Vegetable Price Hike: লাফিয়ে-লাফিয়ে দাম বাড়ছে সবজির, জামাইষষ্ঠীতে কেমন থাকবে বাজার-দর? পড়ুন

বিগত কয়েকদিনে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টিতে জল বেড়েছে বহু নদী। প্লাবন ও ভাঙন পরিস্থিতিও সৃষ্টি হয়েছে একাধিক এলাকায়। বৃষ্টির জেরে ক্ষতি হয়েছে ফসলের। সবজি চাষে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন জেলার চাষিরা। জোগান কম থাকায় দাম বেড়েছে সবজির-ও।  পকেটে চাপ পড়তে শুরু করেছে ক্রেতাদের। ক্রেতারা বাজারের এসে সবজি কিনতে নাজেহাল হচ্ছেন। বৃষ্টি পরিস্থিতি না কমলে সবজির দাম আরও বাড়ার সম্ভাবনার কথা জানাচ্ছেন বিক্রেতারা। এদিকে সামনেই জামাইষষ্ঠী। কেমন থাকবে বাদার-দর?