প্রতীকী ছবি৷

Viral news: নিজের কাছে ছিল সামান্য অর্থ, ভিক্ষুক ভেবে কোটিপতিকে সেটাই দিয়ে দিল বালক! কী হল তারপর?

কলকাতা: স্কুলের পরীক্ষায় ভাল ফল করে ১ ডলার পুরস্কার পেয়েছিল ৯ বছরের বালক৷ পথে এক ব্যক্তিকে রাস্তার ধারে বসে থাকতে দেখে তাঁকে ভিক্ষুক ভেবে নিজের কাছে থাকা সেই ১ ডলারই দিয়ে দিয়েছিল সে৷ কিন্তু যাঁকে ওই বালক ভিক্ষুক ভেবে ভুল করেছিল, তিনি আসলে একজন কোটিপতি৷ ছোট্ট ছেলের এই উদারতা দেখে আপ্লুত ওই কোটিপতি ব্যবসায়ী অবশ্য তাঁকে পুরস্কৃতও করেছেন৷ মন ছুঁয়ে যাওয়া এই ঘটনা ঘটেছে আমেরিকার লুসিয়ানায়৷

গত মাসে ঘটনাটি ঘটেছে লুসিয়ানার একটি কফি শপের বাইরে৷ ৯ বছরের ওই বালকের নাম কেলভিন এলিস জুনিয়র৷ আর যে কোটিপতি ব্যসায়ীকে সে ভিক্ষুক ভেবে ভুল করেছিল, তাঁর নাম ম্যাট বুসবাইস৷

আরও পড়ুন: ‘মানুষরূপী শয়তান?’ ১৭ জন রোগীকে হত্যা, খুনে নার্সকে ৭০০ বছর জেলের নির্দেশ আদালতের

৪২ বছর বয়সি ওই ব্যবসায়ীর বর্ণনা অনুযায়ী, ঘটনার দিন নিজের আবাসনের ফায়ার অ্যালার্ম শুনে তড়িছড়ি বেরিয়ে আসেন তিনি৷ তার পরনে বাড়ির সাধারণ পোশাকই ছিল৷ এর পর কিছুটা ঘোরাঘুরির পর এক কাপ কফি খেয়ে রাস্তার পাশে একটি বেঞ্চে বসে সামান্য জিড়িয়ে নিচ্ছিলেন তিনি৷ চোখও লেগে এসেছিল তাঁর৷

হঠাৎই চোখ খুলে দেখেন, তাঁর সামনে হাতের মুঠো পাকিয়ে এক বালক দাঁড়িয়ে রয়েছে৷ প্রথমে খানিক ঘাবড়েই গিয়েছিলেন ওই ব্যবসায়ী৷ এর পরেই আসল বিষয়টি বুঝতে পারেন তিনি৷ ওই বালক তার হাতের মুঠো খুলে ভিতরে থাকা ১ ডলার ওই ব্যবসায়ীর দিকে এগিয়ে দেয়৷ ছোট্ট ছেলের এমন উদারতা দেখে অবাক হয়ে যান ওই ব্যবসায়ী৷

এর পরেই ওই বালককে নিজের পরিচয় দেন তিনি৷ ওই অঞ্চলে তাঁর একটি বড় খেলাধুলোর সামগ্রীর দোকানও রয়েছে৷ প্রথমে ওই বালককে নিয়ে গিয়ে পছন্দের খাবার খাওয়ান ওই ব্যবসায়ী৷ এর পর নিজের দোকান যা খুশি বেছে নেওয়ার জন্য কেলভিনকে ৪০ সেকেন্ড সময় দেন তিনি৷ তার মধ্যে একটি সাইকেলও ছিল৷

কেলভিনের কথায়, ‘আমি সবসময় কোনও গৃহহীনকে সাহায্য করতে চেয়েছিলাম৷ তাই ভেবেছিলাম এটাই আমার সুযোগ৷’ কেলভিনের অবশ্য দাবি, সে যা পুরস্কার পেয়েছে, তার থেকেও নিজের কাছে থাকা ১ ডলার দিয়ে কাউকে সাহায্য করেছে ভেবেই বেশি খুশি হয়েছে সে৷