Ukrainian Woman Singing National Anthem: রুশ হামলায় ভেঙেছে বাড়ি, ভেজা চোখেই জাতীয় সঙ্গীত গাইলেন ইউক্রেনের মহিলা, ভাইরাল ভিডিও

#কিভ: ইউক্রেনে ক্রমশ বাড়ছে রাশিয়ার আগ্রাসন (Ukraine Crisis)৷ সেনা ছাউনি, সরকারি সম্পত্তি তো বটেই, রুশ গোলা বারুদ আছড়ে পড়ছে সাধারণ মানুষের ঘরবাড়ির উপরেও৷ কিন্তু ইউক্রেনের (Russia Attacks Ukraine)আমজনতা যে মনোবল হারাচ্ছেন না, একের পর এক ভিডিও, ছবিতেই তার প্রমাণ মিলছে৷

প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের উদ্বুদ্ধ করতে দেশের জাতীয় সঙ্গীতকেই বেছে নিয়েছেন ইউক্রেনের সাধারণ মানুষ৷ তার প্রমাণ হিসেবে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়৷

আরও পড়ুন: কৌতুক অভিনেতা থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট, গোটা বিশ্বের মন জিতেছেন জেলেনস্কি

সেরকমই একটি ভিডিও-তে দেখা যাচ্ছে, রাশিয়ার হামলা বাড়ির জানলার কাচ ভেঙে তছনছ হওয়ার পর তা পরিষ্কার করছেন ইউক্রেনের বাসিন্দা একজন মহিলা৷ একে বিপদের মুখে দেশ, ভিটে মাটি হারানোর ভয়, তার উপর সাধের বাড়িও ক্ষতিগ্রস্ত, সবমিলিয়ে চোখের জল ধরে রাখতে পারেননি ওই মহিলা৷

আরও পড়ুন: অন্ধকার শহর, এয়ারপোর্টে হঠাৎ মিসাইল হানা! ইউক্রেন থেকে ফিরলেন কলকাতার ছাত্র

কিন্তু ভাঙা কাচের টুকরো পরিষ্কার করতে করতে অশ্রুসিক্ত চোখেই ইউক্রেনের জাতীয় সঙ্গীত গাইতে শোনা গিয়েছে কিভের বাসিন্দা ওই মহিলাকে৷

ইউক্রেনের এক সরকারি আধিকারিকের শেয়ার করা আরও একটি ভিডিও-তে দেখা যাচ্ছে, রাজধানী কিভের অদূরে একটি জনশূন্য রাস্তায় ভেসে আসছে ইউক্রেনের জাতীয় সঙ্গীতের সুর৷

যে কোনও মুহূর্তে ওই এলাকাতেও ঢুকে পড়তে পারে রুশ বাহিনী৷ কিন্তু বাদ্যযন্ত্রে জাতীয় সঙ্গীতের সুর শুনে কিছুক্ষণের মধ্যেই এলাকার সব বাসিন্দা তাঁর সঙ্গে গলা মেলাচ্ছেন৷ রুশ হামলার মুখে এ ভাবেই নিজেদের মনোবল বাড়াচ্ছেন ভিটে মাটি আঁকড়ে থাকা ইউক্রেনবাসী৷