Union Budget: বাজেটে কী কী বিষয়ের উপর বিশেষ জোর দিল মোদি সরকার? দেখে নিন ১০ পয়েন্টে

Union Budget 2024: মঙ্গলবার লোকসভায় পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বেশ কয়েকটি বিষয়ের উপর জোর দিয়েছেন তিনি। এ থেকে বোঝা যাচ্ছে, সরকার এই ক্ষেত্রগুলিতে বিশেষ নজর দিচ্ছে। আগামী দিনে বড় পদক্ষেপ নেওয়ার ইঙ্গিতও মিলেছে। কোন কোন বিষয়ে সরকার বাড়তি নজর দিচ্ছে, কী কী পদক্ষেপ নেওয়া হতে পারে, দেখে নেওয়া যাক ১০ পয়েন্টে।

আয়কর আইন ১৯৬১-এর ব্যাপক পর্যালোচনা করতে চলেছে মোদি সরকার। আগামী ৬ মাসের মধ্যে পর্যালোচনার কাজ শেষ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

ক্যানসারের ৩টি ওষুধের শুল্ক তুলে নিল কেন্দ্র। আগামী দিনে ক্যানসারের চিকিৎসার খরচ কমতে চলেছে।

আরও পড়ুন: বার্ষিক কত আয়ে কত টাকা আয়কর? নতুন না পুরনো কাঠামো, কোন করদাতারা পাবেন সুবিধে

২০২৪-২৫ সালে রাজস্ব ঘাটতি জিডিপি-র ৪.৯ শতাংশ হবে বলে অনুমান করা হয়েছে। ঘাটতি ৪.৫ শতাংশের নিচে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র।

সোনা ও রুপোর উপর আমদানি শুল্ক কমিয়ে ৬ শতাংশ এবং প্লাটিনামে ৬.৫ শতাংশ করার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

মৌলিক গবেষণা এবং প্রোটোটাইপ তৈরির জন্য জাতীয় গবেষণা তহবিল গঠন করা হবে।

মোবাইল ফোন, মোবাইল পিসিবি এবং মোবাইল চার্জারে বিসিডি কমিয়ে ১৫ শতাংশ করার ঘোষণা করা হয়েছে বাজেটে।

মহাকাশ গবেষণায় কেন্দ্রীয় সরকার হাজার কোটি টাকার ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড গঠনের প্রস্তাব দিয়েছে।

আরও পড়ুন: বিহার, অন্ধ্রের জন্য বিপুল বরাদ্দ নির্মলার! সমর্থনের পুরস্কার পেলেন নায়ডু-নীতীশ

বন্যা মোকাবিলায় বিহারকে ১১,৫০০ কোটি টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার।

যে সব গ্রামীণ এলাকায় জনসংখ্যা বৃদ্ধির কারণে নতুন নতুন বসতি স্থাপন হয়েছে, সেখানে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার চতুর্থ ধাপ চালু করা হবে।

২৫টি গুরুত্বপূর্ণ খনিজের উপর থেকে শুল্ক তুলে নেওয়া হচ্ছে, এর মধ্যে দু’টিতে বিসিডি কমানো হবে।

পাশাপাশি শহরে নতুন আবাসন তৈরির জন্য বাজেটে ২ লক্ষ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি জানিয়েছেন, পিএমএওয়াই ২.০-এর আওতায় ১০ লক্ষ কোটি টাকার বাজেটে আবাসনের চাহিদা মেটানো হবে। এর মধ্যে ২ লক্ষ কোটি টাকা সহায়তা দেবে কেন্দ্র সরকার। এর জন্য রেয়াতি হারের সুবিধা পাওয়া যাবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী।