Tag Archives: Smriti Irani

Amethi Election Results 2024 : কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি পিছিয়ে অমেঠিতে, বড় ব্যবধানে এগিয়ে কংগ্রেস প্রার্থী কে এল শর্মা

অমেঠী : কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি পিছিয়ে পড়েছেন উত্তরপ্রদেশের অমেঠিতে। বেশ কয়েক দফা ভোট গণনার পর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের কে এল শর্মার থেকে ৪৪ হাজারের বেশি ভোটে পিছিয়ে রয়েছেন। ২০১৯ সালে গত লোকসভা নির্বাচনে এই আসনেই রাহুল গান্ধিকে পরাজিত করেন স্মৃতি। তার আগে তিনবার অমেঠির প্রতিনিধিত্ব করেছেন রাহুল। অতীতে অমেঠি থেকে জয়ী হন সঞ্জয় গান্ধি এবং পরবর্তীতে রাজীব ও সোনিয়াও।

এ বছর রাহুল নিজে প্রতিদ্বন্দ্বিতা করছেন অতীতে সোনিয়ার আসন রায়বরেলীতে। প্রসঙ্গত দেশের নির্বাচনী ইতিহাসে উত্তরপ্রদেশের অমেঠি এবং রায়বরেলী-এই দুই আসনই জাতীয় কংগ্রেসের দুর্গ বলে পরিচিত। গান্ধি পরিবারের ঘনিষ্ঠ কে এল শর্মা এই দুই কেন্দ্রই চেনেন নিজের হাতের তালুর মতোই।

আরও পড়ুন : এনডিএ-ইন্ডিয়া সমানে সমানে লড়াই, চমক দিল উত্তর প্রদেশ! অযোধ্যাতেও পিছিয়ে বিজেপি

উত্তরপ্রদেশ তথা জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে অমেঠি বরাবরই গুরুত্বপূর্ণ আসন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে রাহুলের কাছে ১ লক্ষের বেশি ভোটে পরাজিত হন স্মৃতি। পাঁচ বছর পর অমেঠি আর তাঁকে খালি হাতে ফেরায়নি। রাজীবপুত্রকে ২০১৯-এর লোকভা নির্বাচনে তিনি হারিয়ে দেন ৫৫ হাজারে বেশি ভোটে। জাতীয় রাজনীতিতে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা স্মৃতি এ বছর পরাজিত হলে সেটা হবে নির্বাচনের অন্যতম অঘটন।

Lok Sabha Elections 2024: রাহুল, স্মৃতি থেকে রাজনাথ! পঞ্চম দফায় উত্তরপ্রদেশে ভাগ্যপরীক্ষা হেভিওয়েটদের…কে করবে বাজিমাত? সেটাই দেখার

উত্তরপ্রদেশ: দেশজুড়ে আজ পঞ্চম দফার ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, পঞ্চম দফায় মোট ১৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ৪৬৬টি মনোনয়ন জমা পড়েছিল৷ তার মধ্যে গৃহীত হয়েছিল মাত্র ১৪৭টি৷

লোকসভা নির্বাচন ২০২৪ পঞ্চম দফার ভোট লাইভ

সারা দেশের পাশাপাশি, এদিন উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে ভোট হচ্ছে ১৪টিতে৷ এর মধ্যেই রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে ভোটগ্রহণ৷ সোমবার ভাগ্যপরীক্ষা হচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি থেকে শুরু করে রাজনাথ সিং-এর৷

রায়বরেলিতে ভাগ্য পরীক্ষা হবে কংগ্রেস নেতা রাহুল গান্ধিরও৷ সনিয়া গান্ধি ভোটে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল, তাহলে কংগ্রেসের অন্যতম গড় হিসাবে পরিচিত, রায়বরেলি থেকে কে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন৷ রাহুল গান্ধি দক্ষিণের ওয়ানাদ থেকে ইতিমধ্যেই লড়েছিলেন ভোটে৷ গত ২৭ এপ্রিলই ওয়ানাদে ভোটগ্রহণ মিটে গিয়েছিল৷

