শমি গাছ 

Vastu Tips: টাকার অভাব? বিয়ে হচ্ছে না? একটু শান্তি চান? বাড়িতে লাগান এই গাছ, শনিদেব খুশি হবেন

উত্তর দিনাজপুর: আমাদের দেশে গাছ পুজোর রীতি প্রচলিত। অনেকেই নানা গাছ পুজো করেন। এরকমই একটি গাছ হল শমি গাছ। বিশ্বাস, শনিদেব ও লক্ষ্মীকে প্রসন্ন করা যায় এই গাছের মাধ্যমে।বাস্তুশাস্ত্র বিশারদ পৌষালি গুহ রায় জানান, শমি গাছ বাড়িতে লাগালে কখনও অর্থাভাব হয় না। শনিবার এই গাছ বাড়িতে লাগানো শুভ।

বাড়িতে শমি গাছ লাগিয়ে সকাল-সন্ধ্যা এর পুজো করলে শনি দোষ থেকে মুক্তি লাভ করা যায়। পরিবারে ধন আগমন বৃদ্ধি পায়। সমস্ত ধরনের বাস্তুদোষ দূর করে এই গাছ। যেখানে শমি গাছ লাগানো থাকে, সেখানে কারও কুদৃষ্টি পড়ে না। আবার কারও বিয়ে না হলেও এই গাছ লাগানো শুভ।

বাড়ির প্রবেশদ্বারের পাশে শনিবার এই গাছ লাগানো উচিত। এমন ভাবে লাগাবেন যাতে, বাড়ি থেকে বেরোনোর সময় শমি গাছ আপনার ডান দিকে থাকে। চাইলে ছাদেও এই গাছ লাগাতে পারেন। তবে ছাদের দক্ষিণ দিকে  গাছ রাখতে হবে। ছাদের দক্ষিণ দিকে পর্যাপ্ত পরিমাণে সূর্যরশ্মি না-এলে পূর্ব বা ঈশান কোনে এই গাছ রাখা যায়।

পিয়া গুপ্তা