৯ মাস পর ফিরলেন বাড়ি! রাশিয়ায় কীভাবে আটকে পড়েন কালিম্পংয়ের উর্গেন?

Darjeeling News: কিছু নথিপত্রে সই করেই…৯ মাস পথ চেয়ে স্ত্রী, দুই সন্তান! রাশিয়ায় কীভাবে আটকে পড়েন কালিম্পংয়ের উর্গেন?

কালিম্পং: দীর্ঘ প্রতীক্ষার অবসান কাটিয়ে অবশেষে নিরাপদে বাড়ি ফিরলেন রাশিয়ায় ভাড়াটে সৈন্য হয়ে আটকে পড়া কালিম্পংয়ের বাসিন্দা উর্গেন তামাং। শনিবার সকালে তিনি বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন।

বিমানবন্দরে উর্গেনকে স্বাগত জানাতে সকাল থেকেই বিমানবন্দরে অপেক্ষায় কালিম্পং পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান রবি প্রধান-সহ গোটা পরিবার। বিমানবন্দরে স্ত্রী অম্বিকা ও দুই শিশুকে দেখে আনন্দে আত্মহারা উর্গেন তামাং। বিমানবন্দরে নেমে পরিবারকে দেখে কান্নায় ভেঙে পড়েন প্রত্যেকেই।

আরও পড়ুন: মোবাইলের নেশায় আসক্ত বাড়ির খুদে? এই ৫ টিপস্ কাজে লাগান, নিজে থেকেই ফোন দেখা ছেড়ে দেবে সন্তান

স্ত্রী অম্বিকা বলেন, ভাষায় বলে বোঝাতে পারব না যে আমরা কত কষ্টে অপেক্ষায় দিন কাটাচ্ছিলাম। দুই শিশুকে নিয়ে খুব কষ্টে দিন কাটছিল মনের মধ্যে শুধু অপেক্ষা। তবে এই দুর্দিনে রবি প্রধান, প্রধানমন্ত্রীকে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই।

উর্গেন তামাং বলেন, “আমি একজন সাধারণ মানুষ হিসেবে টাকা উপার্জনে গিয়ে এই বিপদে পড়েছিলাম। গোটা দলের মধ্যে আমরা চারজন বেঁচে ছিলাম। আমাকে সেখান থেকে ভাগিয়ে নিয়ে যাওয়ারও ব্যবস্থা করেছিল। কিন্তু আমি দুর্ভাগ্যবশত পালাতে পারিনি তবে আমাদের সরকার খুব মজবুত থাকায় আমাকে তারা ফেরত আনতে সক্ষম হয়েছেন , সকলের প্রচেষ্টায় আমি আজ দেশে ফিরেছি তাই সকলকে ধন্যবাদ জানাই।

অন্যদিকে এই প্রসঙ্গে রবি প্রধান বলেন, ‘‘আমি প্রথম থেকেই উর্গেনের বিষয়টা জানতাম সেই থেকেই তার পাশে ছিলাম। সেইমতো আমি যথাসাধ্য চেষ্টা করেছিলাম তাকে ভীন দেশ থেকে বাঁচিয়ে নিয়ে আসার। সেইমতো বিদেশমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। খুব ভাল লাগছে আজকে উর্গেন বাড়ি ফিরেছে।”

আরও পড়ুন: ব্রাশ দিয়ে ঘষাঘষির ঝক্কি শেষ, এই ৩ জিনিসেই মিনিটে ঝকঝক হবে টয়লেট! দূর হবে হলুদ দাগ, গায়েব গন্ধও

জানা গিয়েছে গত ১৮ জানুয়ারি রাশিয়ায় যান উর্গেন । সেখানে নিরাপত্তা রক্ষীর কাজ দেওয়ার কথা থাকলেও, তাঁকে কিছু নথিপত্রে সই করিয়ে প্রথমে মস্কোতে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে নামানো হয় তাঁকে । গত ২৬ মার্চ ভিডিয়ো বার্তায় নিজের আটকে পড়ার কথা জানান উর্গেন ৷ তাঁকে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন তিনি। তারপরেই পদক্ষেপ করে কেন্দ্র সরকার।

সুজয় ঘোষ