আর সিলিন্ডারে নয়, এবার গ‍্যাস আসবে মাটির নীচ দিয়ে?

Gas Cylinder: আর সিলিন্ডারে নয়, এবার গ‍্যাস আসবে মাটির নীচ দিয়ে?

উত্তর ২৪ পরগনা: ইতিমধ্যেই জেলা সদর শহর বারাসাতে পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি রান্নার গ্যাস পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছে বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড। জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীর উপস্থিতিতেই বারাসাত পৌরসভার ২৭ ও ২৮ নম্বর ওয়ার্ডের চরকডাঙ্গা এলাকায় পাইপ লাইনে গ্যাস পরিষেবার কাজ শুরু হয়েছে।

যা ধীরে ধীরে অন্যান্য পৌর এলাকাগুলিতেও পৌঁছে যাবে বলে জানা গিয়েছে। এর ফলে রান্নার গ্যাস পরিষেবা আর সিলিন্ডারে নয়, মাটির নিচে পাইপ লাইনের মাধ্যমেই পৌঁছে যাবে ঘরে ঘরে, বলে দাবি গ্যাস সরবরাহকারী সংস্থার। ২২ কিলোমিটার পাইপ লাইনের কাজ দ্রুত শেষ করে পরিষেবা চালু করার কথাও জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে।

আরও পড়ুন: ৫ টাকায় বদলে যাবে ভাগ‍্য! আপনার কাছে আছে কী এই পুরনো নোট? মিলিয়ে দেখে নিন, লাখপতি হওয়ার বড় সুযোগ

ফলে চৌদ্দ কেজির সিলিন্ডার কিনতে যেখানে অতিরিক্ত টাকা ব্যয় করতে হয়, সেই জায়গায় দাঁড়িয়ে অনেকাংশেই কমবে রান্নার গ্যাস ব্যবহারের খরচ। শুধু শহরাঞ্চলেই নয়, পরবর্তীতে গ্রামাঞ্চলেও এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে বলে জেলা প্রশাসনের তরফ থেকে জানা গিয়েছে। তবে বারাসাতে পাইপ লাইনে গ্যাস পরিষেবার উদ্যোগে গ্রহণে খুশি সাধারণ মানুষ।

আরও পড়ুন: ১৮০ বছর পর বিরল যোগ! ৫ রাশির কপাল খুলে যাবে রাখিতেই, টাকাপয়সা, সোনাদানায় ভরবে ঘর

এর ফলে দুর্ঘটনার আশঙ্কাও অনেকাংশেই কমবে বলেও মত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এলাকায় একটি নির্দিষ্ট সাব স্টেশন করে সেখান থেকেই ছোট চ্যানেলের পাইপে বাড়ি বাড়ি দেওয়া হবে গ্যাস থাকবে বিশেষ মিটার। সেখানেই গ্যাস ব্যবহারের পরিমাণ উঠবে। ফলে উপভোক্তাদের নানা পরিস্থিতিতে হয়রানীও অনেকাংশেই কমবে। এখন কত দিনে এই ঘরে ঘরে পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস পরিষেবা চালু হয় জেলা সদর শহর বারাসাতে এখন সেদিকেই তাকিয়ে সকলে।

Rudra Narayan Roy