'বেবিদা'র মৃত্যুতে শোকের ছায়া

Popular Artist Death: বাংলার সঙ্গীত জগতে বিরাট দুঃসংবাদ! প্রয়াত হলেন স্বনামধন্য শিল্পী, ‘বেবিদা’র মৃত্যুতে শোকের ছায়া

কলকাতা: ফের নক্ষত্রপতন৷ বিনোদন জগতের সময়টা মোটেই ভাল যাচ্ছে না৷ একের পর এক তারকারা একে একে সবাই ছেড়ে চলে যাচ্ছেন৷ রবিবার প্রয়াত হলেন বাংলা সঙ্গীত জগতের বিখ্যাত অ্যাকর্ডিয়ন শিল্পী প্রতাপ রায়৷ মৃত্যুকালে ওঁনার বয়স হয়েছিল ৮৬ বছর৷

বাংলা সঙ্গীত জগতে শিল্পী প্রতাপ রায়ে মৃত্যুর খবরে শোকের ছায়া পড়েছে৷ সকলের কাছে তিনি বেবিদা নামেই পরিচিত ছিলেন৷ তাঁর আঙুলের ছোঁয়ায় গানের সুর যেন নতুন করে প্রাণ ফিরে পেত৷

আরও পড়ুন-   জীবনটাই যেন ‘নরক’…! ছোটবেলা থেকেই অসহ্য কষ্ট-যন্ত্রণা! টেকেনি সংসার, মেলেনি সন্তান সুখ, আজও তিনি বলিউডের…

তাঁর মৃত্যু কোনওভাবেই মেনে নিতে পারছেন না৷ পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ঘুমের মধ্যেই তাঁর মৃত্যু হয়েছে ৷তাঁর মৃত্যুতে একটি যুগের অবসান৷

আরও পড়ুন-   অ্যাকাউন্টে ছিল না ১০০ টাকাও, দিতে পারতেন না স্কুলের ফি, আজ তিনি কোটি কোটি টাকার মালিক, দাঁপিয়ে বেড়াচ্ছেন বলিউডে, বলুন তো কে?

 বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি৷ পড়ে গিয়ে কোমরের হাড়ে চোট পেয়েছিলেন তিনি৷ বেশ কিছুদিন শয্যাশায়ী ছিলেন তিনি৷ তাঁর এভাবে চলে যাওয়ায় সঙ্গীত জগতে শোকের ছায়া পড়েছে৷