Tag Archives: vaishakhi amavasya

Vaishakhi Amavasya 2024: মঙ্গল ও বুধ বৈশাখী অমাবস্যা! সন্ধ্যায় করুন এই কাজ, ঘর মোছার জলে দিন এই জিনিস! অভাব কাটিয়ে চুম্বকের টানে পাবেন অর্থসুখ

মঙ্গল এবং বুধবার পালিত হবে বৈশাখ মাসের অমাবস্যা বা বৈশাখী অমাবস্যা৷
মঙ্গল এবং বুধবার পালিত হবে বৈশাখ মাসের অমাবস্যা বা বৈশাখী অমাবস্যা৷

 

অমাবস্যা তিথি শুরু হবে ৭ মে, মঙ্গলবার সকাল ১১.৪০ মিনিটে। বৈশাখের এই অমাবস্যা থাকবে পর দিন বা ৮ মে সকাল ৮.৫১ মিনিট পর্যন্ত।
অমাবস্যা তিথি শুরু হবে ৭ মে, মঙ্গলবার সকাল ১১.৪০ মিনিটে। বৈশাখের এই অমাবস্যা থাকবে পর দিন বা ৮ মে সকাল ৮.৫১ মিনিট পর্যন্ত।

 

পূর্ণিমা তিথিতে যেখানে মাঙ্গলিক কাজ করা হয়, সেখানে সনাতনী মতে অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের তর্পণ করা হয়৷
পূর্ণিমা তিথিতে যেখানে মাঙ্গলিক কাজ করা হয়, সেখানে সনাতনী মতে অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের তর্পণ করা হয়৷

 

এই তিথিতে কোন কোন কাজ করবেন, কী কী কাজ করা থেকে বিরত থাকবেন তার উপর সংসারের শুভ অশুভ, জীবনের পাপ পুণ্য নির্ভর করে বলে মত জ্যোতিষশাস্ত্রে৷ সে বিষয়ে বলেছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী৷
এই তিথিতে কোন কোন কাজ করবেন, কী কী কাজ করা থেকে বিরত থাকবেন তার উপর সংসারের শুভ অশুভ, জীবনের পাপ পুণ্য নির্ভর করে বলে মত জ্যোতিষশাস্ত্রে৷ সে বিষয়ে বলেছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী৷

 

অমাবস্যায় শুভ মাঙ্গলিক কাজ নিষিদ্ধ৷ শুভ কাজের জন্য কেনাকাটা করা হয় না৷ আমিষের বদলে সাত্তিক আহার গ্রহণ করা হয়৷
অমাবস্যায় শুভ মাঙ্গলিক কাজ নিষিদ্ধ৷ শুভ কাজের জন্য কেনাকাটা করা হয় না৷ আমিষের বদলে সাত্তিক আহার গ্রহণ করা হয়৷

 

এই তিথিতে চুলদাড়ি কাটা অর্থাত ক্ষৌরকর্ম নিষিদ্ধ৷ গাছপাতা ফুল ইত্যাদি ছেঁড়া উচিত নয়৷ এই তিথিতে স্নানদানধ্যান করুন৷ কিন্তু অন্যের এঁটো খাবার খাবেন না৷
এই তিথিতে চুলদাড়ি কাটা অর্থাত ক্ষৌরকর্ম নিষিদ্ধ৷ গাছপাতা ফুল ইত্যাদি ছেঁড়া উচিত নয়৷ এই তিথিতে স্নানদানধ্যান করুন৷ কিন্তু অন্যের এঁটো খাবার খাবেন না৷

 

পরিবার থেকে অশুভ শক্তির কুপ্রভাব দূর করতে জলে লবণ মিশিয়ে ঘর মুছুন৷ এতে ঘর সংসার ও আপনার জীবন থেকে নেগেটিভিটি দূর করতে জলে এক চিমটি লবণ মিশিয়ে ঘর মুছুন৷
পরিবার থেকে অশুভ শক্তির কুপ্রভাব দূর করতে জলে লবণ মিশিয়ে ঘর মুছুন৷ এতে ঘর সংসার ও আপনার জীবন থেকে নেগেটিভিটি দূর করতে জলে এক চিমটি লবণ মিশিয়ে ঘর মুছুন৷

 

