Vaishakh Amavasya 2024: কাটবে বাধা, কুদৃষ্টি দূর হয়ে পাবেন অর্থবৃষ্টি ও সৌভাগ্য! অমাবস্যায় করুন এই ছোট্ট কাজ

বিয়ে, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন-সহ কোনও শুভকাজ করা হয় না অমাবস্যা তিথিতে। কিন্তু পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানোর জন্য এই তিথি গুরুত্বপূর্ণ। পিতৃপূজা, পিতৃতর্পণ, পিণ্ডদান-সহ একাধিক কাজের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় পূর্বজদের।
বিয়ে, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন-সহ কোনও শুভকাজ করা হয় না অমাবস্যা তিথিতে। কিন্তু পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানোর জন্য এই তিথি গুরুত্বপূর্ণ। পিতৃপূজা, পিতৃতর্পণ, পিণ্ডদান-সহ একাধিক কাজের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় পূর্বজদের।

 

 আগামী ৭ মে মঙ্গলবার সকাল ১১.৪০ মিনিটে শুরু হচ্ছে বৈশাখী অমাবস্যা বা বৈশাখমাসের অমাবস্যা। পর দিন এই তিথি থাকছে সকাল ৮.১৫ পর্যন্ত। উদয় তিথি অনুযায়ী সেদিনই পালিত হবে বৈশাখী অমাবস্যা।
আগামী ৭ মে মঙ্গলবার সকাল ১১.৪০ মিনিটে শুরু হচ্ছে বৈশাখী অমাবস্যা বা বৈশাখমাসের অমাবস্যা। পর দিন এই তিথি থাকছে সকাল ৮.১৫ পর্যন্ত। উদয় তিথি অনুযায়ী সেদিনই পালিত হবে বৈশাখী অমাবস্যা।

 

এই তিথিতে পিতৃদোষ কাটানোর জন্য কী কী করা যায়, সে বিষয়ে বলেছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত নন্দকিশোর মুদগল।
এই তিথিতে পিতৃদোষ কাটানোর জন্য কী কী করা যায়, সে বিষয়ে বলেছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত নন্দকিশোর মুদগল।

 

অমাবস্যা তিথিতে ভগবত কথা পাঠ শ্রবণ করা অত্যন্ত পুণ্যের। সংসার থেকে কুদৃষ্টি দূর হয়। লাভ করা যায় বহু আকাঙ্ক্ষিত মুক্তি।
অমাবস্যা তিথিতে ভগবত কথা পাঠ শ্রবণ করা অত্যন্ত পুণ্যের। সংসার থেকে কুদৃষ্টি দূর হয়। লাভ করা যায় বহু আকাঙ্ক্ষিত মুক্তি।

 

এই তিথিতে দরিদ্রদের অন্ন ও বস্ত্র দান করুন। পিতৃদোষ থেকে মুক্ত হয়ে পুণ্যলাভ করতে পারবেন।
এই তিথিতে দরিদ্রদের অন্ন ও বস্ত্র দান করুন। পিতৃদোষ থেকে মুক্ত হয়ে পুণ্যলাভ করতে পারবেন।

 

বৈশাখের অমাবস্যা তিথিতে ব্রহ্ম মুহূর্তে পুণ্যনদী যেমন গঙ্গা, যমুনা, গোদাবরীতে স্নান করলে পুণ্যলাভ করা যায়।
বৈশাখের অমাবস্যা তিথিতে ব্রহ্ম মুহূর্তে পুণ্যনদী যেমন গঙ্গা, যমুনা, গোদাবরীতে স্নান করলে পুণ্যলাভ করা যায়।

 

এই তিথিতে বৃক্ষরোপণ করুন। জীবনে পজিটিভ এনার্জি প্রবাহিত হবে। সৌভাগ্য লাভ করতে পারবেন।
এই তিথিতে বৃক্ষরোপণ করুন। জীবনে পজিটিভ এনার্জি প্রবাহিত হবে। সৌভাগ্য লাভ করতে পারবেন।