Whatsapp News: আনরেড মেসেজও এবার মুছে দেওয়া যাবে নিমেষে! নতুন ফিচার আনছে WhatsApp

WhatsApp ব্যবহারকারীদের তাঁদের মেসেজ ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিছু নতুন ফিচার উপহার দিতে চলেছে। এর সাহায্যে ব্যবহারকারীরা মেসেজের নোটিফিকেশনগুলিকে আরও ভাল ভাবে ম্যানেজ করতে পারবেন। WABetaInfo রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, এই আপডেটটি গুগল প্লে স্টোরে উপলব্ধ অ্যান্ড্রয়েড ভার্সন 2.24.11.13-এর WhatsApp বিটাতে উপলব্ধ হয়েছে। এই ফিচারটি ব্যবহার করে, ব্যবহারকারীরা তাঁদের আগত মেসেজগুলি আরও কার্যকর ভাবে ম্যানেজ করতে সক্ষম হবেন কারণ প্রতিবার এর জন্য অ্যাপ খোলার সময় নোটিফিকেশন কাউন্টের অপশন সেট করা যাবে।
WhatsApp ব্যবহারকারীদের তাঁদের মেসেজ ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিছু নতুন ফিচার উপহার দিতে চলেছে। এর সাহায্যে ব্যবহারকারীরা মেসেজের নোটিফিকেশনগুলিকে আরও ভাল ভাবে ম্যানেজ করতে পারবেন। WABetaInfo রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, এই আপডেটটি গুগল প্লে স্টোরে উপলব্ধ অ্যান্ড্রয়েড ভার্সন 2.24.11.13-এর WhatsApp বিটাতে উপলব্ধ হয়েছে। এই ফিচারটি ব্যবহার করে, ব্যবহারকারীরা তাঁদের আগত মেসেজগুলি আরও কার্যকর ভাবে ম্যানেজ করতে সক্ষম হবেন কারণ প্রতিবার এর জন্য অ্যাপ খোলার সময় নোটিফিকেশন কাউন্টের অপশন সেট করা যাবে।
নতুন কী ফিচার থাকতে পারে?WABetaInfo রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, নতুন ফিচারটি ব্যবহারকারীদের আনরিড মেসেজ কাউন্ট ক্লিন করার জন্য একটি বিকল্প অপশন দেবে। আগে একটি মেসেজ পড়া না হলে সেটি বার বার নতুন মেসেজের সঙ্গে স্ক্রিনে ভেসে উঠত। তবে এবার থেকে প্রতিটি নতুন মেসেজ যাতে মাত্র একবারের জন্যই স্ক্রিনে ভেসে ওঠে সেটি পরিচালনা করতে পারবেন ব্যবহারকারীরা। এর অর্থ হল যতবার ব্যবহারকারীরা WhatsApp খুলবেন, বিদ্যমান আনরিড মেসেজগুলি শূন্যে রিসেট করার অপশন দেওয়া হয়েছে।
নতুন কী ফিচার থাকতে পারে? WABetaInfo রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, নতুন ফিচারটি ব্যবহারকারীদের আনরিড মেসেজ কাউন্ট ক্লিন করার জন্য একটি বিকল্প অপশন দেবে। আগে একটি মেসেজ পড়া না হলে সেটি বার বার নতুন মেসেজের সঙ্গে স্ক্রিনে ভেসে উঠত। তবে এবার থেকে প্রতিটি নতুন মেসেজ যাতে মাত্র একবারের জন্যই স্ক্রিনে ভেসে ওঠে সেটি পরিচালনা করতে পারবেন ব্যবহারকারীরা। এর অর্থ হল যতবার ব্যবহারকারীরা WhatsApp খুলবেন, বিদ্যমান আনরিড মেসেজগুলি শূন্যে রিসেট করার অপশন দেওয়া হয়েছে।
এতে আনরিড মেসেজগুলির ভিজ্যুয়াল বিশৃঙ্খলা হ্রাস পাবে। ফলে প্রয়োজনের সময় গুরুত্বপূর্ণ মেসেজগুলির দিকে ব্যবহারকারীরা অতিরিক্ত নজর দিতে পারবেন। এই বৈশিষ্ট্যটি তাঁদের জন্য সহায়ক হবে যাঁরা প্রচুর পরিমাণে মেসেজ পান, বিশেষ করে সক্রিয় গ্রুপের ক্ষেত্রে এই ফিচারটি বিশেষ ভাবে কার্যকর হবে।
এতে আনরিড মেসেজগুলির ভিজ্যুয়াল বিশৃঙ্খলা হ্রাস পাবে। ফলে প্রয়োজনের সময় গুরুত্বপূর্ণ মেসেজগুলির দিকে ব্যবহারকারীরা অতিরিক্ত নজর দিতে পারবেন। এই বৈশিষ্ট্যটি তাঁদের জন্য সহায়ক হবে যাঁরা প্রচুর পরিমাণে মেসেজ পান, বিশেষ করে সক্রিয় গ্রুপের ক্ষেত্রে এই ফিচারটি বিশেষ ভাবে কার্যকর হবে।
WhatsApp সর্বদাই নতুন নতুন ফিচার লঞ্চ করে। এর সাহায্যে WhatsApp বাজারে তাদের পণ্যের চাহিদা বৃদ্ধির পাশাপাশি ব্যবহাকারীদের অভিজ্ঞতাকেও বাড়ায়। সম্প্রতি মেসেজ কাউন্ট অপশনের পাশাপাশি WhatsApp আরও কিছু ফিচার এনেছে।
WhatsApp সর্বদাই নতুন নতুন ফিচার লঞ্চ করে। এর সাহায্যে WhatsApp বাজারে তাদের পণ্যের চাহিদা বৃদ্ধির পাশাপাশি ব্যবহাকারীদের অভিজ্ঞতাকেও বাড়ায়। সম্প্রতি মেসেজ কাউন্ট অপশনের পাশাপাশি WhatsApp আরও কিছু ফিচার এনেছে।
এর আগে WhatsApp চ্যাট ফিল্টার অপশনটি চালু করা শুরু করেছিল যা ব্যবহারকারীদের তাঁদের কথোপকথন ম্যানেজ করতে সহায়তা করে। বর্তমানে WhatsApp আরও কিছু নতুন ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে যা অতি দ্রুত ব্যবহারকারীদের ট্রায়ালের জন্য দেওয়া হবে।
এর আগে WhatsApp চ্যাট ফিল্টার অপশনটি চালু করা শুরু করেছিল যা ব্যবহারকারীদের তাঁদের কথোপকথন ম্যানেজ করতে সহায়তা করে। বর্তমানে WhatsApp আরও কিছু নতুন ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে যা অতি দ্রুত ব্যবহারকারীদের ট্রায়ালের জন্য দেওয়া হবে।