এই তিথির সন্ধ্যায় বাড়ির ঠাকুরঘরে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন৷ তাহলে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে৷ অশুভ প্রভাব কাটাতে বাড়ির সদর দরজায় প্রজ্বলন করুন দু’টি তিলতেলের প্রদীপ৷
এই তিথির সন্ধ্যায় বাড়ির ঠাকুরঘরে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন৷ তাহলে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে৷ অশুভ প্রভাব কাটাতে বাড়ির সদর দরজায় প্রজ্বলন করুন দু’টি তিলতেলের প্রদীপ৷

 

এই তিথিতে শনির কুপ্রভাব থেকেও মুক্ত হতে পারবেন৷ শনি মন্দিরে গিয়ে কালো তিল, সরষের তেল এবং কালো বা ঘন নীল রঙের পোশাক দান করতে পারেন৷ তাহলে সাড়ে সাতী, ঢাইয়া-সহ একাধিক সমস্যা থেকে মুক্ত হবেন৷
এই তিথিতে শনির কুপ্রভাব থেকেও মুক্ত হতে পারবেন৷ শনি মন্দিরে গিয়ে কালো তিল, সরষের তেল এবং কালো বা ঘন নীল রঙের পোশাক দান করতে পারেন৷ তাহলে সাড়ে সাতী, ঢাইয়া-সহ একাধিক সমস্যা থেকে মুক্ত হবেন৷

 

অশ্বত্থগাছে প্রদীপ প্রজ্বলন করুন৷ এই পবিত্র গাছে ফুল ও ফল নিবেদন করতে পারেন৷
অশ্বত্থগাছে প্রদীপ প্রজ্বলন করুন৷ এই পবিত্র গাছে ফুল ও ফল নিবেদন করতে পারেন৷

Vaishakhi Amavasya Lucky Zodiac Signs: রাত পোহালেই বৈশাখী অমাবস্যা! প্রোমোশন, অর্থ ও সম্পদের আলোয় সৌভাগ্য আসবে এই ৩ রাশির জীবনে

রাত পোহালেই বৈশাখী অমাবস্যা। মঙ্গলবার পালিত হবে বৈশাখ মাসের অমাবস্যা। এই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ সনাতনী বিশ্বাস মতে।
রাত পোহালেই বৈশাখী অমাবস্যা। মঙ্গলবার পালিত হবে বৈশাখ মাসের অমাবস্যা। এই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ সনাতনী বিশ্বাস মতে।

 

অমাবস্যা তিথি শুরু হবে ৭ মে, মঙ্গলবার সকাল ১১.৪০ মিনিটে। বৈশাখের এই অমাবস্যা থাকবে পর দিন বা ৮ মে সকাল ৮.৫১ মিনিট পর্যন্ত।
অমাবস্যা তিথি শুরু হবে ৭ মে, মঙ্গলবার সকাল ১১.৪০ মিনিটে। বৈশাখের এই অমাবস্যা থাকবে পর দিন বা ৮ মে সকাল ৮.৫১ মিনিট পর্যন্ত।

 

অমাবস্যা তিথিতে স্নানদানধ্যান করা হয়। এই তিথিতে কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্য ফিরে নতুন জীবন আসতে চলেছে। বলছেন পণ্ডিত অরবিন্দ ত্রিপাঠী। আসুন, দেখে নিই কোন কোন রাশির সৌভাগ্য উজ্জ্বল হয়ে উঠবে।
অমাবস্যা তিথিতে স্নানদানধ্যান করা হয়। এই তিথিতে কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্য ফিরে নতুন জীবন আসতে চলেছে। বলছেন পণ্ডিত অরবিন্দ ত্রিপাঠী। আসুন, দেখে নিই কোন কোন রাশির সৌভাগ্য উজ্জ্বল হয়ে উঠবে।

 

মেষরাশির জাতক জাতিকাদের জন্য বৈশাখ অমাবস্যা বিশেষ গুরুত্বপূর্ণ ও শুভ। তাঁদের কেরিয়ারে বিশাল লাভের যোগ আসতে চলেছে। উপার্জনের নতুন পথ খুলে যাবে। জীবনে আসবে ধনসম্পদ এবং সুখসমৃদ্ধি।
মেষরাশির জাতক জাতিকাদের জন্য বৈশাখ অমাবস্যা বিশেষ গুরুত্বপূর্ণ ও শুভ। তাঁদের কেরিয়ারে বিশাল লাভের যোগ আসতে চলেছে। উপার্জনের নতুন পথ খুলে যাবে। জীবনে আসবে ধনসম্পদ এবং সুখসমৃদ্ধি।

