বিরল রেকর্ড গড়লেন উত্তরপ্রদেশের পাঁচ বছরের শিশু

Uttar Pradesh News: ৮ মিনিটে ৫০টি জটিল অঙ্কের সমাধান! উত্তরপ্রদেশের বিস্ময় বালকের কীর্তিতে অবাক হবেন আপনিও

নয়ডা: মাত্র পাঁচ বছর বয়স। এর মধ্যেই জাতীয় ও আন্তর্জাতিক সাফল্য অর্জন করে ফেলেছে উত্তর প্রদেশের এক শিশু৷  ছুঁয়ে ফেলেছে বিরল রেকর্ড৷ শুধু তাই নয়, মেধার দৌড়ে প্রবলভাবে সে টেক্কা দিয়েছে ক্যালকুলেটরকেও৷

ব্যাপারটা কী? উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার ছেলে গৌতক্ষ৷ সম্প্রতি সে একটি বিস্ময়কর কৃতিত্ব অর্জন করেছে। মাত্র ৮ মিনিট ৪৩ সেকেন্ডে ৫০টি জটিল গণিতের প্রশ্ন সমাধান করে ফেলেছে সে৷ এই কৃতিত্বের সৌজন্যে এশিয়া ও ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তালিকায় তাঁর নাম ঢুকে গিয়েছে। মাত্র ৫ বছর বয়সে একটি শিশু এমন কিছু করতে পারে, তা ভাবতেই পারেননি কেউ৷

আরও পড়ুন : প্রধান বিচারপতির হাতে নির্যাতিতার বাবা-মায়ের চিঠি! কী অনুরোধ জানিয়েছে পরিবার?

গৌতক্ষের বাবা বুদ্ধ রতন গৌতম পেশায় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার৷ তিনি হাতরাসের বারাউলি গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি পরিবার নিয়ে গ্রেটার নয়ডার সেক্টর ৩-এ থাকেন। ছেলের এই প্রতিভা দেখে অভিভাবকরা স্বাভাবিকভাবেই গর্বিত। তবে এটাই গৌতাক্ষের এটাই প্রথম কৃতিত্ব নয়। এত কম বয়সে ইতিমধ্যেই ১২টি আন্তর্জাতিক ও জাতীয় রেকর্ড তাঁর পকেটে রয়েছে৷ জিতেছে প্রায় ১৫টি পুরস্কার। এখানেই শেষ নয়৷ পাঁচ বছর বয়সেই দুটি বই লিখে ফেলেছেন গৌতক্ষ।

আরও পড়ুন : যাত্রীবোঝাই দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষ! আহত বহু, হাসপাতালে বেডের জন্য হাহাকার

গৌতক্ষের লেখা গল্প তরুণ প্রজন্মকে শিক্ষা দেয়, অনুপ্রাণিত করে৷ আসলে প্রতিভার কোনও বয়স নেই। তবে একটা বিষয় নিশ্চিত, যে শিশু এত কম বয়সেই এত বিরল রেকর্ডের মালিক, সে আগামী দিনে বিশ্বের দরবারে ভারতের মুখ উজ্জ্বল করবে।

দূর-দূরান্ত থেকে আসছে অভিনন্দন গৌতক্ষ এখন রীতিমতো সেলেব্রিটি৷ তাঁকে একবার দেখতে, ছুঁতে দুর দুরান্ত থেকে এসে মানুষ ভিড় করছে বাড়ির দরজায়৷ উদ্দেশ্য একটাই, ছোট্ট শিশুটিকে অভিনন্দন জানানো৷