জাতীয় পতাকা

Independence Day 2024: ভারত-চিন সীমান্তে উড়বে তাঁর তৈরি জাতীয় পতাকা! চিনে নিন এই ফ্ল্যাগ ম্যানকে

শিলিগুড়ি: সামনেই ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস। তার আগেই তড়িঘড়ি চলছে পতাকা তৈরি। দেশের পতাকা সারা বছর কম বেশি চাহিদা থাকলেও ১৫ আগস্টে যেন এই চাহিদা তুঙ্গে থাকে। শিলিগুড়ির ব্যবসায়ী রাম হরি পাল তিনি দেশের পতাকা তৈরির পেশায় ১৯৮০ সাল থেকে লেগে রয়েছেন। তাঁর তৈরি পতাকা উত্তরবঙ্গ তো বটেই আশেপাশের রাজ্যে এবং ভুটান, নেপাল, সিকিমেও যায়।

৩০ ফুট বাই ২০ ফুটের পতাকা থেকে শুরু করে বিভিন্ন মাপের পতাকা তিনি তৈরি করেন। পতাকা প্রস্তুতকারী রাম হরি পাল বাবুর কথায়,’আমি দীর্ঘ ৪০ বছর ধরে এই পতাকা তৈরির কাজ করছি। আগে ছোট করে শুরু করেছিলাম। এখন আমার তৈরি পতাকার চাহিদা বহু জায়গায় রয়েছে।’ তিনি আরও বলেন,এখনও পর্যন্ত সবথেকে বড় ৩০ ফুটের পতাকা বানিয়েছি। যার দাম ৩০ হাজার টাকা। সেই পতাকা ইতিমধ্যেই ইন্দো চায়না বর্ডারে চলে গিয়েছে।

আরও পড়ুন:বাড়ি-অফিসে লাকি ব্যাম্বু রেখেছেন? সঠিক নিয়ম জানেন তো? জানলে বসবেন খ্যাতি-টাকার পাহাড়ে, নচেৎ বিরাট ক্ষতি

সারা বছরই পতাকার চাহিদা থাকলেও এই সময়টায় একটু বেশি চাহিদা রয়েছে। তিনি আশাবাদী এবারও ভালই অর্ডার আসবে। পতাকা কিনতে আসা এক ব্যক্তি সুরজ থাপার কথায়,’আমি বিগত ৪ বছর ধরে কাকুর কাছ থেকে পতাকা নিয়ে আসছি। বিধান মার্কেটে পতাকা কিনতে আসা মানেই’প্যারাগন’ এ আসতে হবে। কারণ এই দোকানের মত ভাল মানের কাপড় দিয়ে তৈরি জাতীয় পতাকা আর অন্য কোথাও পাওয়া যায় না। আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

অনির্বাণ রায়