broom

Vastu Tips: ভুল জায়গায় ঝাড়ু রাখলে ধনীও রাতারাতি কাঙাল হতে পারে, বাড়ির কোথায় ঝাড়ু রাখা শুভ? পড়ুন

 বাড়ির কোথায় ঝাড়ু রাখছেন? বাস্তুশাস্ত্রে ঝাড়ু রাখার সঠিক দিক খুব গুরুত্বপূর্ণ। ঝাড়ু সঠিক দিকে না রাখলে, রাতারাতি দারিদ্র আপনার জীবন তছনছ করে দেবে।
বাড়ির কোথায় ঝাড়ু রাখছেন? বাস্তুশাস্ত্রে ঝাড়ু রাখার সঠিক দিক খুব গুরুত্বপূর্ণ। ঝাড়ু সঠিক দিকে না রাখলে, রাতারাতি দারিদ্র আপনার জীবন তছনছ করে দেবে।
বাস্তুশাস্ত্রমতে, বাড়ির সৌভাগ‍্য এবং দুর্ভাগ‍্য, দুইয়ের জন‍্য ‘দায়ী’ হতে পারে ঝাঁটা। ঘরের কোন দিকে কেমনভাবে ঝাঁটা রাখা হচ্ছে তার ওপর নির্ভর করে অনেক কিছুই।
বাস্তুশাস্ত্রমতে, বাড়ির সৌভাগ‍্য এবং দুর্ভাগ‍্য, দুইয়ের জন‍্য ‘দায়ী’ হতে পারে ঝাঁটা। ঘরের কোন দিকে কেমনভাবে ঝাঁটা রাখা হচ্ছে তার ওপর নির্ভর করে অনেক কিছুই।
বাস্তুশাস্ত্র মতে, ঝাড়ু কখনও দাঁড় করিয়ে রাখতে নেই। ঝাড়ু দাঁড় করিয়ে রাখলে তা বাড়িতে অভাব আনে বলে বিশ্বাস। মাটিতে শুয়ে রাখতে বলা হয় ঝাড়ুকে।
বাস্তুশাস্ত্র মতে, ঝাড়ু কখনও দাঁড় করিয়ে রাখতে নেই। ঝাড়ু দাঁড় করিয়ে রাখলে তা বাড়িতে অভাব আনে বলে বিশ্বাস। মাটিতে শুয়ে রাখতে বলা হয় ঝাড়ুকে।
বাড়িতে অনেকেই রান্না বা খাওয়ার জায়গার পাশে ঝাড়ু রাখেন। এর ফলে বাড়িতে খাদ্যশস্যের অভাব দেখা দেবে
বাড়িতে অনেকেই রান্না বা খাওয়ার জায়গার পাশে ঝাড়ু রাখেন। এর ফলে বাড়িতে খাদ্যশস্যের অভাব দেখা দেবে
 বাস্তুশাস্ত্রানুযায়ী মাটিতে শুয়ে রাখতে বলা হয় ঝাড়ুকে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে মুখ করে শুইয়ে রাখতে হবে ঝাড়ু।

বাস্তুশাস্ত্রানুযায়ী মাটিতে শুয়ে রাখতে বলা হয় ঝাড়ুকে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে মুখ করে শুইয়ে রাখতে হবে ঝাড়ু।
বাড়ির বাইরে বিশেষ করে রাতে প্রধান প্রবেশদ্বারে ঝাড়ু রাখা খুবই উপকারী বলে মনে করা হয়। শাস্ত্র মতে, রাতে এমন জায়গায় ঝাড়ু রাখলে ঘরে নেতিবাচক শক্তির প্রবেশ রোধ হয়।
বাড়ির বাইরে বিশেষ করে রাতে প্রধান প্রবেশদ্বারে ঝাড়ু রাখা খুবই উপকারী বলে মনে করা হয়। শাস্ত্র মতে, রাতে এমন জায়গায় ঝাড়ু রাখলে ঘরে নেতিবাচক শক্তির প্রবেশ রোধ হয়।