Student faints On Seeing Marks: দুর্দান্ত রেজাল্ট বোর্ড পরীক্ষায়! ফলাফল দেখার পরেই যা ঘটে কিশোরের সঙ্গে… আতঙ্কে পরিবার!

মিরাট: আইসিইউতে ভর্তি করানো হল বিহারের ছাত্রকে। ১০ম শ্রেণির ছাত্র মিরাটের বাসিন্দা। দিন ছয়েক আগে এই ঘটনাটি ঘটে ছেলেটির বাড়িতেই। কিন্তু এর কারণ শুনেই অনেকেই চমকে যাচ্ছেন। ইউপি বোর্ডের পরীক্ষার ফলাফল দেখেই জ্ঞান হারিয়ে ফেলে ছাত্রটি। এই পর্যন্ত শুনে অনেকের মনে হতে পারে, রেজাল্ট খারা হওয়ার ফলে অসুস্থ হয়ে পড়েছে কিশোর।

কিন্তু আসল কারণ হল, বোর্ডের পরীক্ষায় অসাধারণ রেজাল্ট হয়েছে তার। ৯৩.৫% স্কোর দেখে অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে পড়ে সে এবং সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলে।

আরও পড়ুন: সানি লিওনির নগ্ন ছবি ঘরে রাখতেন তাঁর ভাই! কলেজের বন্ধুরা এলে দিদিকে নিয়ে যা বলতেন… শিউরে উঠতে হয়!

গত সপ্তাহে ইউপি বোর্ড ১০ম শ্রেণি এবং ১২ শ্রেণির ফলাফল ঘোষণা করেছে। মিরাটের স্কুল মহর্ষি দয়ানন্দ ইন্টার কলেজ মোদিপুরমের ১৬ বছরের পড়ুয়া অংশুল কুমার ৯৩.৫% নম্বর পেয়েছেন। কিন্তু আনন্দমুহূর্ত পরিণত হয় আশঙ্কায়।

অংশুলের বাবা, সুনীল কুমার, পোস্ট অফিসের একজন কর্মী। তাঁর কথায় জানা যায়, বাড়িতেই খানিকক্ষণ অংশুলের জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়। কিন্তু তাতেও ছেলের শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তবে তার খুড়তুতো ভাই পুষ্পেন্দ্র জানান, হাসপাতালেই তার জ্ঞান ফেরান চিকিৎসকেরা। পরীক্ষার সাফল্যের আনন্দের মধ্যে, পরিবার এবং বন্ধুরা বেশ উদ্বিগ্ন করেছে এই ঘটনা।