MS Dhoni, CSK : চেন্নাইয়ের জার্সিতে এবার আইপিএলে ওপেন করবেন ধোনি! সম্ভাবনা জোরদার

#মুম্বই: কিছুতেই যেন কিছু হচ্ছে না। একের পর এক ম্যাচ হেরেই চলেছে চেন্নাই সুপার কিংস। সিএসকে এই জায়গা থেকে কিভাবে নিজেদের তুলে আনবে তার কোনো সদুত্তর নেই টিম ম্যানেজমেন্টর কাছে। রবীন্দ্র জাদেজা নিঃসন্দেহে বড় অলরাউন্ডার। কিন্তু অধিনায়ক হিসেবে তার চাপ সামলানোর ক্ষমতা মোটেই ভাল নয় সেটা ইতিমধ্যেই দেখা গিয়েছে। উল্টে নিজের পারফরম্যান্সের ওপর প্রভাব পড়ছে জাদেজার।

আরও পড়ুন – Ramiz Raja resign PCB chairman : ইমরানের দেওয়া গদি যাচ্ছে রামিজের ! নতুন পিসিবি চেয়ারম্যান হতে পারেন নাজাম শেঠি

রবি শাস্ত্রী জানিয়েছিলেন ফ্যাফ ডু প্লেসিকে ছেড়ে দেওয়া ভুল হয়েছে সিএসকের। চোটের কারণে নেই দীপক চাহার। মঈন আলি, ডেভন কনওয়ে, শিবম দুবেরা যেন আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন। অভিজ্ঞ ব্রাভো কেমন যেন ফর্ম হারিয়েছেন। প্রাক্তন ভারতীয় উইকেট রক্ষক পার্থিব প্যাটেল মনে করেন এমন কিছু করতে হবে চেন্নাইকে, যা বিপক্ষ দলকে চমক দেবে।

প্রয়োজন হলে মহেন্দ্র সিং ধোনিকে আরও ওপরে ব্যাট করতে নামা উচিত। এই মুহূর্তে ধোনি আসছেন সাত নম্বরে। বড় জোর তিন, চার ওভার বাকি থাকছে তখন। কিন্তু ধোনি যেটুকু খেলেছেন, বুঝিয়ে দিয়েছেন তিনি এখনও ব্যাট হাতে অবহেলা করার পাত্র নন। পার্থিব প্যাটেল জানিয়েছেন ধোনির উচিত সিএসকের কথা মাথায় রেখে নিজেকে তিন বা চার নম্বরে নিয়ে আসা।

প্রয়োজন হলে ওপেন করা। জীবনের প্রথম দিকে ওপেন করতেন ধোনি। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে বা টি টোয়েন্টি ক্রিকেটে ওপেন না করলেও, বিপক্ষ দলকে চমকে দেওয়ার জন্য ধোনি ওপেন করুন চাইছেন পার্থিব। মহেন্দ্র সিং ধোনির নিজস্ব টেকনিক আছে। গতে বাঁধা টেকনিক তিনি মানেন না। কিন্তু জানেন কিভাবে সিমিং উইকেটে টিকে থাকতে হয়। তাই ওপেন করলে ধোনি যতটা নিজেকে মানিয়ে নেওয়ার সময় পাবেন, ততই মঙ্গল হবে চেন্নাই সুপার কিংস দলের জন্য।

এছাড়া এবার সিএসকের ঘুরে দাঁড়ানোর ব্যাপার খুব চাপের মনে করেন পার্থিব প্যাটেল। রবিন উথাপ্পা কিছুটা রানের মধ্যে আছেন। তাছাড়া মইন আলির খারাপ ফর্ম চেন্নাইয়ের ব্যর্থতার অন্যতম কারণ বলে মনে করেন পার্থিব। এর মধ্যে মহেন্দ্র সিং ধোনির ওপেন করা হতে পারে একটা মাস্টার স্ট্রোক।

তবে মহেন্দ্র সিং ধোনি এমনটা করতে পারেন সেই সম্ভাবনা যেমন উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তেমনই তিনি ওপেন করবেন অথবা নিজেকে আরো ওপরে তুলে আনবেন, সেটাও বলা যাচ্ছে না।