আরও পড়ুন : ভোটের আগের রাতে রক্তাক্ত আরামবাগ, তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত ১২! রিপোর্ট তলব কমিশনের

এরপর থেকেই জল্পনা ছিল, তবে কি প্রতি বারের মতো উত্তরপ্রদেশের অমেঠি কেন্দ্র থেকেই লড়বেন রাহুল? আর রায়বরেলি থেকে প্রিয়ঙ্কা গান্ধি বঢরা? রায়বরেলিতে উঠে আসে প্রিয়ঙ্কার স্বামী রবার্ট বঢরার নামও৷ কিন্তু, সব জল্পনা শেষ করে অবশেষে রায়বরেলি থেকে ঘোষণা করা হয় রাহুল গান্ধির নাম৷

আর এতদিন যে অমেঠি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন রাহুল, সেই অমেঠি থেকে কংগ্রেস প্রার্থী হিসাবে নাম ঘোষণা করা হয় গান্ধি পরিবার ঘনিষ্ঠ কিশোরীলাল শর্মার৷

১৯৬৭ সালের লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এই আসনটিকে এক সময় কংগ্রেসের ঘাঁটি বলা হত। তবে ২০১৯ সাল থেকে রাজনৈতিক পট পরিবর্তন হয়। ২০১৯ সালে এক অসম্ভবকেই সম্ভব করে দেখান স্মৃতি। ২০১৪ সালে যে রাহুল গান্ধীর কাছে হেরেছিলেন তিনি ২০১৯ সালে সেই রাহুলকেই অমেঠিতে পরাস্ত করে লোকসভায় পা রাখেন একদা হিন্দি টেলি দুনিয়ার খ্য়াত এই অভিনেত্রী। পাঁচ বছর পর ২০২৪-এ সেই অমেঠি থেকেই লড়ছেন তিনি।

আরও পড়ুন : খানাকুলে বিজেপি উপপ্রধানকে মারধরের ঘটনায় গ্রেফতার ২, এসপি-কে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ কমিশনের

এর আগে বিভিন্ন সময়ে চার জন গান্ধী পরিবার সদস্য ওই আসন থেকে লড়াই করেছেন। ওই কেন্দ্র থেকে লড়াই করেছেন খোদ রাজীব গান্ধি, সঞ্জয় গান্ধি, সোনিয়া গান্ধি এবং রাহুল গান্ধী। ১৯৯০ সালে ওই আসন থেকে জয়লাভ করেছিলেন রাজীব গান্ধি। তবে, ভোটে না লড়লেও অমেঠিতে জয় হাসিল করতে মাটি কামড়ে পড়ে ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধি।

অন্যদিকে, অমেঠিকে পর্যুদস্ত করতে রাহুলের বিরুদ্ধে বিজেপি হাতিয়ার করেছিল জনপ্রিয় টি ভি তারকা তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানিকে৷ রাহুল সরে গেলেও, অমেঠিতে রয়েছেন স্মৃতি৷ সোমবার তাঁরও ভাগ্যপরীক্ষার দিন৷

এছাড়াও, উল্লেখযোগ্য প্রার্থী তালিকায় নাম রয়েছে কুস্তিবীর যৌন নির্যাতনকাণ্ডে অভিযুক্ত কাসেরগঞ্জের সাংসদ ব্রিজভূষণ শরণ সিং-এর ছেলে করণ ভূষণ সিং৷ চব্বিশের নির্বাচনের বাবার কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন করণ৷

Smriti Irani: বিমানের মধ্যে এ কী পরিস্থিতিতে পড়লেন স্মৃতি ইরানি! তুমুল বিতর্ক, ভাইরাল ভিডিও

#নয়াদিল্লি: এলপিজি সিলিন্ডারের দাম কেন বাড়ছে? কেনই বা পেট্রোল (Petrol), ডিজেলের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে? সফরকালে বিমানের মধ্যে এমনই প্রশ্নের মুখে পড়তে হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে। ওই বিমানেই কেন্দ্রীয় মন্ত্রীর সহযাত্রী ছিলেন কংগ্রেস নেত্রী নেত্তা ডিসুজা। তাঁরই প্রশ্নের উত্তরে মোদি মন্ত্রিসভার সদস্য স্মৃতি ইরানি (Smriti Irani) যা বলেন, সেটাই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

