অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ মঙ্গলবার তাঁর বাজেট বক্তৃতায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা ঘোষণা করেন যা সাধারণ নাগরিকদের নিত্যপ্রয়োজনীয় দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্রের দামে আরও বেশি সংরক্ষণ করতে সহায়তা করবে।

Budget 2024 Highlights: কর্মসংস্থান, গ্রামোন্নয়নে জোর! বাজেটের শেষে মধ্যবিত্তকে সামান্য স্বস্তি নির্মলার

Union Budget 2024 Highlights (ইউনিয়ন বাজেট ২০২৪) : মঙ্গলবার পূর্ণাঙ্গ বাজেট পেশ অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। তৃতীয় মোদি সরকারের প্রথম এবং অর্থমন্ত্রী হিসেবে নির্মলার সপ্তম বাজেট এটা। আর্থিক সুরাহার পাশাপাশি ‘বিকশিত ভারত ২০৪৭’-এর রূপরেখা থাকবে বলে আশা করা হচ্ছে। দেশের দ্বিতীয় অর্থমন্ত্রী হিসেবে পরপর সাতবার বাজেট পেশ করার রেকর্ড গড়লেন নির্মলা সীতারমণ।

২০২৪-২৫ কেন্দ্রীয় বাজেটের লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাবতীয় বিশ্লেষণ সহ CNN-News 18 এবং News 18 টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে বাজেট। এছাড়া ইন্ডিয়া বাজেটের ওয়েবসাইট, সংসদ টিভি এবং দূরদর্শনের টিভি চ্যানেল ও ইউটিউব চ্যানেলে বাজেট বক্তৃতার লাইভ স্ট্রিমিং দেখা যাচ্ছে।