 

বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে খুশির তুফান উঠবে অমাবস্যায়। ব্যবসায় প্রচুর মুনাফা হবে। সুস্বাস্থ্য বজায় থাকবে। জীবনে আসবে সুদিন।
বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে খুশির তুফান উঠবে অমাবস্যায়। ব্যবসায় প্রচুর মুনাফা হবে। সুস্বাস্থ্য বজায় থাকবে। জীবনে আসবে সুদিন।

 

বৈশাখের অমাবস্যায় কুম্ভরাশির জাতক জাতিকারা বিশেষ লাভবান হবেন। চাকরিতে কর্মোন্নতি আসন্ন। নতুন কাজ শুরু করে সাফল্য পাবেন।
বৈশাখের অমাবস্যায় কুম্ভরাশির জাতক জাতিকারা বিশেষ লাভবান হবেন। চাকরিতে কর্মোন্নতি আসন্ন। নতুন কাজ শুরু করে সাফল্য পাবেন।

Vaishakh Amavasya 2024: কাটবে বাধা, কুদৃষ্টি দূর হয়ে পাবেন অর্থবৃষ্টি ও সৌভাগ্য! অমাবস্যায় করুন এই ছোট্ট কাজ

বিয়ে, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন-সহ কোনও শুভকাজ করা হয় না অমাবস্যা তিথিতে। কিন্তু পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানোর জন্য এই তিথি গুরুত্বপূর্ণ। পিতৃপূজা, পিতৃতর্পণ, পিণ্ডদান-সহ একাধিক কাজের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় পূর্বজদের।
বিয়ে, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন-সহ কোনও শুভকাজ করা হয় না অমাবস্যা তিথিতে। কিন্তু পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানোর জন্য এই তিথি গুরুত্বপূর্ণ। পিতৃপূজা, পিতৃতর্পণ, পিণ্ডদান-সহ একাধিক কাজের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় পূর্বজদের।

 

 আগামী ৭ মে মঙ্গলবার সকাল ১১.৪০ মিনিটে শুরু হচ্ছে বৈশাখী অমাবস্যা বা বৈশাখমাসের অমাবস্যা। পর দিন এই তিথি থাকছে সকাল ৮.১৫ পর্যন্ত। উদয় তিথি অনুযায়ী সেদিনই পালিত হবে বৈশাখী অমাবস্যা।
আগামী ৭ মে মঙ্গলবার সকাল ১১.৪০ মিনিটে শুরু হচ্ছে বৈশাখী অমাবস্যা বা বৈশাখমাসের অমাবস্যা। পর দিন এই তিথি থাকছে সকাল ৮.১৫ পর্যন্ত। উদয় তিথি অনুযায়ী সেদিনই পালিত হবে বৈশাখী অমাবস্যা।

 

এই তিথিতে পিতৃদোষ কাটানোর জন্য কী কী করা যায়, সে বিষয়ে বলেছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত নন্দকিশোর মুদগল।
এই তিথিতে পিতৃদোষ কাটানোর জন্য কী কী করা যায়, সে বিষয়ে বলেছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত নন্দকিশোর মুদগল।

 

অমাবস্যা তিথিতে ভগবত কথা পাঠ শ্রবণ করা অত্যন্ত পুণ্যের। সংসার থেকে কুদৃষ্টি দূর হয়। লাভ করা যায় বহু আকাঙ্ক্ষিত মুক্তি।
অমাবস্যা তিথিতে ভগবত কথা পাঠ শ্রবণ করা অত্যন্ত পুণ্যের। সংসার থেকে কুদৃষ্টি দূর হয়। লাভ করা যায় বহু আকাঙ্ক্ষিত মুক্তি।

 

এই তিথিতে দরিদ্রদের অন্ন ও বস্ত্র দান করুন। পিতৃদোষ থেকে মুক্ত হয়ে পুণ্যলাভ করতে পারবেন।
এই তিথিতে দরিদ্রদের অন্ন ও বস্ত্র দান করুন। পিতৃদোষ থেকে মুক্ত হয়ে পুণ্যলাভ করতে পারবেন।

 

