Tag Archives: US

US: মুখে পরপর সাতটি গুলি, ভারতীয় বন্দুকবাজের হাতে নৃশংস ভাবে খুন ভারতীয় বংশোদ্ভূত মহিলা; জখম ১

ওয়াশিংটন, আমেরিকা: ভারতীয় বংশোদ্ভূত বছর উনত্রিশের এক যুবতীকে খুনের অভিযোগ উঠল ১৯ বছর বয়সী এক ভারতীয় তরুণের বিরুদ্ধে। ঘটনায় আহত হয়েছেন ২০ বছরের এক তরুণীও। আশঙ্কাজনক অবস্থায় তাঁর চিকিৎসা চলছে । গত বুধবার নিউ জার্সির কার্টিরেটের এক রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের বাইরে এই ঘটনাটি ঘটে। হামলার কয়েক ঘণ্টা পর হামলাকারী তরুণকে পাকড়াও করেছে পুলিশ, সিবিএস নিউজের তরফে এমনটাই জানানো হয়েছে।

সূত্রের খবর, অভিযুক্তের নাম গৌরব গিল। সম্প্রতি সে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিল। ওয়াশিংটন স্টেটের কেন্ট শহরে থাকতে শুরু করেছিল। ‘টাইমস অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, গৌরব এবং হামলায় জখম গগনদীপ কৌর পূর্ব পরিচিত ছিলেন। দু’জনে একসঙ্গে পঞ্জাবের নকোদারে আইইএলটিএস কোচিংয়ে পড়াশোনা করতেন।

এদিকে গৌরবের গুলিতে যে মহিলা প্রাণ হারিয়েছেন, তাঁর নাম জসভির কওর। সম্পর্কে তিনি গগনদীপের তুতো দিদি। যে সময় ঘটনাটি ঘটে, সেই সময় গগনদীপ জসভিরের বাড়িতেই ছিলেন। আদতে পঞ্জাবের নূরমহলের নিকটবর্তী গোরসিয়ানের বাসিন্দা জসভির। তিনি নিউ জার্সির কার্টিরেটে অ্যামাজন ফেসিলিটিতে কর্মরত। তাঁর স্বামী পেশায় গাড়িচালক। ঘটনার সময় তিনি শহরে ছিলেন না, এমনটাই জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যম নিউজ১২ নিউ জার্সির তরফে।

প্রায় বছর পাঁচেক আগে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন জসভির। তবে গগনদীপ সম্প্রতি স্টাডি ভিসা নিয়ে সেখানে পৌঁছেছিলেন। জসভিরের বাবা কেওয়াল সিং ‘টাইমস অফ ইন্ডিয়া’-র কাছে জানিয়েছেন, “আমার মেয়েই ওকে রেখেছিল। প্রতিটা পদে ওকে সাহায্য করছিল। যখন ঘটনাটি ঘটে, তখন জসভির ঘুমোচ্ছিল। বাড়ির বাইরে গগনদীপের সঙ্গে গৌরবের ঝামেলা হয়। গগনদীপ সাহায্যের জন্য জসভিরকে ডাকে। আর জসভির বিষয়টায় হস্তক্ষেপ করতেই অভিযুক্ত সটান তাঁর মুখে পরপর সাতটি গুলি চালায়। ঘটনাস্থলেই মারা যায় জসভির।” কেওয়াল সিং আরও জানান, গগনদীপকে তাঁর কন্যা এবং জামাতা দু’জনেই নানা ভাবে সাহায্য করতেন।

সম্প্রতি প্রায় একই সময়ে আমেরিকা পৌঁছেছিলেন গগনদীপ এবং গৌরব। জসভিরের মায়ের দাবি, গৌরবকে জসভির চিনতেন না। এমনকী গৌরব এবং গগনদীপের মধ্যে ঝামেলার বিষয়েও কিছু জানতেন না।
একাধিক চার্জ আনা হয়েছে অভিযুক্ত গৌরবের বিরুদ্ধে। কিন্তু কী কারণে এই হত্যা, সেটা এখনও প্রকাশ্যে আনেনি প্রশাসন। এমনকী অভিযুক্ত এবং গগনদীপ ও জসভিরের মধ্যে কোনও শত্রুতা আছে কি না, সেটাও জানা যায়নি। মঙ্গলবার অভিযুক্তকে আদালতে পেশ করা হবে। তাঁকে আটক করার প্রসঙ্গে শুনানি হবে। ‘টাইমস অফ ইন্ডিয়া’-র খবর, গৌরবের বাবা চরণ মাস্কটে থাকেন। ঘটনার কথা জানার পরেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তার মা।

