Vastu Tips

Vastu Tips: এক গ্লাস জলে আস্ত একটা লেবু ডুবিয়ে রেখে দেখুন, বাস্তুমতে, ‘চমৎকার’ যা হবে, চমকে যাবেন

বাড়ি অফিস বা দোকানে অনেক সময়েই দেখা যায় একটা কাঁচের গ্লাসে পরিমাণ মতো জল নিয়ে তাতে একটা লেবু চুবিয়ে রেখে দেওয়া আছে। কেন এমনটা করা হয় জানেন?বাড়ি অফিস বা দোকানে অনেক সময়েই দেখা যায় একটা কাঁচের গ্লাসে পরিমাণ মতো জল নিয়ে তাতে একটা লেবু চুবিয়ে রেখে দেওয়া আছে। কেন এমনটা করা হয় জানেন?

বাস্তুমতে বিশ্বাস করা হয়, কাঁচের গ্লাসে জল নিয়ে তাতে লেবু ডুবিয়ে রাখলে বাড়ি,অফিস বা দোকানে উপস্থিত নেগেটিভ শক্তির প্রকোপ কমতে শুরু করে। সেই সঙ্গে কালো যাদু এবং কুদৃষ্টির প্রভাবও কমে যায়। ফলে কোনও ধরনের বিপদ ঘটার আশঙ্কা কমে।
বাস্তুমতে বিশ্বাস করা হয়, কাঁচের গ্লাসে জল নিয়ে তাতে লেবু ডুবিয়ে রাখলে বাড়ি,অফিস বা দোকানে উপস্থিত নেগেটিভ শক্তির প্রকোপ কমতে শুরু করে। সেই সঙ্গে কালো যাদু এবং কুদৃষ্টির প্রভাবও কমে যায়। ফলে কোনও ধরনের বিপদ ঘটার আশঙ্কা কমে।
বাস্তুমতে বিশ্বাস করা হয়, কাঁচের গ্লাসে রাখা জলের মধ্যে লেবু ফেলা মাত্র, যদি লেবু জলের নীচে চলে যায়, তা হলে বুঝবেন, আপনার আশপাশে নেগেটিভ এনার্জির মাত্রা ভীষণভাবে বেড়ে গিয়েছে। আর যদি দেখেন লেবুটা জলে ভাসছে, তাহলে চিন্তার কোনও কারণ নেই! আপনার চারপাশে পজিটিভ এনার্জি রয়েছে।
বাস্তুমতে বিশ্বাস করা হয়, কাঁচের গ্লাসে রাখা জলের মধ্যে লেবু ফেলা মাত্র, যদি লেবু জলের নীচে চলে যায়, তা হলে বুঝবেন, আপনার আশপাশে নেগেটিভ এনার্জির মাত্রা ভীষণভাবে বেড়ে গিয়েছে। আর যদি দেখেন লেবুটা জলে ভাসছে, তাহলে চিন্তার কোনও কারণ নেই! আপনার চারপাশে পজিটিভ এনার্জি রয়েছে।
বাস্তু বিশেষজ্ঞদের মতে, জলে লেবুটা রাখার কয়েক দিনের মধ্যেই যদি লেবুটা নষ্ট হয়ে যায়, তাহলে চিন্তার বিষয়। এর অর্থ হল, বাড়ি-অফিস কিংবা দোকানে নেগেটিভ শক্তির প্রভাব অতিরিক্ত মাত্রায় বেড়ে গিয়েছে।
বাস্তু বিশেষজ্ঞদের মতে, জলে লেবুটা রাখার কয়েক দিনের মধ্যেই যদি লেবুটা নষ্ট হয়ে যায়, তাহলে চিন্তার বিষয়। এর অর্থ হল, বাড়ি-অফিস কিংবা দোকানে নেগেটিভ শক্তির প্রভাব অতিরিক্ত মাত্রায় বেড়ে গিয়েছে।
বাস্তু বিশেষজ্ঞদের মতে, গ্লাসের জলটা যদি অল্প দিনেই ঘোলা হয়ে যায়, তা হলে জানবেন গ্লাসে থাকা জলটা নেগেটিভ এনার্জিকে শোষণ করছে, তাই জল ঘোলা হয়ে গিয়েছে।
বাস্তু বিশেষজ্ঞদের মতে, গ্লাসের জলটা যদি অল্প দিনেই ঘোলা হয়ে যায়, তা হলে জানবেন গ্লাসে থাকা জলটা নেগেটিভ এনার্জিকে শোষণ করছে, তাই জল ঘোলা হয়ে গিয়েছে।
কোথায় রাখতে হবে গ্লাসটা? বাস্তু বিশেষজ্ঞদের মতে,বাড়ির ভিতর, মূল ফটকের সামনে গ্লাসটা রাখতে হবে। এতে বাড়িতে থাকা খারাপ শক্তির প্রভাব তো কমবেই, সেই সঙ্গে গৃহের অন্দরে নেগেটিভ এনার্জি প্রবেশও করতে পারবে না।
কোথায় রাখতে হবে গ্লাসটা? বাস্তু বিশেষজ্ঞদের মতে,বাড়ির ভিতর, মূল ফটকের সামনে গ্লাসটা রাখতে হবে। এতে বাড়িতে থাকা খারাপ শক্তির প্রভাব তো কমবেই, সেই সঙ্গে গৃহের অন্দরে নেগেটিভ এনার্জি প্রবেশও করতে পারবে না।
কত দিন অন্তর অন্তর বদলাতে হবে জল এবং লেবু? বাস্তু বিশেষজ্ঞদের মতে, লেবু যদি নষ্ট না হয়ে গিয়ে থাকে, তবে প্রতি শনিবার জল এবং লেবু বদলাবেন।
কত দিন অন্তর অন্তর বদলাতে হবে জল এবং লেবু? বাস্তু বিশেষজ্ঞদের মতে, লেবু যদি নষ্ট না হয়ে গিয়ে থাকে, তবে প্রতি শনিবার জল এবং লেবু বদলাবেন।