বৈশাখের অমাবস্যা তিথিতে ব্রহ্ম মুহূর্তে পুণ্যনদী যেমন গঙ্গা, যমুনা, গোদাবরীতে স্নান করলে পুণ্যলাভ করা যায়।
বৈশাখের অমাবস্যা তিথিতে ব্রহ্ম মুহূর্তে পুণ্যনদী যেমন গঙ্গা, যমুনা, গোদাবরীতে স্নান করলে পুণ্যলাভ করা যায়।

 

এই তিথিতে বৃক্ষরোপণ করুন। জীবনে পজিটিভ এনার্জি প্রবাহিত হবে। সৌভাগ্য লাভ করতে পারবেন।
এই তিথিতে বৃক্ষরোপণ করুন। জীবনে পজিটিভ এনার্জি প্রবাহিত হবে। সৌভাগ্য লাভ করতে পারবেন।

Vaishakhi Amavasya Dos & Donts: আসছে বৈশাখী অমাবস্যা, পুণ্য অর্জনে পিঁপড়েদের খেতে দিন এই খাবার, কালসর্পদোষ কাটাতে করুন এই বিশেষ কাজ

সনাতনী বিশ্বাস মতে পূর্ণিমার মতো অমাবস্যাও অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ আগামী ৭ মে, মঙ্গলবার বৈশাখমাসের অমাবস্যা তিথি পালিত হবে৷
সনাতনী বিশ্বাস মতে পূর্ণিমার মতো অমাবস্যাও অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ আগামী ৭ মে, মঙ্গলবার বৈশাখমাসের অমাবস্যা তিথি পালিত হবে৷

 

অমাবস্যা তিথি শুরু হবে ৭ মে, মঙ্গলবার সকাল ১১.৪০ মিনিটে। বৈশাখের এই অমাবস্যা থাকবে পর দিন বা ৮ মে সকাল ৮.৫১ মিনিট পর্যন্ত।
অমাবস্যা তিথি শুরু হবে ৭ মে, মঙ্গলবার সকাল ১১.৪০ মিনিটে। বৈশাখের এই অমাবস্যা থাকবে পর দিন বা ৮ মে সকাল ৮.৫১ মিনিট পর্যন্ত।

 

অমাবস্যা তিথিতে স্মরণ করা হয় পূর্বপুরুষদের৷ এই তিথিতে পুণ্যনদীতে স্নান করে পূর্বজদের পিণ্ডদান, তর্পণ করা হয়৷ দরিদ্রদের অন্নবস্ত্র দানে পুণ্যার্জন হয় বলে বিশ্বাস৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী৷
অমাবস্যা তিথিতে স্মরণ করা হয় পূর্বপুরুষদের৷ এই তিথিতে পুণ্যনদীতে স্নান করে পূর্বজদের পিণ্ডদান, তর্পণ করা হয়৷ দরিদ্রদের অন্নবস্ত্র দানে পুণ্যার্জন হয় বলে বিশ্বাস৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী৷

 

জন্মকুণ্ডলীতে কালসর্পদোষ থাকলে অমাবস্যায় পুণ্যনদীতে স্নান করুন৷ তার পর যে কোনও সাদাফুল ভাসিয়ে দিন নদীর জলে৷
জন্মকুণ্ডলীতে কালসর্পদোষ থাকলে অমাবস্যায় পুণ্যনদীতে স্নান করুন৷ তার পর যে কোনও সাদাফুল ভাসিয়ে দিন নদীর জলে৷

 

আটাজাতীয় খাবার খেতে দিন পিঁপড়েদের৷ তাহলেও অমাবস্যায় পুণ্য অর্জন করতে পারবেন৷
আটাজাতীয় খাবার খেতে দিন পিঁপড়েদের৷ তাহলেও অমাবস্যায় পুণ্য অর্জন করতে পারবেন৷

 

বৈশাখী অমাবস্যায় নতুন বস্ত্র, ঝাঁটার মতো জিনিস কিনবেন না৷ কারওর সঙ্গে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়বেন না৷
বৈশাখী অমাবস্যায় নতুন বস্ত্র, ঝাঁটার মতো জিনিস কিনবেন না৷ কারওর সঙ্গে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়বেন না৷

 

অমাবস্যা তিথিতে স্বপাক আহার গ্রহণ করুন৷ এই দিনে অন্য কারওর বাড়িতে আহার গ্রহণ না করাই বাঞ্ছনীয়৷
অমাবস্যা তিথিতে স্বপাক আহার গ্রহণ করুন৷ এই দিনে অন্য কারওর বাড়িতে আহার গ্রহণ না করাই বাঞ্ছনীয়৷

