দেবতাদের ছবি 

Astro Tips: বেডরুমে বহু দেবতার ছবি? নিজের বিপদ নিজেই ডেকে আনছেন না তো? 

আমরা সকলেই বাড়িতে নানা ঈশ্বরের মূর্তি বা ছবি রেখে থাকি। কিন্তু অনেকেই জানেন না কোন মূর্তি ঘরে রাখা যায় না৷ (পিয়া গুপ্তা)
আমরা সকলেই বাড়িতে নানা ঈশ্বরের মূর্তি বা ছবি রেখে থাকি। কিন্তু অনেকেই জানেন না কোন মূর্তি ঘরে রাখা যায় না৷ (পিয়া গুপ্তা)
এই ব্যাপারে বাস্ত বিশেষজ্ঞ শ্রী রামকৃষ্ণ শাস্ত্রী জানান, অনেকেই না জেনে দেব দেবীর মূর্তি স্থাপন করেন। সব দেবীর মূর্তি রাখার নির্দিষ্ট একটি নিয়ম থাকে। বাড়ির শোয়ার ঘরে সব ধরনের মূর্তি রাখতে নেই। বাস্তুমতে, বাড়ি, অফিস বা দোকানে পুজোর ঘর নির্দিষ্ট নিয়মে মূর্তি রাখা উচিত।
এই ব্যাপারে বাস্ত বিশেষজ্ঞ শ্রী রামকৃষ্ণ শাস্ত্রী জানান, অনেকেই না জেনে দেব দেবীর মূর্তি স্থাপন করেন। সব দেবীর মূর্তি রাখার নির্দিষ্ট একটি নিয়ম থাকে। বাড়ির শোয়ার ঘরে সব ধরনের মূর্তি রাখতে নেই। বাস্তুমতে, বাড়ি, অফিস বা দোকানে পুজোর ঘর নির্দিষ্ট নিয়মে মূর্তি রাখা উচিত।
বাস্তুবিদ জানান কোনও দেব-দেবীর বসা ছবি বাড়ি, দোকান বা অফিসে লাগানো একেবারেই উচিত নয়। দেব-দেবীর এই ধরনের ছবি ভুলেও বাড়িতে রাখবেন না। বাস্তুমতে, এই ছবি লাগালে দেব-দেবী রুষ্ট হন। এতে পরিবারের অমঙ্গল হয়।
বাস্তুবিদ জানান কোনও দেব-দেবীর বসা ছবি বাড়ি, দোকান বা অফিসে লাগানো একেবারেই উচিত নয়। দেব-দেবীর এই ধরনের ছবি ভুলেও বাড়িতে রাখবেন না। বাস্তুমতে, এই ছবি লাগালে দেব-দেবী রুষ্ট হন। এতে পরিবারের অমঙ্গল হয়।
এছাড়াও কোনও ঠাকুরের ছবির ফ্রেম যদি ভেঙে যায় তা হলে তা বাড়ি থেকে সরিয়ে ফেলুন। এতে বাড়িতে ভীষণ ভাবে নেগেটিভ শক্তি বেড়ে যায়।
এছাড়াও কোনও ঠাকুরের ছবির ফ্রেম যদি ভেঙে যায় তা হলে তা বাড়ি থেকে সরিয়ে ফেলুন। এতে বাড়িতে ভীষণ ভাবে নেগেটিভ শক্তি বেড়ে যায়।
একই দেবতার একাধিক মূর্তি বা ছবি পাশাপাশি রাখা যাবে। দেবতাদের মূর্তি বাড়িতে রাখার আগে এই নিয়মগুলো অবশ্যই মেনে চলুন নইলেই আপনার পরিবারের অশান্তি ও অমঙ্গল নেমে আসবে।
একই দেবতার একাধিক মূর্তি বা ছবি পাশাপাশি রাখা যাবে। দেবতাদের মূর্তি বাড়িতে রাখার আগে এই নিয়মগুলো অবশ্যই মেনে চলুন নইলেই আপনার পরিবারের অশান্তি ও অমঙ্গল নেমে আসবে।