‘আজ থেকে আমাদের জবাব শুরু হল’, সিরিয়া আর ইরাকে ইরান-সংযুক্ত গোষ্ঠীগুলির বিরুদ্ধে হামলা চালাল আমেরিকা

গত শুক্রবার অর্থাৎ ২ ফেব্রুয়ারি ইরাক এবং সিরিয়ায় ইরানের সেনা এবং তেহরান সমর্থিত সেনাবাহিনীর উপর হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। আসলে জর্ডনের একটি ঘাঁটিতে ড্রোন হামলার জেরে প্রাণ হারিয়েছেন তিন জন মার্কিন সেনা। তার জবাবেই মূলত পাল্টা এই হামলা।জর্ডনের ঘাঁটিতে ওই হামলার দায় ইরান সমর্থিত সেনাবাহিনীর উপর চাপিয়েছে আমেরিকা। কিন্তু নিজেদের শত্রুদের উপরে সরাসরি আঘাত হানেনি তারা। ওয়াশিংটন ভবিষ্যতে তেহরানের সঙ্গে যুদ্ধ এড়ানোর চেষ্টা করছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস যুদ্ধের মনিটরের প্রধান রামি আবদেল রহমান জানিয়েছেন যে, ওই হামলায় অন্তত ১৩ জন ইরানপন্থী যোদ্ধা বলি হয়েছেন।

একটি বিবৃতি জারি করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, “আমাদের প্রতিক্রিয়া আজ থেকে শুরু হল। এটা আমাদের বেছে নেওয়া সময়ে এবং স্থানে চলতে থাকবে।” তিনি আরও বলেন যে, “পশ্চিম এশিয়া কিংবা বিশ্বের কোনও প্রান্তে যুদ্ধ হোক, সেটা চাই না। কিন্তু যাঁরা আমাদের ক্ষতি করতে চান, তাঁদের এটা জানা জরুরি যে, যদি আপনারা আমেরিকানদের ক্ষতি করেন, তাহলে আমরাও পাল্টা দেব।”

আরও পড়ুন-                         একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা

আরও পড়ুন-                         একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা

আবার মার্কিন সেন্ট্রাল কম্যান্ড (সেন্টকম) একটি বিবৃতিতে জানিয়েছে যে, মূলত ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস কুদস ফোর্স এবং অধিভুক্ত মিলিশিয়া গোষ্ঠীগুলিকে নিশানা করেই এই হামলা চালানো হয়েছে। ৮৫টির বেশি নিশানা করে হামলা করেছে আমেরিকা। আর এর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে লঙ-রেঞ্জ বম্বার-সহ অগণিত এয়ারক্র্যাফট আনানো হয়েছিল। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কার্বি সাংবাদিকদের জানিয়েছেন, এই হামলা ৩০ মিনিট ধরে চলে। আর এতে কত ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও খতিয়ে দেখছে ডিফেন্স ডিপার্টমেন্ট। ৭টি ভিন্ন ঘাঁটিতে কয়েক ডজন হামলা হয়েছে। আমেরিকার বিশ্বাস, এই অভিযান সফল হয়েছে। আর তারা এ-ও স্পষ্ট করে দিয়েছে যে, আরও হামলা হবে। এদিকে ইরাক সাম্প্রতিক এই সেনা অভিযানের কড়া নিন্দা করেছে। সঙ্গে এ-ও জানিয়েছে যে, এই কাজ তো সার্বভৌমত্বের লঙ্ঘন। কিন্তু জন কার্বি বলেন যে, হামলার আগে ইরাক সরকারকে জানানো হয়েছিল। কিন্তু ইরাক তার জবাবে কী বলেছিল, সেই বিষয়ে তিনি মন্তব্য করেননি।

