Extra marital affair

Police extra marital affair: সহকর্মীর সঙ্গে পরকীয়ার শাস্তি! ডিএসপিকে পাঠানো হল কনস্টেবল পদে

লখনউ: উত্তরপ্রদেশ পুলিশে বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে অভিনব শাস্তির মুখে পড়লেন ডেপুটি পুলিশ সুপার। এক মহিলা পুলিশকর্মীর সঙ্গে পরকীয়ার জন্য তাঁকে ডেপুটি পুলিশ সুপার পদ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে কনস্টেবল পদে।

উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই পুলিশ আধিকারিকের নাম কৃপাশঙ্কর কনৌজিয়া। তিন বছর আগে তিনি উত্তরপ্রদেশ পুলিশের এক মহিলা কনস্টেবলের সঙ্গে একটি হোটেলে ধরা পড়েন। সালটা ২০২১, কৃপাশঙ্কর তখন উন্নাওয়ের সার্কেল অফিসার ছিলেন। তিনি পারিবারিক কারণে উন্নাওয়ের পুলিশ সুপারের কাছে ছুটির আবেদন করেন।

আরও পড়ুন: ক্যানের দুধ কিনলে দিতে হবে জিএসটি! কিসের খরচ কমল, কিসের বাড়ল, বললেন অর্থমন্ত্রী

ছুটি নিয়ে বাড়ি যাওয়ার বদলে, তিনি উত্তরপ্রদেশ পুলিশের এক মহিলা কনস্টেবল সঙ্গে কানপুরের কাছে একটি হোটেলে ওঠেন এবং সব ফোন বন্ধ করে দেন। স্বামীকে ফোনে না পেয়ে চিন্তিত হয়ে কৃপাশঙ্করের স্ত্রী উন্নাওয়ের পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করেন। মোবাইল নম্বর ট্র্যাক করে দেখা যায় সেই পুলিশ আধিকারিকের ফোন কানপুরের কাছের একটি হোটেলে শেষ বার চালু ছিল। তারপর উত্তরপ্রদেশ পুলিশের একটি দল সেই হোটেলে গিয়ে দুই পুলিশকর্মীকে একসঙ্গে আবিস্কার করেন।

এর পরে তৎকালীন লখনউ রেঞ্জের পুলিশের আইজি অভিযুক্ত কৃপাশঙ্করের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন। সেই ঘটনার জেরেই তিন বছর পরে ডিএসপির পদ থেকে কনস্টেবল পদে অবনতি হল তাঁর।