বিজেপির টিকিট অধরা বরুণ গান্ধির

Varun Gandhi: মা মানেকা পেলেও বিজেপির টিকিট অধরা পুত্র বরুণ গান্ধির, পিলিভিটের প্রার্থী কে?

নয়াদিল্লি: প্রকাশ্যে এল আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির পঞ্চম প্রার্থীতালিকা। বিজেপিতে গান্ধি পরিবারের দুই সদস্যের মধ্যে একজন সদস্যের নাম এল পঞ্চম প্রার্থী তালিকায়। উল্লেখযোগ্য ভাবে বিজেপির প্রার্থী তালিকায় নাম উঠে এসেছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ মানেকা গান্ধির। তবে প্রার্থী তালিকায় নাম নেই মানেকা-পুত্র বরুণ গান্ধির।

তবে কি ২০২৪ লোকসভা ভোটে নির্দল প্রার্থী হয়েই দাঁড়াবেন বরুণ গান্ধি? দিন দুই আগে জানান, বিজেপির তরফে টিকিট পেলে ঠিক আছে, না হলে নির্দল হয়েই লোকসভার লড়াইয়ে নামবেন। গেরুয়া শিবিরের পঞ্চম তালিকা প্রকাশিত হল রবিবার। সেই তালিকায় পছন্দের পিলিভিট কেন্দ্রে প্রার্থী করা হয়নি বরুণ গান্ধিকে। তবে মা মেনকা ফের উত্তরপ্রদেশের সুলতানপুরে টিকিট পেয়েছেন।

আরও পড়ুন: দিলীপের ‘মাটি’-তে পদ্মপ্রার্থী অগ্নিমিত্রা, মেদিনীপুরে বড় লড়াইয়ের ডাক

পিলভিট থেকে বরুণকে সরিয়ে মোদি-শাহর দল প্রার্থী করেছে জীতিন প্রসাদকে। এই জীতিন প্রাক্তন কংগ্রেস নেতা শুধু নন, এককালে রাহুল গান্ধির ঘনিষ্ঠ বলেও পরিচিত ছিলেন। যদিও ২০২১ সালে লখিমপুর খেরিতে কৃষকহত্যার ঘটনায় উত্তাপ ছড়ানোর পর রঙ বদলে বিজেপিতে যোগ দেন। দলে বদলের পর সাফাই দিয়েছিলেন, দল তাঁকে উপেক্ষা করছিল বলেই দল ছাড়তে বাধ্য হয়েছেন।

আরও পড়ুন: বাংলায় বিজেপির দ্বিতীয় দফা প্রার্থীতালিকায় চমকের পর চমক, কোথায় কে দেখুন

প্রসঙ্গত, বহু দিন ধরেই বরুণের বেসুরো মন্তব্য ঘিরে চর্চা চলছিল। তারই মাঝে জল্পনা ওঠে, তিনি ২০২৪ লোকসভা ভোটে আদৌ বিজেপির টিকিট পাচ্ছেন কি না, তা নিয়ে। এরপরই এল বিজেপির ৫ম প্রার্থী তালিকা। বিজেপির টিকিট না পেলে এ বার বরুণ গান্ধি তাঁর লোকসভা কেন্দ্র পিলিভিট থেকে সমাজবাদী পার্টি (এসপি)-র প্রার্থী হতে পারেন বলে জল্পনা ছিল উত্তরপ্রদেশ রাজনীতিতে। কিন্তু বুধবার তাতে ‘জল ঢেলে’ ওই আসনে দলের প্রার্থী হিসাবে প্রাক্তন মন্ত্রী ভাগবত শরণ গাঙ্গওয়ারের নাম ঘোষণা করেছেন এসপির প্রধান অখিলেশ যাদব। এবার বরুণ নির্দল হয়ে লড়বেন কি না সেদিকেই লক্ষ্য জাতীয় রাজনীতির বিশ্লেষকদের।