Smriti Irani: বিমানের মধ্যে এ কী পরিস্থিতিতে পড়লেন স্মৃতি ইরানি! তুমুল বিতর্ক, ভাইরাল ভিডিও

#নয়াদিল্লি: এলপিজি সিলিন্ডারের দাম কেন বাড়ছে? কেনই বা পেট্রোল (Petrol), ডিজেলের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে? সফরকালে বিমানের মধ্যে এমনই প্রশ্নের মুখে পড়তে হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে। ওই বিমানেই কেন্দ্রীয় মন্ত্রীর সহযাত্রী ছিলেন কংগ্রেস নেত্রী নেত্তা ডিসুজা। তাঁরই প্রশ্নের উত্তরে মোদি মন্ত্রিসভার সদস্য স্মৃতি ইরানি (Smriti Irani) যা বলেন, সেটাই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

কংগ্রেস (Congress) নেত্রী নেত্তা ডিসুজা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন। যেখানে দিল্লি-গুয়াহাটি বিমানের মধ্যে স্মৃতি ইরানির সঙ্গে দেখা হয়েছিল কংগ্রেস নেত্রীর। কেন্দ্রীয় মন্ত্রীকে সামনে পেয়েই জ্বালানি তেলের দাম কেন এভাবে বাড়ছে, সেই প্রশ্ন তোলেন কংগ্রেস নেত্রী।

আরও পড়ুন: রাজ্যের উন্নয়নে বিরাট পদক্ষেপ, নবান্নের এক বৈঠক ঘিরে শোরগোল তুঙ্গে

পরিস্থিতি এমন দাঁড়ায় স্মৃতি ইরানির সঙ্গে কংগ্রেস নেত্রীর বিমানের মধ্যেই বিতর্ক লেগে যায়। জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলতেই স্মৃতি ইরানি কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের নাম তুলে ধরেন। কেন্দ্রীয় সরকারের তরফে মানুষকে যেমন টিকা দেওয়া হয়েছে, তেমনি রেশনও বিনামূল্যে দেওয়া হয়েছে বলে জানান স্মৃতি ইরানি। এমনকী, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন করা হলে কেন্দ্রীয় মন্ত্রী গরিবির দিকে আঙুল তোলেন। তা নিয়েও প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেত্রী।

আরও পড়ুন: বিস্কুট খাবি? প্রলোভন দেখিয়ে একরত্তি কন্যাকে ধর্ষণ যুবকের! তোলপাড় রায়গঞ্জ

স্মৃতির দাবি, কোভিড টিকা সহ নানা ধরণের সুবিধা তাদের হাতে তুলে দিয়েছে সরকার। তাঁর দাবি, ১.৮৩ বিলিয়ন ভ্যাকসিন দেওয়া হয়েছে। পরে সংবাদমাধ্যমে কংগ্রেস নেত্রী বলেন, বিজেপি নেত্রী ভ্যাকসিন আর রেশন কার্ড দিয়েছেন বলে গ্যাস, জ্বালানি তেলের দাম বৃদ্ধির সাফাই দেবেন, এটা খুব হতাশাজনক। এতে কোনও যুক্তি নেই। তবে, দুই যুযুধান নেত্রীর বাকবিতন্ডা এখন ভাইরাল নেটমাধ্যমে।