Vaishakhi Amavasya Date Time Rituals 2024: পরের সপ্তাহেই বৈশাখী অমাবস্যার পুণ্যতিথি! জীবনে সৌভাগ্য, ধনসম্পদের পাহাড়ে উঠতে করুন এই কাজগুলি

আসছে বৈশাখ মাসের অমাবস্যা বা বৈশাখী অমাবস্যা। পরের সপ্তাহে আগামী ৭ মে পালিত হবে বৈশাখী অমাবস্যা।
আসছে বৈশাখ মাসের অমাবস্যা বা বৈশাখী অমাবস্যা। পরের সপ্তাহে আগামী ৭ মে পালিত হবে বৈশাখী অমাবস্যা।

 

অমাবস্যা তিথি শুরু হবে ৭ মে, মঙ্গলবার সকাল ১১.৪০ মিনিটে। বৈশাখের এই অমাবস্যা থাকবে পর দিন বা ৮ মে সকাল ৮.৫১ মিনিট পর্যন্ত।
অমাবস্যা তিথি শুরু হবে ৭ মে, মঙ্গলবার সকাল ১১.৪০ মিনিটে। বৈশাখের এই অমাবস্যা থাকবে পর দিন বা ৮ মে সকাল ৮.৫১ মিনিট পর্যন্ত।

 

এই তিথিতে কিছু আচার আচরণ এবং রীতিনীতি পালন করলে জীবনে সৌভাগ্য ও ধনসম্পদের অভাব হয় না। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।
এই তিথিতে কিছু আচার আচরণ এবং রীতিনীতি পালন করলে জীবনে সৌভাগ্য ও ধনসম্পদের অভাব হয় না। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।

 

সনাতনী বিশ্বাস মতে বৈশাখী অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিথিতে শনিদেবের পুজো করা হয়।
সনাতনী বিশ্বাস মতে বৈশাখী অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিথিতে শনিদেবের পুজো করা হয়।

 

শনিদেবের আশীর্বাদ পেতে তাঁকে নিবেদন করা হয় কালোতিল, সরষেতেল এবং নীল ফুল, মূলত নীল অপরাজিতা।
শনিদেবের আশীর্বাদ পেতে তাঁকে নিবেদন করা হয় কালোতিল, সরষেতেল এবং নীল ফুল, মূলত নীল অপরাজিতা।

 

বৈশাখী অমাবস্যায় ভোরবেলা অশ্বত্থগাছে জলদান করুন। সন্ধ্যায় অশ্বত্থগাছে প্রদীপ প্রজ্বলন করুন।
বৈশাখী অমাবস্যায় ভোরবেলা অশ্বত্থগাছে জলদান করুন। সন্ধ্যায় অশ্বত্থগাছে প্রদীপ প্রজ্বলন করুন।

 

এই তিথিতে পিতৃপুরুষের আশীর্বাদ লাভ করতে উপবাস ব্রত পালন করুন। তর্পণ নিবেদন করুন।
এই তিথিতে পিতৃপুরুষের আশীর্বাদ লাভ করতে উপবাস ব্রত পালন করুন। তর্পণ নিবেদন করুন।

 

বৈশাখী অমাবস্যায় দরিদ্রদের অন্নবস্ত্র দান করুন। পুণ্যনদীতে স্নান করুন। সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। নদীর প্রবহমান জলে নিবেদন করুন কালো তিল।
বৈশাখী অমাবস্যায় দরিদ্রদের অন্নবস্ত্র দান করুন। পুণ্যনদীতে স্নান করুন। সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। নদীর প্রবহমান জলে নিবেদন করুন কালো তিল।

 

এই তিথিতে হনুমানজীর পুজো সম্পন্ন করুন। জীবনে বাধাবিঘ্ন থেকে মুক্ত হবেন।
এই তিথিতে হনুমানজীর পুজো সম্পন্ন করুন। জীবনে বাধাবিঘ্ন থেকে মুক্ত হবেন।

 

শনিদেবের আরতি করুন। পাঠ করুন চালিশা এবং স্তোত্র।
শনিদেবের আরতি করুন। পাঠ করুন চালিশা এবং স্তোত্র।