Vastu Tips for Indoor Plants: অ্যালোভেরা উপকারি সন্দেহ নেই, তবে ঘরে গাছ রাখুন এই বিশেষ জায়গা বেছে, নাহলে জীবন ছারখার হবে

বাড়িতে থাকা অনেক গাছের সঙ্গেই সরাসরি যোগ রয়েছে বাস্তুর। জ্যোতিষ এবং বাস্তু শাস্ত্র মতে সেই সমস্ত গাছগুলির গুরুত্ব অপরিসীম। এগুলি সঠিক উপায়ে রাখলে যেমন ভাগ্য খুলবে, তেমনি ভুল করলে বিরূপ হবে ভাগ্য। তেমনি একটি গাছ অ্যালোভেরা।
বাড়িতে থাকা অনেক গাছের সঙ্গেই সরাসরি যোগ রয়েছে বাস্তুর। জ্যোতিষ এবং বাস্তু শাস্ত্র মতে সেই সমস্ত গাছগুলির গুরুত্ব অপরিসীম। এগুলি সঠিক উপায়ে রাখলে যেমন ভাগ্য খুলবে, তেমনি ভুল করলে বিরূপ হবে ভাগ্য। তেমনি একটি গাছ অ্যালোভেরা।
বাস্তবিদ অচিন্ত্য জানা জানিয়েছেন, অ্যালোভেরা গাছ যেমন ঘরে সৌন্দর্য বৃদ্ধি করে, তেমনভাবে এটি ভাগ্য ফেরাতে সাহায্য করে। কিন্তু তার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেইসব নিয়ম মেনে চললে পাওয়া যাবে সুফল।
বাস্তবিদ অচিন্ত্য জানা জানিয়েছেন, অ্যালোভেরা গাছ যেমন ঘরে সৌন্দর্য বৃদ্ধি করে, তেমনভাবে এটি ভাগ্য ফেরাতে সাহায্য করে। কিন্তু তার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেইসব নিয়ম মেনে চললে পাওয়া যাবে সুফল।
তিনি জানিয়েছেন, ঘরের উত্তর-পূর্ব দিকটি সবথেকে শুভ বলে মনে করা হয়। এই জায়গাটি অ্যালোভেরা গাছ রাখার জন্য সবথেকে উপযুক্ত জায়গা। তবে উত্তর-পূর্ব দিক সম্ভব না হলে উত্তর বা পূর্ব দিকের জানালায় রাখা যেতে পারে অ্যালোভেরা গাছ।
তিনি জানিয়েছেন, ঘরের উত্তর-পূর্ব দিকটি সবথেকে শুভ বলে মনে করা হয়। এই জায়গাটি অ্যালোভেরা গাছ রাখার জন্য সবথেকে উপযুক্ত জায়গা। তবে উত্তর-পূর্ব দিক সম্ভব না হলে উত্তর বা পূর্ব দিকের জানালায় রাখা যেতে পারে অ্যালোভেরা গাছ।
তিনি জানিয়েছেন ভুল করে অ্যালোভেরা গাছ বেডরুমে ফুলদানিতে রাখা যাবে না। বাস্তু শাস্ত্রে মনে করা হয় বেডরুমে অ্যালোভেরা গাছ রাখলে, তা বাড়িতে বিভেদের সৃষ্টি করে। অশান্তির সৃষ্টি হয়। সম্পর্কে ভাঙন ধরে। তাই এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে।
তিনি জানিয়েছেন ভুল করে অ্যালোভেরা গাছ বেডরুমে ফুলদানিতে রাখা যাবে না। বাস্তু শাস্ত্রে মনে করা হয় বেডরুমে অ্যালোভেরা গাছ রাখলে, তা বাড়িতে বিভেদের সৃষ্টি করে। অশান্তির সৃষ্টি হয়। সম্পর্কে ভাঙন ধরে। তাই এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে।
একইসঙ্গে তিনি বলছেন, কোনওভাবেই অ্যালোভেরা গাছ ভাঙা টব বা ফুলদানিতে রাখা যাবে না। অ্যালোভেরা গাছকে সুখী গাছ বলে মনে করা হয়। যা ঘরে সুখ, সম্পদ নিয়ে আসে। আর ভাঙা টবে এই গাছ রাখা মানে, তার অযত্ন করা। যার ফল হবে নেতিবাচক। ঘরে বাস্তু ত্রুটির সৃষ্টি হবে।
একইসঙ্গে তিনি বলছেন, কোনওভাবেই অ্যালোভেরা গাছ ভাঙা টব বা ফুলদানিতে রাখা যাবে না। অ্যালোভেরা গাছকে সুখী গাছ বলে মনে করা হয়। যা ঘরে সুখ, সম্পদ নিয়ে আসে। আর ভাঙা টবে এই গাছ রাখা মানে, তার অযত্ন করা। যার ফল হবে নেতিবাচক। ঘরে বাস্তু ত্রুটির সৃষ্টি হবে।