Tag Archives: Vijaya Dashami

Murshidabad News: এই কদিন বাঙালির নো রেস্ট্রিক্টশন! কড়াপাক বা রসগোল্লা, মিষ্টির চাহিদা তুঙ্গে

মুর্শিদাবাদ: সারা বছর আঁটোসাঁটো। কিন্তু এই দু’দিন একেবারে নো রেস্ট্রিকশন। চিরাচরিত প্রথায় স্বাস্থ্য সচেতনতাকে গুলি মেরে বিজয়া দশমীর পেটপুজোয় গা ভাসাচ্ছে বাঙালি। সরপুরিয়া, কাঁচাগোল্লা, জলভরার মত ট্র্যাডিশনাল মিষ্টির পাশাপাশি বাজার মাতাচ্ছে বাটার স্কচ, পাইন অ্যাপেল, চকোলেট সন্দেশের মত ফিউসন মিষ্টি। তবে সবকিছুকে টেক্কা দিয়েছে ঐতিহ্যের টান। মুর্শিদাবাদ জেলার ঐতিহ্য ছানার কেক এবং কালো মিষ্টি। যার চাহিদাও তুঙ্গে ।

কোনোটা কড়াপাক, কোনওটা বা নরম। দুধ, ক্ষীর, ছানা মিলেমিশে জিভে জল আনা স্বাদ। বাঙালির বারোমাসে তেরো পার্বন। আর প্রতি পার্বনে মিষ্টি মাস্ট। ষষ্ঠীর বোধন, অষ্টমীর অঞ্জলির মত এও যেন এক চিরাচরিত রীতি। দশমীর বিকাল থেকেই তাই ভিড় বাড়ে মিষ্টির দোকানে। আগামী কয়েক দিন এভাবেই মিষ্টিমুখের মাধ্যমে পালিত হবে শুভ বিজয়া।

আরও পড়ুনঃ Bankura News: আপনার স্বপ্নের গাড়ি পেয়ে যাবেন মাত্র ৩০-৪০ হাজার টাকায়! কোথায়-কীভাবে? জেনে নিন

বিক্রেতারা জানিয়েছেন, দেবী উমার বিদায় নিয়েছে ইতি মধ্যেই। বিভিন্ন জায়গায় নিরঞ্জন পর্ব চলছে। মর্ত ছেড়ে কৈলাসে পারি দিয়েছে উমা। তাই এখন বিজয়া দশমী করার পালা। ফলে আমাদের মিষ্টি দোকানে এখন বিভিন্ন রকমের মিষ্টির চাহিদাও তুঙ্গে । কেশর মালাই, ক্রিম চপ, চাপ সন্দেশ, খেজুর মিষ্টি, রসগোল্লা এমনকি গুরের কালাকাঁদের এবার চাহিদাও তুঙ্গে। বিজয়া দশমীর সঙ্গে সঙ্গে সকলের বাড়িতে মিষ্টি নিয়ে যান অতিথিররা, তাই মিষ্টি কিনতে ভিড় এখন ক্রেতাদের।

কৌশিক অধিকারী

Vijaya Dashami Baran Rituals: বিজয়া দশমীর বরণডালায় রাখুন এই জিনিসগুলি! দেবী দুর্গাকে এই নিয়মে বরণ করলে মঙ্গল, সুখশান্তি সৌভাগ্যের বৃষ্টি

রাত পোহালেই বিজয়া দশমী। দুর্গাপুজোর অবসানে এই তিথিতে অন্যতম পর্ব বিদায়বেলায় দশভুজা ও তাঁর সন্তানসন্ততি এবং বাহনদের বরণপর্ব।
রাত পোহালেই বিজয়া দশমী। দুর্গাপুজোর অবসানে এই তিথিতে অন্যতম পর্ব বিদায়বেলায় দশভুজা ও তাঁর সন্তানসন্ততি এবং বাহনদের বরণপর্ব।

 

বরণের পরে থাকে সিঁদুরখেলার পর্ব। তার জন্য নিয়ম ও রীতিনীতি মেনে সাজিয়ে নিতে হয় বরণডালা। কী কী রাখবেন বরণডালায়, কীভাবে বরণ করবেন সংসারের মঙ্গলকামনায়, জেনে নিন। বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট।
বরণের পরে থাকে সিঁদুরখেলার পর্ব। তার জন্য নিয়ম ও রীতিনীতি মেনে সাজিয়ে নিতে হয় বরণডালা। কী কী রাখবেন বরণডালায়, কীভাবে বরণ করবেন সংসারের মঙ্গলকামনায়, জেনে নিন। বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট।

 

স্নান করে শুদ্ধবসনে আলতা সিঁদুর পরে দেবীকে বরণ করুন। বরণডালায় রাখুন সিঁদুর, পান, সুপুরি, পান, পানের খিলি, মিষ্টি, ষোল আনা বা ১ টাকার মুদ্রা, জল।
স্নান করে শুদ্ধবসনে আলতা সিঁদুর পরে দেবীকে বরণ করুন। বরণডালায় রাখুন সিঁদুর, পান, সুপুরি, পান, পানের খিলি, মিষ্টি, ষোল আনা বা ১ টাকার মুদ্রা, জল।

 

অনেকে বরণডালায় ধূপকাঠি ও প্রদীপও রাখেন। তবে সেক্ষেত্রে ভিড়ের মধ্যে সতর্ক হয়ে বরণ করবেন। পোশাক বা চুলের অংশ যেন বিগ্রহে ঝাপটা না দেয়।
অনেকে বরণডালায় ধূপকাঠি ও প্রদীপও রাখেন। তবে সেক্ষেত্রে ভিড়ের মধ্যে সতর্ক হয়ে বরণ করবেন। পোশাক বা চুলের অংশ যেন বিগ্রহে ঝাপটা না দেয়।

