৮০ শতাংশের উপর চার্জ হচ্ছে না আইফোনে!

Phone Charging: ৮০ শতাংশের উপর চার্জ হচ্ছে না আইফোনে! চিন্তায় ইউজাররা, ব্যাপারটা আদতে কী দেখুন

দিল্লিতে ৫২ ডিগ্রি তাপমাত্রা। প্রবল গরমে নাভিশ্বাস উঠছে আমজনতার। তবে শুধু মানুষ নয়, ইলেকট্রনিক গ্যাজেটেরও একই দশা। আইফোন ইউজারদের একাংশ দাবি করেছেন, ৮০ শতাংশের বেশি আর চার্জ নিচ্ছে না ফোন। চিন্তায় পড়ে গিয়েছেন তাঁরা। বিশেষজ্ঞরা বলছেন, চিন্তার কিছু নেই। এটা ডিভাইস এবং ব্যাটারির স্বাস্থ্য রক্ষার জন্য ডিজাইন করা একটা ফিচার।

আরও পড়ুনঃ মোবাইল ফোন কি হ্যাকারদের কবলে পড়েছে? এই লক্ষণগুলো দেখলেই সাবধান

কেন ৮০ শতাংশের বেশি চার্জ হচ্ছে না আইফোনে: যদি কারও আইফোনে ৮০ শতাংশের বেশি চার্জ না হয়, বিশেষ করে গ্রীষ্মকালে, তাহলে খুব সম্ভবত গরমের কারণেই এমনটা হচ্ছে। ডিভাইসের তাপমাত্রা সীমা ছাড়িয়ে গেলে চার্জিং পজ করার জন্য বিশেষ প্রোগ্রাম করা রয়েছে আইফোনে। এটা অতিরিক্ত গরমের কারণে সৃষ্ট সম্ভাব্য ক্ষতির হাত থেকে ডিভাইসকে রক্ষা করে।

সমস্যা সমাধানের উপায়: আইফোন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করা ছাড়া এর আর কোনও সমাধান নেই। ডিভাইস ঠান্ডা হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে পুনরায় চার্জিং শুরু হবে। ইউজারকে কিচ্ছু করতে হবে না। যদি কেউ ওয়্যারলেস চার্জার ব্যবহার করেন, তাহলে গ্রীষ্মকালে তারযুক্ত চার্জারে স্যুইচ করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সঙ্গে বলা হচ্ছে, ডিভাইস চার্জ করার উপযুক্ত সময় হল রাত্রিবেলা, কারণ তখন পরিবেশের তাপমাত্রা অনেক কম হবে।

চার্জ করার সময় ফোন অতিরিক্ত গরম হয়ে যায়। এমন অভিযোগ করেন অনেকেই। এই পরিস্থিতিতে ঠান্ডা জায়গায় চার্জ করতে বলা হয়। যেমন যে ঘরে এসি চলছে সেখানে চার্জ করলে এই সমস্যা কম হবে। ফোনের কেস খুলে চার্জ করার পরামর্শও দেওয়া হয়।

কী করা উচিত নয়: সোশ্যাল মিডিয়ায় পরামর্শের বন্যা বইছে। কেউ বলছে, আইস কিউবের উপর রেখে চার্জ করুন, কেউ ফ্রিজের মধ্যে ফোন রাখার পরামর্শ দিচ্ছে। কেউ কেউ তো সুইমিং পুলের জলের নীচে ফোন চালানোর ভিডিও আপলোড করেছে। কিন্তু এর কোনওটাই করা যাবে না। ফোন যদি ওয়াটারপ্রুফ হয়, তাও। এতে আইফোনের স্থায়ী ক্ষতি পারে। AppleCare Plus-এর মতো বিমা না থাকলে কোনও OEM (অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার) ডিভাইস মেরামত করবে না।