা।

বৃহস্পতিবার গভীর রাতে রাধারানি চা বাগানের শ্রমিক কলোনিতে ঢুকে তাণ্ডব চালায় একটি বুনো হাতি। তার তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় তিনটি শ্রমিক আবাসন ও একটি দোকান। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন শ্রমিক পরিবারের সদস্যরা। জানা গিয়েছে, গভীর রাতে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে বেরিয়ে আসে ওই বুনো হাতেটি। এরপর রাধারানি চা বাগানের শ্রমিক মহল্লায় ঢুকে পড়ে। খাবারের লোভে প্রায় তিন ঘণ্টা গ্রামে তাণ্ডব চালায়। এই ঘটনায় কামিল মিঞ্জ, সুভাষ মিঞ্জ, তিন্টুস এক্কা নামে তিনজন চা শ্রমিকের ঘর ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি এলাকার একটি দোকানেও হানা দিয়ে ক্ষতিগ্রস্ত করে হাতিটি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

আরও পড়ুন: বর্ষাকালে বিদ্যুৎ না থাকাটাই যেন এই গ্রামের নিয়ম!

এলাকার বাসিন্দারা জানান, সারারাত মুষলধারে বৃষ্টি হচ্ছিল, সেই সুযোগে গ্রামে হাতি এসে তাণ্ডব চালায়। হাতির এই আক্রমণের ফলে আতঙ্কিত হয়ে পড়েছে শ্রমিক পরিবারগুলি। এদিকে খবর পেয়ে বনকর্মীরা এদিন সকালে এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন।

অনন্যা দে