 

প্রথমে দশভুজার সিঁথি এবং বাঁ হাতের শাঁখায় সিঁদুর দিন। তার পর পরিষ্কার দু’টি পানপাতা দিয়ে মা দুর্গার মুখ মুছিয়ে দিন। তার পর মাতৃজ্ঞানে দেবীর পায়ে ধানদূর্বা দিন। পরে কন্যাজ্ঞানে মাথাতেও ধানদূর্বা দিতে পারেন।
প্রথমে দশভুজার সিঁথি এবং বাঁ হাতের শাঁখায় সিঁদুর দিন। তার পর পরিষ্কার দু’টি পানপাতা দিয়ে মা দুর্গার মুখ মুছিয়ে দিন। তার পর মাতৃজ্ঞানে দেবীর পায়ে ধানদূর্বা দিন। পরে কন্যাজ্ঞানে মাথাতেও ধানদূর্বা দিতে পারেন।

 

এর পর দেবীকে মিষ্টিমুখ ও জলপান করানোর পর্ব। আগে থেকে বানিয়ে রাখা পানের খিলি দিয়ে দিন বিগ্রহের হাতে।
এর পর দেবীকে মিষ্টিমুখ ও জলপান করানোর পর্ব। আগে থেকে বানিয়ে রাখা পানের খিলি দিয়ে দিন বিগ্রহের হাতে।

 

দেবী দুর্গাকে বরণ করার পর একইভাবে বরণ করুন বাকি দেবদেবী এবং তাঁদের বাহনদেরও। তিন দিন পর বরণডালার পান জলে ভাসিয়ে ডালাটি ধুয়ে নিন।
দেবী দুর্গাকে বরণ করার পর একইভাবে বরণ করুন বাকি দেবদেবী এবং তাঁদের বাহনদেরও। তিন দিন পর বরণডালার পান জলে ভাসিয়ে ডালাটি ধুয়ে নিন।

Astrological Tips on Vijaya Dashami: শনিবারে পড়েছে বিজয়া দশমী! শুভ কাজ তো নয়ই, গুরুজনদের প্রণাম কি করা যাবে? জানুন জ্যোতিষীর মত

শনি-মঙ্গল নিয়ে আমাদের বাঙালিদের একটা খুঁতুখুঁতুনি আছেই। শনিবারে কোথাও যাত্রা বা নতুন কাজ শুরু সাধারণত কেউ করতে চান না, বিশেষ করে তা যদি বারবেলায় হয়। আবার মঙ্গলবার, বৃহস্পতিবার প্রতিমা বিসর্জনের রীতি নেই। অথচ, এবার বিজয়া দশমী পড়েছে  শনিবারেই। এমনটা হওয়ার কথা ছিল না। কিন্তু তিথি ক্ষয়ের কারণে চার দিনের বদলে পুজো কমে এসেছে তিন দিনে। বিজয়া দশমীও তাই রবিবারের বদলে পড়েছে শনিবার।

দেওঘরের পাগলবাবা আশ্রমের বিখ্যাত জ্যোতিষাচার্য পণ্ডিত নন্দকিশোর মুদগল লোকাল 18-কে বলেছেন যে সাধারণত বিজয়া দশমীকে  শুভ তিথি রূপে গণ্য করা হয়। সর্বভারতীয় স্তরে এই তিথিতে নতুন সম্পত্তি কেনা, কন্যার পিতৃগৃহ পরিত্যাগ করে স্বামীগৃহে যাওয়ার রীতি প্রচলিত আছে। এর জন্য বিজয়া দশমীতে নির্দিষ্ট শুভ লগ্নেরও প্রয়োজন হয় না। বিজয়া দশমী জুড়ে বিরাজ করে অবুজ মুহূর্ত, যার অর্থ সমগ্র দিনটিই শুভ।

যদিও এবার শনিবার পড়ে যাওয়ায় এই অবুজ মুহূর্ত থাকছে না। পণ্ডিত নন্দকিশোর মুদগল বলছেন যে সর্বভারতীয় পঞ্জিকা মতে এবার বিজয়া দশমী শুরু হচ্ছে ১২ অক্টোবর সকাল ১১টা ০৫ মিনিট থেকে এবং তা শেষ হচ্ছে ১৩ অক্টোবর সকাল ৯টা ৫৪ মিনিটে। কিন্তু উদয় তিথি অনুসারে বিজয়া দশমী উদযাপিত হবে ১২ অক্টোবর, শনিবারে।

আরও পড়ুন : পেটের রোগ সারাতে অব্যর্থ গুড়! খেতে হবে এভাবে! ব্লাড সুগারে কি খাওয়া যায়? জানুন

কেন এবার বিজয়া দশমী তিথিকে শুভকাজের অযোগ্য বলে গণ্য করছেন জ্যোতিষীরা? পণ্ডিত নন্দকিশোর মুদগল বলছেন, সর্বভারতীয় পঞ্জিকা মতে এবার দেবীর দোলায় আগমন, যার ফল ছত্রভঙ্গ বা ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয়। অন্য দিকে, দেবীর গমন ঘোটকে, এটিও অশুভের ইঙ্গিতবাহী। এর সঙ্গে শনিবার যুক্ত হওয়ায় শুভ কাজে বাধা পড়েছে।

ফলে, তাঁর মতে, সম্পত্তি ক্রয়, নতুন প্রকল্প শুরু বা কন্যার স্বামীগৃহে যাত্রা এবছর বিজয়া দশমীতে স্থগিত রাখাই উচিত হবে। চাইলে গুরুজনদের প্রণাম, সমবয়সীদের বিজয়া দশমীর প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপনও রবিবারে করাই ভাল!