Lord Shani Dev: শনির দৃষ্টি দূরে রাখতে চান? জোয়ান দিয়ে করতে হবে এই প্রতিকার, টাকা-সম্মান-সমৃদ্ধি আসবে সবকিছুই

 তবে জানেন কি, বাস্তুশাস্ত্রেও জোয়ানের যথেষ্ট গুরুত্ব রয়েছে৷ জোয়ানের মাধ্যমে করা একাধিক প্রতিকার আমাদের প্রাত্যহিক জীবনের একাধিক সমস্যার সমাধান করতে পারে বলে মনে করা হয়৷ দূর করে বাধাবিঘ্নও৷
তবে জানেন কি, বাস্তুশাস্ত্রেও জোয়ানের যথেষ্ট গুরুত্ব রয়েছে৷ জোয়ানের মাধ্যমে করা একাধিক প্রতিকার আমাদের প্রাত্যহিক জীবনের একাধিক সমস্যার সমাধান করতে পারে বলে মনে করা হয়৷ দূর করে বাধাবিঘ্নও৷
জোয়ানের সঙ্গে ন্যায় ও অনুশাসনের দেবতা শনিদেবের গভীর যোগাযোগ রয়েছে বলে মনে করা হয়৷ শনির দৃষ্টি দূরে রাখতে জোয়ান দিয়ে অনায়াসেই একটি প্রতিকার করা যায়৷ আমাদের সেই বিষয়ে জানাচ্ছেন জ্যোতিষী তথা বাস্তু পরামর্শদাতা পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা৷
জোয়ানের সঙ্গে ন্যায় ও অনুশাসনের দেবতা শনিদেবের গভীর যোগাযোগ রয়েছে বলে মনে করা হয়৷ শনির দৃষ্টি দূরে রাখতে জোয়ান দিয়ে অনায়াসেই একটি প্রতিকার করা যায়৷ আমাদের সেই বিষয়ে জানাচ্ছেন জ্যোতিষী তথা বাস্তু পরামর্শদাতা পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা৷
 বাস্তু বিশেষজ্ঞ জানাচ্ছেন, রান্নাঘরের প্রায় প্রতিটি মশলার সাথেই কোনও না কোন গ্রহের সম্পর্ক রয়েছে। যা ব্যবহার করে আমরা সেই গ্রহের নেতিবাচক শক্তি এড়িয়ে যেতে পারি। সেই সমস্ত মশলার নির্দিষ্ট প্রতিকার সংশ্লিষ্ট গ্রহকে আমাদের অনুকূলে কাজ করাতে সাহায্য করে।
বাস্তু বিশেষজ্ঞ জানাচ্ছেন, রান্নাঘরের প্রায় প্রতিটি মশলার সাথেই কোনও না কোন গ্রহের সম্পর্ক রয়েছে। যা ব্যবহার করে আমরা সেই গ্রহের নেতিবাচক শক্তি এড়িয়ে যেতে পারি। সেই সমস্ত মশলার নির্দিষ্ট প্রতিকার সংশ্লিষ্ট গ্রহকে আমাদের অনুকূলে কাজ করাতে সাহায্য করে।
জোয়ান তার ঝাঁঝাল গন্ধ এবং বৈশিষ্ট্যগুলির জন্য পরিচিত৷ সর্দিকাশিতে জোয়ান আমাদের বিশেষ উপকারে লাগে। এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে পারে। আসুন জেনে নিই শনির দৃষ্টি দূরে রাখতে জোয়ানকে ঠিক কী ভাবে ব্যবহার করা উচিত।
জোয়ান তার ঝাঁঝাল গন্ধ এবং বৈশিষ্ট্যগুলির জন্য পরিচিত৷ সর্দিকাশিতে জোয়ান আমাদের বিশেষ উপকারে লাগে। এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে পারে। আসুন জেনে নিই শনির দৃষ্টি দূরে রাখতে জোয়ানকে ঠিক কী ভাবে ব্যবহার করা উচিত।
বাস্তুশাস্ত্র অনুসারে, বেশ খানিকটা জোয়ান একটি পরিচ্ছন্ন সাদা কাপড়ে পুঁটলি করে পূর্ব বা উত্তর দিকে রাখা শুভ বলে মনে করা হয়। সাধারণ বিশ্বাস, এই প্রতিকার সংসারে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ায়। সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে।
বাস্তুশাস্ত্র অনুসারে, বেশ খানিকটা জোয়ান একটি পরিচ্ছন্ন সাদা কাপড়ে পুঁটলি করে পূর্ব বা উত্তর দিকে রাখা শুভ বলে মনে করা হয়। সাধারণ বিশ্বাস, এই প্রতিকার সংসারে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ায়। সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে।
বাস্তুশাস্ত্র অনুসারে, এই দিকে পুঁটলিটি ঝোলালে সৌভাগ্য বাড়ে। জ্ঞান, শিক্ষা এবং বুদ্ধি অর্জনের জন্য পূর্ব বা উত্তর দিককে উপযুক্ত দিক হিসাবে বিবেচনা করা হয়। উত্তর দিককে দেবতা কুবেরের দিক বলেও মনে করা হয়। যা সম্পদ, বিলাসিতা, সমৃদ্ধির জন্য নিবেদিত। তাই পুঁটলিটি এই দিকে রাখাই শুভ।
বাস্তুশাস্ত্র অনুসারে, এই দিকে পুঁটলিটি ঝোলালে সৌভাগ্য বাড়ে। জ্ঞান, শিক্ষা এবং বুদ্ধি অর্জনের জন্য পূর্ব বা উত্তর দিককে উপযুক্ত দিক হিসাবে বিবেচনা করা হয়। উত্তর দিককে দেবতা কুবেরের দিক বলেও মনে করা হয়। যা সম্পদ, বিলাসিতা, সমৃদ্ধির জন্য নিবেদিত। তাই পুঁটলিটি এই দিকে রাখাই শুভ।
কিন্তু, আপনি যদি শনিদেবকে সন্তুষ্ট করতে চান এবং শনির দৃষ্টি থেকে নিজের পরিবারকে দূরে রাখতে চান, তাহলে জোয়ানের পুঁটলি বাড়ির দক্ষিণ দিকে রাখা উপকারী বলে প্রমাণিত হতে পারে। এতে শনি দোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং চমৎকার ফল পাওয়া যায়।
কিন্তু, আপনি যদি শনিদেবকে সন্তুষ্ট করতে চান এবং শনির দৃষ্টি থেকে নিজের পরিবারকে দূরে রাখতে চান, তাহলে জোয়ানের পুঁটলি বাড়ির দক্ষিণ দিকে রাখা উপকারী বলে প্রমাণিত হতে পারে। এতে শনি দোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং চমৎকার ফল পাওয়া যায়।
 কারও জন্মকুণ্ডলীতে শনির দোষ থাকলে জোয়ানের পুঁটলি দক্ষিণ দিকে রাখা খুবই উপকারী বলে মনে করা হয়। এটি পালন করলে সংশ্লিষ্ট ব্যক্তির জীবনে সুখ আসে এবং রোগমুক্তি ঘটে।
কারও জন্মকুণ্ডলীতে শনির দোষ থাকলে জোয়ানের পুঁটলি দক্ষিণ দিকে রাখা খুবই উপকারী বলে মনে করা হয়। এটি পালন করলে সংশ্লিষ্ট ব্যক্তির জীবনে সুখ আসে এবং রোগমুক্তি ঘটে।
Disclaimer: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।
Disclaimer: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।