ইরাকি সশস্ত্র বাহিনীর কম্যান্ডার-ইন-চিফ মেজর জেনারেল ইয়াহিয়া রাসুল একটি বিবৃতি জারি করে বলেন, “আল-কাইম এবং ইরাক সীমান্তবর্তী এলাকায় মার্কিন বিমান হামলা আসলে ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং সরকারি প্রচেষ্টার অবমূল্যায়ন।” অক্টোবরের মাঝামাঝি সময় থেকে ইরাক, সিরিয়া এবং জর্ডনে ড্রোন, রকেট এবং স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র-সহ অস্ত্র নিয়ে মার্কিন ও জোট সেনারা ১৬৫ বারেরও বেশি আক্রমণ করেছে। আগের হামলায় প্রচুর মার্কিন আধিকারিক আহত হয়েছিলেন। আর ওই সমস্ত হামলার অধিকাংশেরই দায় স্বীকার করেছিল ইরান-সংযুক্ত সশস্ত্র গোষ্ঠীগুলির একটি আলগা জোট। যারা গাজা সংঘাতে ইজরায়েলের পক্ষে মার্কিন সমর্থনের বিরোধিতা করেছিল। এমনকী মার্কিন সেনাদলকে ওই অঞ্চল থেকে উৎখাত করতে চাইছে তারা।

 

US Open 2022: ২১ বছরে একের পর এক কামাল, ইউএস ওপেন জিতলেন ইগা

#নিউইয়র্ক: পোল্যান্ডের ২১ বছরের টেনিস প্লেয়ার ইগা স্বিয়াতেক এ বছরের ইউএস ওপেনে মহিলাদের সিঙ্গলস খেতাব জিতলেন৷ ফাইনালে তিনি বিশ্বের এক নম্বর টেনিস প্লেয়ার ওন্স জাবুরকে স্ট্রেট সেটে হারিয়ে দেন৷ খেলার ফল ৬-২-, ৭-৬৷

স্বিয়াতেকের এটা কেরিয়ারের তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম৷ স্বিয়াতেক ইউএস ওপেনের আগে ২ বার ফ্রেঞ্চ ওপেন খেতাব জিতেছেন৷ ক্রমতালিকার ৫ নম্বরে থাকা ২৮ বছরের জাবুর ১৯৬৮ থেকে শুরু হওয়া টেনিসের পেশাদার যুগের প্রথম আফ্রিকান টেনিস প্লেয়ার হিসেবে ফাইনাল খেললেন৷ উইম্বলডনের পর তিনি ইউএস ওপেন জেতাও একটুর জন্য হাতছাড়া করে ফেললেন৷

 

এদিনের ফাইনালে প্রথম গেমে জাবুরকে একেবারে সহজেই উড়িয়ে দিয়েছিলেন ইগা৷  সেভাবে কোনও প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেননি তিনি৷ তবে দ্বিতীয় গেমে তিনি অনেকটাই লড়াই করেন৷

 

আরও পড়ুন –  Beautiful Skin Tips: শিশুর মতো নরম, ত্বক হবে সিল্কের মতো, শেভিং না করে করুন ওয়াক্সিং

হাড্ডাহাড্ডি লড়ে ম্যাচ নিজের নামে ম্যাচ করে নেন ইগা৷ তারপরে স্বাভাবিকভাবেই তিনি খেতাব জয় নিয়ে উচ্ছ্বসিত।

 

ইগা স্বিয়াতেক ২০২২ দ্বিতীয় গ্র্যান্ডস্ল্যাম খেতাব জেতেন

ইগা এই বছরের ফরাসি ওপেন ফাইনালে আমেরিকার কোকো গফকে হারিয়েছিলেন৷ এর আগে অক্টোবর ২০২০ তে ফরাসি ওপেন জিতেছিলেন৷ ইগা পোল্যান্ডের থেকে প্রথম গ্র্যান্ডস্ল্যাম জেতা মহিলা টেনিস প্লেয়ার৷ তাঁর বাবা টমাস অলিম্পিক রোবর ছিলেন৷