কংগ্রেস (Congress) নেত্রী নেত্তা ডিসুজা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন। যেখানে দিল্লি-গুয়াহাটি বিমানের মধ্যে স্মৃতি ইরানির সঙ্গে দেখা হয়েছিল কংগ্রেস নেত্রীর। কেন্দ্রীয় মন্ত্রীকে সামনে পেয়েই জ্বালানি তেলের দাম কেন এভাবে বাড়ছে, সেই প্রশ্ন তোলেন কংগ্রেস নেত্রী।

আরও পড়ুন: রাজ্যের উন্নয়নে বিরাট পদক্ষেপ, নবান্নের এক বৈঠক ঘিরে শোরগোল তুঙ্গে

পরিস্থিতি এমন দাঁড়ায় স্মৃতি ইরানির সঙ্গে কংগ্রেস নেত্রীর বিমানের মধ্যেই বিতর্ক লেগে যায়। জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলতেই স্মৃতি ইরানি কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের নাম তুলে ধরেন। কেন্দ্রীয় সরকারের তরফে মানুষকে যেমন টিকা দেওয়া হয়েছে, তেমনি রেশনও বিনামূল্যে দেওয়া হয়েছে বলে জানান স্মৃতি ইরানি। এমনকী, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন করা হলে কেন্দ্রীয় মন্ত্রী গরিবির দিকে আঙুল তোলেন। তা নিয়েও প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেত্রী।

আরও পড়ুন: বিস্কুট খাবি? প্রলোভন দেখিয়ে একরত্তি কন্যাকে ধর্ষণ যুবকের! তোলপাড় রায়গঞ্জ

স্মৃতির দাবি, কোভিড টিকা সহ নানা ধরণের সুবিধা তাদের হাতে তুলে দিয়েছে সরকার। তাঁর দাবি, ১.৮৩ বিলিয়ন ভ্যাকসিন দেওয়া হয়েছে। পরে সংবাদমাধ্যমে কংগ্রেস নেত্রী বলেন, বিজেপি নেত্রী ভ্যাকসিন আর রেশন কার্ড দিয়েছেন বলে গ্যাস, জ্বালানি তেলের দাম বৃদ্ধির সাফাই দেবেন, এটা খুব হতাশাজনক। এতে কোনও যুক্তি নেই। তবে, দুই যুযুধান নেত্রীর বাকবিতন্ডা এখন ভাইরাল নেটমাধ্যমে।

এবার করোনা আক্রান্ত স্মৃতি ইরানি, সংস্পর্শে আসা সবাইকে টেস্টের আর্জি কেন্দ্রীয় মন্ত্রীর

#নয়াদিল্লি: করোনার থাবা ফের গেরুয়া শিবিরে ৷ কোভিড ১৯-এ আক্রান্ত এবার কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ৷ মহিলা ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী এদিন রিপোর্ট হাতে পাওয়ার পরই ট্যুইট করে করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন ৷

ট্যুইটে স্মৃতি ইরানি সম্প্রতি যারা তাঁর সংস্পর্শে এসেছেন তাদের প্রত্যেককে কোভিড টেস্ট করিয়ে নেওয়ার আবেদন জানিয়েছেন ৷ তিনি লেখেন, ‘এরকম খুব কম সময়ই হয়, যখন কোনও কথা বলার জন্য আমার কাছে শব্দ কম পড়ে যায়৷ তাই সরাসরিই জানাচ্ছি- আমি কোভিড পজিটিভ ৷ যত তাড়াতাড়ি সম্ভব সম্প্রতি আমার সংস্পর্শে যারা এসেছেন তারা টেস্ট করিয়ে নিন ৷’

সূত্রের খবর, টেস্ট রিপোর্ট পাওয়ার পর থেকেই আইসোলেশনে রয়েছেন স্মৃতি ইরানি ৷