প্রতীকী ছবি।

Astrology: ঘরে দু’টি কড়ি থাকলেই কেল্লাফতে! আটকে থাকা টাকা ঢুকবে চোখের পলকে, লক্ষ্মীর কৃপায় কাটবে খারাপ সময়

*টাকা পয়সার টানাটানি কার না হয়৷ তার উপরে ব্যবসা বাড়াতে বা অন্যান্য কোনও গুরুতর সমস্যাতেও অনেক সময় আমাদের কাছে মানুষ টাকা ধার চেয়ে থাকেন৷ বন্ধু হোক কী প্রতিবেশী, সবসময় মুখের উপরে না-ও বলা যায় না৷ এছাড়া, ব্যবসায় বা চাকরিতে কারও কাছে কোনও টাকা আটকেও থাকতে পারে, তাতেও তৈরি হয় অপ্রীতিকর পরিস্থিতি৷
*টাকা পয়সার টানাটানি কার না হয়৷ তার উপরে ব্যবসা বাড়াতে বা অন্যান্য কোনও গুরুতর সমস্যাতেও অনেক সময় আমাদের কাছে মানুষ টাকা ধার চেয়ে থাকেন৷ বন্ধু হোক কী প্রতিবেশী, সবসময় মুখের উপরে না-ও বলা যায় না৷ এছাড়া, ব্যবসায় বা চাকরিতে কারও কাছে কোনও টাকা আটকেও থাকতে পারে, তাতেও তৈরি হয় অপ্রীতিকর পরিস্থিতি৷
*কিন্তু, এমনও পরিস্থিতি তৈরি হয়, যখন দীর্ঘ সময় কেটে যাওয়ার পরেও, হাজার টাকা চাইলেও ধার দেওয়া টাকা ফেরত পাওয়া যায় না৷ এমন ক্ষেত্রে, দুর্দান্ত কাজে আসে কিছু টোটকা।
*কিন্তু, এমনও পরিস্থিতি তৈরি হয়, যখন দীর্ঘ সময় কেটে যাওয়ার পরেও, হাজার টাকা চাইলেও ধার দেওয়া টাকা ফেরত পাওয়া যায় না৷ এমন ক্ষেত্রে, দুর্দান্ত কাজে আসে কিছু টোটকা।
*জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রী জানাচ্ছেন, একটি সরিষা তেলের মাটির প্রদীপ জ্বালান৷ তাতে দিন দু’টি লবঙ্গ এবং এক টুকরো কর্পূর৷ প্রতি শনিবার এই প্রদীপটি হনুমানজির মূর্তির সামনে দক্ষিণ মুখ করে রাখুন৷ এতে অবশ্যই আটকে থাকা টাকা ফেরত পাবেন৷
*জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রী জানাচ্ছেন, একটি সরিষা তেলের মাটির প্রদীপ জ্বালান৷ তাতে দিন দু’টি লবঙ্গ এবং এক টুকরো কর্পূর৷ প্রতি শনিবার এই প্রদীপটি হনুমানজির মূর্তির সামনে দক্ষিণ মুখ করে রাখুন৷ এতে অবশ্যই আটকে থাকা টাকা ফেরত পাবেন৷
*যার কাছে টাকা পাবেন, অথচ তিনি ফেরত দিচ্ছেন না, তার বাড়ির সামনে দু'টো কড়ি রেখে আসুন। এতে টাকা তাড়াতাড়ি ফেরত পাওয়ার সম্ভাবনা তৈরি হয়৷
*যার কাছে টাকা পাবেন, অথচ তিনি ফেরত দিচ্ছেন না, তার বাড়ির সামনে দু’টো কড়ি রেখে আসুন। এতে টাকা তাড়াতাড়ি ফেরত পাওয়ার সম্ভাবনা তৈরি হয়৷
*কথিত আছে, হলুদ কড়ি মা লক্ষ্মীর পছন্দ। কোথাও টাকা আটকে থাকলে বাড়িতে পুজোর জায়গায় ৫টি হলুদ কড়ি রেখে দিন। এতে আপনার আটকে থাকা টাকা ফিরে আসতে পারে।
*কথিত আছে, হলুদ কড়ি মা লক্ষ্মীর পছন্দ। কোথাও টাকা আটকে থাকলে বাড়িতে পুজোর জায়গায় ৫টি হলুদ কড়ি রেখে দিন। এতে আপনার আটকে থাকা টাকা ফিরে আসতে পারে।
*যদি আপনার টাকা কোথাও আটকে থাকে, তাহলে প্রতি শুক্রবার কর্পূরের প্রদীপ জ্বালান। তারপরে সেই দীপ থেকে তৈরি করুন কাজল৷ তারপর, যে ব্যক্তি আপনাকে টাকা ফেরত দিচ্ছে না, সেই কাজল দিয়ে ভূর্জ্যপত্রে তার নাম লিখুন। এরপরে ভূর্জ্যপত্রটি বাড়ির লকারে রেখে দিন৷
*যদি আপনার টাকা কোথাও আটকে থাকে, তাহলে প্রতি শুক্রবার কর্পূরের প্রদীপ জ্বালান। তারপরে সেই দীপ থেকে তৈরি করুন কাজল৷ তারপর, যে ব্যক্তি আপনাকে টাকা ফেরত দিচ্ছে না, সেই কাজল দিয়ে ভূর্জ্যপত্রে তার নাম লিখুন। এরপরে ভূর্জ্যপত্রটি বাড়ির লকারে রেখে দিন৷
*আপনি যদি চান যে আপনার টাকা কোথাও আটকে যায় তাহলে মঙ্গলবার এবং বুধবার ভুল করেও কাউকে টাকা ধার দেবেন না। শাস্ত্রে বলা আছে, মঙ্গলবারে কখনওই ঋণ নেওয়া উচিত নয়। এই দিনে ঋণ গ্রহণকারী ব্যক্তি সর্বদা ঋণে ভারাক্রান্ত থাকে। ঠিক তেমনই বুধবারও টাকা ধার দেওয়া উচিত নয়। এই দিনে দেওয়া ঋণ ফেরত পাওয়ার সম্ভাবনা কম বলে মনে করা হয়।
*আপনি যদি চান যে আপনার টাকা কোথাও আটকে যায় তাহলে মঙ্গলবার এবং বুধবার ভুল করেও কাউকে টাকা ধার দেবেন না। শাস্ত্রে বলা আছে, মঙ্গলবারে কখনওই ঋণ নেওয়া উচিত নয়। এই দিনে ঋণ গ্রহণকারী ব্যক্তি সর্বদা ঋণে ভারাক্রান্ত থাকে। ঠিক তেমনই বুধবারও টাকা ধার দেওয়া উচিত নয়। এই দিনে দেওয়া ঋণ ফেরত পাওয়ার সম্ভাবনা কম বলে মনে করা হয়।