রাজ্যের সমস্ত কৃষককেই বীমার আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এজন্য জেলাগুলিকে লক্ষমাত্রা বেঁধে দেওয়া হয়েছে। জেলাগুলির ব্লক অফিসের পাশাপাশি অন্য কোথাও ক্যাম্প করা যায় কি না, তা নিয়েও আলোচনা চলছে বলে কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে।

Modi cabinet first meeting: কৃষকদের মন জয়ে মরিয়া, মোদি মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বড় সিদ্ধান্ত

নয়াদিল্লি: তৃতীয় মোদি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকেই কৃষকদের মন জয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হল৷ ধান, ভুট্টা সহ খরিফ মরশুমে চাষ হওয়া ১৪টি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ মোদি সরকার তৃতীয় বার ক্ষমতায় আসার এ দিনই কেন্দ্রীয় মন্ত্রিসভা এবং অর্থ বিষয়ক ক্যাবিনেট কমিটির প্রথম বৈঠক ছিল৷

কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মন্ত্রিসভার বৈঠক শেষে এই ঘোষণা করেছেন৷ তিনি বলেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা খরিফ মরশুমে চাষ হওয়া ধান, ভুট্টা, জোয়ার, বাজরা, তুলো সহ ১৪টি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে৷

আরও পড়ুন: রাত ১১টা নয়, বদলে যাচ্ছে মেট্রোর শেষ ট্রেন ছাড়ার সময়! মিলবে যাত্রী?

অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০২৪-২৫ খরিফ মরশুমের জন্য ধানের ন্যূনতম সহায়ক মূল্য ১১৭ টাকা বাড়িয়ে প্রতি কুইন্টালের দাম ২৩০০ টাকা ধার্য করেছে৷

কেন্দ্রীয় মন্ত্রী আরও দাবি করেন, তৃতীয় বার ক্ষমতায় এসে মোদি সরকারের অন্যতম মূল লক্ষ্যই কৃষকদের স্বার্থরক্ষা এবং উন্নয়নে জোর দেওয়া৷ তাঁর দাবি, এ দিনের সিদ্ধান্তের ফলে ন্যূনতম সহায়ক মূল্য হিসেবে কৃষকদের হাতে প্রায় ২ লক্ষ কোটি টাকা যাবে৷ যা গত মরশুমের তুলনায় প্রায় ৩৫ হাজার কোটি টাকা বেশি৷

এর পাশাপাশি এ দিনের বৈঠকে বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ এবং উন্নয়ন করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে বারাণসীর সাংসদ৷ মন্ত্রিসভার এ দিনের সিদ্ধান্ত অনুযায়ী, বারাণসী বিমানবন্দরের রানওয়ের সম্প্রসারণ ছাডা়ও নতুন টার্মিনাল তৈরি সহ অন্যান্য পরিকাঠামো ঢেলে সাজানো হবে৷