বাঁশের সেতু

Lok Sabha Election 2024: এই নড়বড়ে সেতুই ভরসা! ভোটের মুখে স্থায়ী সেতুর দাবি স্থানীয়দের

মুর্শিদাবাদ: বাঁশের সেতু যাতায়াতের একমাত্র ভরসা। ভোটের সময় নেতারা আসে প্রতিশ্রুতি দেয়,ভোট মিটে গেলে প্রতিশ্রুতি উঠে যায়। প্রায় পাঁচশো পরিবারের বসবাস ফরাক্কার নগরি গ্রামে। নগরি গ্রামে যেতে মানুষ দীর্ঘ দিন ধরে বাঁশের সেতু ব্যবহার করে আসছে। তবে বাঁশের সেতুর বদলে পাকা সেতু নির্মাণ হয়নি আজও। ভোট আসে ভোট যায়। কিন্তু সুরাহা হয় না গ্রামের বাসিন্দাদের।

LIVE | লোকসভা নির্বাচন ২০২৪ প্রথম দফার ভোট

সামনেই লোকসভা নির্বাচন, লোকসভা নির্বাচন এলেও এই গ্রামের দিকে ফিরেও তাকায় না কেউ বলেই অভিযোগ। আর এই বাঁশের সেতু দিয়ে যাতায়াত করতে গিয়ে একাধিকবার ঘটেছে দুর্ঘটনা। তবে বাঁশের সেতুটি মাঝে মাঝে পঞ্চায়েত থেকে ঠিক করে দেওয়া হয় যাতায়াতের সুবিধার জন্য।

আরও পড়ুন: শাহরুখ খানের অফিস থেকে হঠাৎ ফোন এল তরুণের কাছে, কী করেছে এই পড়ুয়া? জানলে চমকে যাবেন

এই গ্রাম যাতায়াত করতে মানুষ বাঁশের সেতু ছাড়া আরও একটি রাস্তা ব্যবহার করে। সেই রাস্তা দিয়ে গ্রামে যেতে গেলে ঝাড়খণ্ডের রাস্তা ব্যবহার করতে হয়। সময় লাগে প্রায় আধ ঘন্টা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জীবনের ঝুকি নিয়ে ওই বাঁশের সেতু দিয়ে যাতায়াত করতে হয়। তবে নির্বাচন এলেই গ্রামের বাসিন্দারা আশায় দিন গুনতে শুরু করেছেন কবে সেতু তৈরি হবে তা নিয়ে।

LIVE | West Bengal Lok Sabha Election 2024 Phase one Voting in Cooch Behar, Alipurduar and Jalpaiguri

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

কৌশিক অধিকারী