US Open 2022: ২১ বছরে একের পর এক কামাল, ইউএস ওপেন জিতলেন ইগা

#নিউইয়র্ক: পোল্যান্ডের ২১ বছরের টেনিস প্লেয়ার ইগা স্বিয়াতেক এ বছরের ইউএস ওপেনে মহিলাদের সিঙ্গলস খেতাব জিতলেন৷ ফাইনালে তিনি বিশ্বের এক নম্বর টেনিস প্লেয়ার ওন্স জাবুরকে স্ট্রেট সেটে হারিয়ে দেন৷ খেলার ফল ৬-২-, ৭-৬৷

স্বিয়াতেকের এটা কেরিয়ারের তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম৷ স্বিয়াতেক ইউএস ওপেনের আগে ২ বার ফ্রেঞ্চ ওপেন খেতাব জিতেছেন৷ ক্রমতালিকার ৫ নম্বরে থাকা ২৮ বছরের জাবুর ১৯৬৮ থেকে শুরু হওয়া টেনিসের পেশাদার যুগের প্রথম আফ্রিকান টেনিস প্লেয়ার হিসেবে ফাইনাল খেললেন৷ উইম্বলডনের পর তিনি ইউএস ওপেন জেতাও একটুর জন্য হাতছাড়া করে ফেললেন৷

 

এদিনের ফাইনালে প্রথম গেমে জাবুরকে একেবারে সহজেই উড়িয়ে দিয়েছিলেন ইগা৷  সেভাবে কোনও প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেননি তিনি৷ তবে দ্বিতীয় গেমে তিনি অনেকটাই লড়াই করেন৷

 

আরও পড়ুন –  Beautiful Skin Tips: শিশুর মতো নরম, ত্বক হবে সিল্কের মতো, শেভিং না করে করুন ওয়াক্সিং

হাড্ডাহাড্ডি লড়ে ম্যাচ নিজের নামে ম্যাচ করে নেন ইগা৷ তারপরে স্বাভাবিকভাবেই তিনি খেতাব জয় নিয়ে উচ্ছ্বসিত।

 

ইগা স্বিয়াতেক ২০২২ দ্বিতীয় গ্র্যান্ডস্ল্যাম খেতাব জেতেন

ইগা এই বছরের ফরাসি ওপেন ফাইনালে আমেরিকার কোকো গফকে হারিয়েছিলেন৷ এর আগে অক্টোবর ২০২০ তে ফরাসি ওপেন জিতেছিলেন৷ ইগা পোল্যান্ডের থেকে প্রথম গ্র্যান্ডস্ল্যাম জেতা মহিলা টেনিস প্লেয়ার৷ তাঁর বাবা টমাস অলিম্পিক রোবর ছিলেন৷